আমেরিকায় এসে প্রথম প্রথম ভাবতাম আহ আমার জন্য উপযুক্ত পরিবেশ। কিন্তু রঙ চটে যেতে সময় লাগল না। তখন শুরু করলাম ওয়েবসাইট ঘেঁেট ঘেঁেট, নাটক, গান এসব খুঁজে বার করা। বাংলাদেশী সংস্কৃতিকে যেন নতুন ভাবে আবিষ্কার করলাম। এখন ছোটখাট বাংলাদেশী অনুষ্ঠানে যেতে খুব মজা পাই। দেশ থেকে কেউ আসার কথা শুনলে খোঁজ নেই, কোন নতুন নাটক এনেছে কিনা। কোন নতুন এলবাম বের হলে খুঁজে বের করি কোথায় ডাউনলোড করা যাবে।
ব্যাপারটা শুধু আমারই না, বরং মোটামুটি সব বাঙ্গালীরই হয়। কেজানে হয়ত যে কোন দেশের লোকেরই ব্যাপারটা হয়। জলে থেকে কে বোঝে জলের মর্ম!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




