হাজারো ইচ্ছে ছাপিয়ে যায় এই ইচ্ছেটুকু - ধর্ম মানুক বা না মানুক, সবাই যেন যে যার যায়গায় দাঁড়িয়ে নিজের কাজটুকু করে যায়। যার যার ধর্ম তার তার কাছে, যার যার বিশ্বাস তার তার কাছে। কে ইসলাম ধর্ম বিশ্বাস করল কি করল না, কেউ ফি (PHI) এর মাহাত্ম্য উপলব্ধি করে দু রাকাত নামাজ পড়ল কিনা এসব খুব খুবই সামান্য বিষয়। মানছি আমিই এরকম একটা মন্তব্য করেছি। কিন্তু আমি নিজেই অনুভব করছি ব্যাপারগুলো তুচ্ছ।
নিজেকে আগিয়ে নিয়ে যান। নতুন নতুন বিষয়ে ভাবুন। সমস্যা ভাবুন, সমাধান ভাবুন। ভাবুন কি করে নিজের উন্নতি করবেন। কেননা নিজের উন্নতি মানেই দেশের উন্নতি। খামাখা অমুকের তমুক দোষ ধরে কি লাভ? নিজের দোষটা ধরুন আর সে ব্যাপারে পোস্ট করুন। নিজেকে জানুন, যাচাই করুন, উন্নত করুন। তবেই না আমরা প্রমান করব নিজেদেরকে সেরা হিসেবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




