এটা সত্যি যে কোন টাইটেল ব্যবহার করতে হলে সেটার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাগে। বুয়েটের সার্টিফিকেট এই স্বীকৃতি দেয় কিনা আমার জানা নেই। সেক্ষেত্রে এই টাইটেল ব্যবহার কিন্তু যেীক্তিক না। যদিও ইঞ্জিনিয়ার টাইটেলটা কিন্তু গ্রহনযোগ্য। একটা টাইটেলের লিস্ট পাবেন এখানে:
http://en.wikipedia.org/wiki/Title
আমার আরেকটি ব্যপার জানতে ইচ্ছা করে, আমাদের দেশের ডাক্তাররা কি এরকম কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পান নামের আগে 'ডাঃ' ব্যবহার করতে। কিংবা যখন তারা নামটাকে ভারী করতে ব্যবহার করেন বিভিন্ন পেশাভিত্তিক প্রতিষ্ঠানের সদস্যপদ। যেমন, S M Mahbub Murshed, Blogger।
আমাদের দেশে টাইটেল ব্যবহার করে ভাব বাড়ানোর কাজে আইনজীবীরাও কিন্তু কম যান না। তাদেরও আমি দেখেছি একইরকম ভাবে টাইটেল ব্যবহার করতে।
টাইটেলে কি আসে যায়! সবাই যদি নিজের কাজটুকু জানত, নিজের দায়িত্বটুকু পালন করত তাহলে কি টাইটেল দরকার ছিল? দরকার ছিল মিছিমিছি সবার থেকে আলাদা হবার চেষ্টা?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




