গত বছর আমার নজরে আসে বাংলা উইকিপিডিয়া। উইকিপিডিয়ার আইডিয়াটা সাধারন। কোন একটা বিষয় নিয়ে একটা কিছু লেখা। আর কারো বিষয়টা নিয়ে কোন আপত্তি বা অতিরিক্ত কিছু বলার থাকলে সে সেটা তাতে সংযুক্ত করে দিল। এতে করে তৈরী হতে থাকে ক্রমবর্ধমান এবং সমৃদ্ধ একটি তথ্য সম্ভার।
বাংলা সাইটটি আমার নজরে আসার পর আমি একটি পোস্ট করি সেখানে, লিনাক্সের ওপর। আমার আগের বিজয়ে লেখা ইউনিকোড করে পেস্ট করে দিলাম। কিন্তু তেমন কোন আলোচনা বা সাহায্য, কিছুই পাইনি।
এখানে লেখা শুরু করবার পর উইকিপিডিয়ার একজন নতুন এডমিন আমার সাথে যোগাযোগ করেন। তারা পুরো ব্যাপারটাকে রিনোভেট করার চেষ্টা করছেন।
প্রথমেই আমার মাথায় যে সমস্যাগুলো এসেছে সেগুলো হল:
1। সবাই চাইবে তাদের বর্তমানের লেখাগুলো সেখানে পোস্ট করতে। সেক্ষেত্রে একটা কার্যকরী কনভাটর্ার লাগবে।
2। কেউ একটা লেখা পোস্ট করলে সেটার ক্রেডিট চাইবে অবশ্যই। কিন্তু উইকিপিডিয়া ব্যাপারটা সেভাবে সাপোর্ট করেনা। একটা লেখায় লেখকের নাম সরাসরি দেয়া থাকে না। যদিও কে কে লেখাটায় এডিট করেছে সেটা দেয়া থাকে, কিন্তু সরাসরি ক্রেডিটা পাওয়া যায় না।
3। লেখা পাবলিশিং এর ড্রাইভিং ফোর্স কি হবে? এখানে আমরা লেখা পাবলিশ করি কেন? মূলতঃ সকলের কমেন্টে যে ইন্টারএকশনটা পাওয়া যায় সেটার কারনে। সেটা তো সেখানে নাই, তাহলে?
আপনাদের মাথায় কি আরো কিছু আসছে? ফিল ফ্রি টু সাজেস্ট।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




