ছেলেদের ম্যাগাজিনে প্রায়ই বিবস্ত্রা নারীদের ছবি দেখা যায়। আবার মেয়েদের ম্যাগাজিনেও দেখা যায় বিবস্ত্রা নারীর ছবি। এর কারন হল, মেয়েদের শরীর হল একটা সুন্দর শিল্পকর্ম, আর ছেলেদের শরীর মাংশল, চুলময় এবং দিনের আলোয় দেখার না দেখাই ভাল।
বাজার সদাই
একজন মহিলা বাজার করবার আগে একটা ফর্দ তৈরী করেন এবং বাজারে গিয়ে টুক করে সেই জিনিসগুলো কিনে এসে পড়েন। পুরুষেরা এক্ষেত্রে খুব ধৈর্য্যশীল। তারা ফ্রিজে আধখানা কমলা বা খাবার পচে সবুজ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। তারপর তারা বাজারে যায় এবং যা কিছু পছন্দ হয় সব কিনতে থাকে। যখন চেকআউট কাউন্টারে যায় তখন তার কার্ট বা বাজারের থলি একজন মোটা মানুষের মত ঠাসা এবং উপচে পড়ো পড়ো। অবশ্যই ব্যাপারটা তাকে 10-আইটেমের-চেয়ে-কম লাইনে দাঁড়াতে বাধা দেয় না।
বিড়াল
মেয়েরা বিড়াল ভালবাসে। ছেলেরা বলে তারা বিড়াল ভালবাসে, কিন্তু নারীদের চোখের আড়াল হলেই লাথি কষায় দাঁত মুখ খিঁেচ।
টেলিফোন
টেলিফোন ছেলেদের জন্য একটি যোগাযোগ রক্ষাকারী যন্ত্র। তারা ছোটখাট সংবাদ আদান প্রদানের কাজে ব্যবহার করে এটাকে। অন্যদিকে মেয়েরা এক বান্ধবীর বাসা থেকে দুসপ্তাহ ঘুরে আসে এবং এসেই সেই বান্ধবীকে ফোন করে ঘন্টা তিনেক কাটিয়ে দেয়।
ভুল স্বীকার
মেয়েরা মাঝেসাঝে ভুল স্বীকার করে। কিন্তু জেনারেল জর্জ ক্যাস্টার হচ্ছেন শেষ পুরুষ যিনি ভুল স্বীকার করেছিলেন।
সন্তান
একজন মহিলা তার বাচ্চাদের সব ব্যাপারে ওয়াকিবহাল। কখন বাচ্চাদের দাঁতের ডাক্তারের কাছে নিতে হবে, তাদের ফুটবল খেলা, প্রেম, সেরা বন্ধু সব খবর তার কাছে। অন্যদিকে পুরুষের কাছে সন্তনরা কিছু ছোটখাট অবয়বের আবছা ছবি।
সাজগোজ
একজন মহিলা সাজগোজ করে যখন সে: কেনাকাটা করতে, গাছে পানি দিতে, ঘরের ময়লাটা ফেলতে, ফোন ধরতে, বই পড়তে কিংবা চিঠিপত্র আসল কিনা দেখতে যায়। একজন ছেলে সাজগোজ করে শুধুমাত্র বিয়েতে এবং কারো ফিউনারেলে।
(এই লেখার উদ্দেশ্য নির্মল আনন্দ। মূল ইংরেজী লেখাটি পাবেন এখানে Click This Link
আমার ধারনা ইংরেজী লেখাটি কোন একজন মহিলারই লেখা।)
(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




