আমরা যারা বাইরে পড়াশোনা করছি, সবাই একজন এ্যাডভাইজর এর তত্ত্বাবধানে থিসিস করছি। এই মর্াকিন মুল্লুকে নানাদেশের নানাজাতির লোক শিক্ষকতা পেশায় আছে। এই শিক্ষকদের মধ্যে সবচেয়ে খারাপ বা খাইস্টা হিসেবে পরিচিত হচ্ছে দেশী প্রফেসররা।
দেশী বলতে যা বুঝি তা হচ্ছে, জন্ম এবং বেড়ে উঠা অন্য দেশে , র্বতমান আবাস মর্াকিন মুল্লুকে। তবে দেশী বলতে সাধারণত বাংলাদেশী, ইন্ডিয়ান , পাকিস্তানি বোঝানো হয়।
আমেরিকান প্রফেসররা এই ক্ষেত্রে অনেক প্রেফারেবল।
দেশী প্রফেসর নিয়ে অনেক সরস এবং করুণ কাহিনী আছে। শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরা থেকে, ভয়ে পায়ু পথ বন্ধ হয়ে যেতে পারে।
আমার নিজের প্রফেসর ইন্ডিয়ান, কিন্তু 30 বৎসরের উপর এই দেশে থাকার পর সে অনেকটা আমেরিকান। মেন্টর হিসেবে সে অসাধারণ। বাট বলেনা '' খাছিয়ত যায় না মরলে, আর ইল্লত যায় না ধুইলে ''।
দেশীর মূল বৈশিষ্ট্য :
1। টাকা যা দেওয়া উচিত বা সাধারণত যা দেওয়া হয় তার চেয়ে কম দিবে।
2। কথায় এমন একটা ভাব থাকবে যেন জীবনে এটাই আপনার একমাত্র কাজ (আমাগো যেন বউ পোলা পান নাই)।
3। দিন হয় চবি্বশ ঘন্টায় , সে কাজ দিবে বিশ ঘন্টার। চার ঘন্টায় ঘুম ,খাওয়া, রান্না, নানাবিধ ব্রেক, ব্লগিং (আমার পরিবার নাই, তাই পরিবারের কথা বললাম না।যাদের পরিবার আছে তাদের বউয়ের অভিশাপ নিচ্ছি)।
4। আপনার জিহব্বা বের হয়ে গেলেও বলবে , চিয়ার আপ ম্যান।
5। ছুটি কি জিনিস বা ঐ শব্দটা আপনি যদি ভুলে যান, তার মানে আপনি দেশী প্রফেসরের আন্ডারে , যেমন : আমি। আমি শুক্রবার বুঝি জুমার নামাযের ডাক শুনে।
6। আপনার বউ যদি আপনার উপর রুষ্ট থাকে তার মানে আপনি দেশী প্রফেসরের আন্ডারে।
যাই হোক এর শেষ নেই। এবার আমার এখানকার একটা গল্প বলি। আমাদের চেয়ারম্যান পাকিস্তানি লোক MIT গ্রাজুয়েট । বিশাল ফান্ডিং , টপ লোক। বাট অতীব চামার । ম্যানারিজম খুব খারাপ, সালাম দিলে জবাব দেয় না। তার বিশাল গ্রুপ , অনেক পোস্টডক (Post Doctorate)। তার কোন পি.এইচ.ডি ষ্টুডেন্ট কে সে গাইড করে না। পোস্টডকরা করে। তার প্রধান পোস্টডক ইন্ডিয়ান, সে চামার লেভেলে এক কাঠি বাড়া। রিসেন্টলি ঐ পোস্টডক ইন্ডিয়া থেকে আসার সময় ভিসা প্রবলেম ফেইস করছিল । আর এদিকে পোলাপাইন মিলাদ দিতেছে , দোয়া মাহফিল পড়ছে যাতে সে এই জীবনে আর ভিসা না পায়। মিলাদ পড়ুয়াদের মধ্যে পাকিস্তানি , ইন্ডিয়ান , আমেরিকান, চাইনিজ ,থাই মোটামুটি গোটা পৃথিবীর সব জাতিগোষ্ঠি আছে।
যাই হোক এটা গল্পের সবে শুরু, আপনারা আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা র্বণনা করুন। এই তো সুযোগ, এই সুযোগ জীবনে বার বার আসে না, মন খুলে বলুন , দিল খুলে গালি দিন, যা পেয়েছেন তার চেয়ে দ্্বিগুণ ফিরিয়ে দিন , ..........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



