নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=স্মৃতির মায়ায় জড়িয়ে আছে মন=

১৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৯


ঘাস লতা পাতা আমার গাঁয়ের মেঠো পথ, ধানের ক্ষেত
জংলী গাছ জড়ানো লতাবতী - আহা নিউরণে পাই স্মৃতির সংকেত,
রান্নাবাটির খেলাঘরে ফুলের পাপড়িতে তরকারী রান্না
এখন স্মৃতিগুলো পড়লে মনে, বুক ফুঁড়ে বেরোয় কান্না।

ফিরে না পাওয়ার আকূতি নিয়ে আগাই আগত দিনে
কী মনোহারী দিনগুলো নেই, বাঁধা আছি সেই স্বার্থহীন সুখ ঋণে
যেখানে পা রাখলেই হারিয়ে যেতাম স্বাধীনতার হাওয়ায়
আজ এখানে পরাধীনতা বসে থাকে মন দাওয়ায়।

সেই সবুজ পাতা ছোঁয়া প্রহরগুলো আমার, স্নিগ্ধতা যেখানে
আবার যদি যেতে পারতাম ফিরে সেখানে,
আমি মন বেঁধে রেখে আসতাম ফড়িংয়ের ডানায়,
এবেলা সেগুলো খুঁজে ফিরি স্মৃতির আয়নায়।

কই হারায় দিনগুলো সেই, দিন কেন বদলায় ধীরে,
সেই সজীবতা, সেই বুনোফুলে ঘ্রাণ পেতাম যদি ফিরে;
এখানে ইট সুরকির পথ ধরে হাঁটি
লতা পাতা নেই, নেই সজীবতা, শুকনো খড়খড়ে মাটি।

আমার হারানো দিনগুলো, আমার লতায় জড়ানো শৈশব
যেখানে রোজ বিকেলে বসতো হাডুডু- দাঁড়িয়াবাঁধার উৎসব;
দিনগুলো জরাজীর্ণতায় আচ্ছন্ন, আন্তরিকতা গেল হারিয়ে
এখন পাতা ছুঁয় না কেউ বাহিরে পা বাড়িয়ে।

বুনোফুলের মালা কে আর গাঁথে, পুতুল খেলে আর কার যায় বেলা
কে আর খেলে বালির ভাতের রান্নাবাটি খেলা,
এখানো মুঠোফোনে চোখ রেখে প্রজন্ম সময় করে দেয় পার,
হাসি কান্না, গল্প, কিচ্ছে কিছুই নেই এখানে, কেউ ধারে না কারো ধার।
=========================
©কাজী ফাতেমা ছবি
১৮/১২/২০২২

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখানে ইট সুরকির পথ ধরে হাঁটি
লতা পাতা নেই, নেই সজীবতা, শুকনো খড়খড়ে মাটি।

..............................................................................
তারপরও মানুষ ঘর বাঁধে
আশা নিরাশার দোলচালে !

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

সাইফুলসাইফসাই বলেছেন: অনেক সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.