প্রথমেই বলে রাখা ভাল, ছেলেরা সমর্্পককে সমর্্পক বলে না বলে, 'এটা হচ্ছে সেই সময়টুকু যখন আমি আর বাতাসী কাজটা মোটামুটি নিয়মিত ভাবে করছিলাম।' আর সমর্্পক যখন শেষ হয়ে যায় একটা মেয়ে তখন কাঁদতে কাঁদতে বুকটা ভাসিয়ে ফেলবে বান্ধবীদের সামনে আর একটা কবিতা লেখবে 'সব পুরুষেরা আহাম্মক' এই শিরোনাম দিয়ে। তারপর সে তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।
একজন পুরুষের সমর্্পক ভাঙ্গতে কিন্তু আরেকটু বেশী সমস্যা হয়। ছাড়াছাড়ির ছয় মাস পর, কোন এক সাপ্তাহিক ছুটির দিন রাত 3:30 মিনিটে সে মেয়েটাকে ফোন করবে আর বলবে 'তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ। আমি তোমাকে কখনই ক্ষমা করবনা। তুমি একটা আস্ত ম...ী আমি তোমাকে ঘৃনা করি। কিন্তু এও জানিয়ে রাখি যেকোন সময়েই কিন্তু আমরা আবার এক হতে পারি।' একে বলা হয়ে থাকে 'ঘৃনা করি/ভালোবাসি মাদক প্রভাবিত ফোন কল'। শতকরা 99 ভাগ পুরুষ জীবনে একবার হলেও এধরনের কল করেছেন। কিছু কোর্স আছে যাতে এধরনের অবস্থা থেকে রেহাই পাবার শিক্ষা দেয়া হয়। কিন্তু বস্তুত কোর্সগুলো সাফল্যের হার খুব কম।
সেক্স
মেয়েরা সেক্সের আগে 30-40 মিনিট পূর্ব-ক্রিড়া বা ফোরপ্লে পছন্দ করে। আর ছেলেরা পছন্দ করে 30-40 সেকেন্ডের ফোরপ্লে। ছেলেরা সেক্সের পূর্বে ড্রাইভ করে ঘরে আসার সময়টুকুকে ফোরপ্লের অংশ হিসেবে গণ্য করে।
পরিপক্কতা
মেয়েরা ছেলেদের তুলনায় খুব দ্রুত পরিপক্কতা লাভ করে। অধিকাংশ সপ্তদশর্ী একজন পূর্ণ বয়স্কার মত আচরন করে। যেখানে 17 বছরের একজন বালক কার্টুন ছবি দেখে, ছোটখাট বিষয়ে ঝগড়া ঝাটি করে কাটায়।
কমেডি
ধরুন একটা রুমে কিছু পুরুষ আর মহিলা টিভি দেখছেন আর 'ত্রি স্টুজেস' এর একটি পর্ব শুরু হল। পুরুষেরা খুব উত্তেজিত হয়ে পড়বে, জোরে জোরে হাসতে থাকবে, এমনকি কোকড়া চুলের লোকটাকে অনুসরন করে অভিনয় করার চেষ্টা করবে। মহিলারা চোখ পাকাবে, বিরক্তিতে ঘোঁত ঘোঁত করবে আর অপেক্ষা করবে কখন এটা শেষ হবে।
বাথরুম
একটা ছেলের বাথরুমে 6 টা জিনিস থাকে - টুথব্রাশ, টুথপেস্ট, সেভিং ক্রিম, রেজর, একটা সাবানের বার, আর একটা সস্তা টাওয়েল। যেখানে একজন মহিলার বাথরুমে গড়ে 437 টা জিনিস পাওয়া যায়, যার অধিকাংশই একজন পুরুষের পক্ষে চেনা দুরুহ হয়ে যায়।
(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




