| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই স্বাধীনতা চাইনি আমি
ভবঘুরে হয়ে ঘুরতে ভালো লাগে
বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়নের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, আগামী ৯ই মার্চ শনিবার ২০২৪ তারিখে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহেণর সিদ্ধান্ত নিয়েছেন | যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৪ নং গদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মোড়ল গত ৭ই নভেম্বর ২০২৩ মঙ্গলবার যশোর বেনাপোল রেলপথে সৈয়েদপাড়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় মারা যান |চেয়ারম্যানের পদ খালি থাকায় আগামী ৯ই মার্চ শনিবার ২০২৪ ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে |তবে আসন্ন উপ নির্বাচনে দু একজন প্রার্থী ছাড়া প্রচার প্রচারণা নেই একেবারেই |পূর্বের নির্বাচন গুলোই ভোটার এবং প্রার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যেত, এ উপনির্বাচনে তেমনটি লক্ষণীয় নয় |গ্রামের মোড়ে হাট বাজারে নেই কোন প্রচার প্রচারণা | তবে ভোটাররা নিজেরাই প্রচার করছেন কে কে হতে পারে সম্ভব্য প্রার্থী |সম্ভব্য প্রার্থীর তালিকায় আছেন বেশ কয়েকজন, তবে এগিয়ে আছেন গত নির্বাচনে আনারস মার্কা নিয়ে পরাজিত সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের ছেলে প্রিন্স আহমেদ | দু এক জায়গায় পোস্টার দেখা যাচ্ছে ইমামুল হোসেনের তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন |কয়েক জায়গায় লিফলেট দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফ হোসেন |অনেক প্রার্থীর নাম আলোচনায় আসলেও প্রতীক না থাকার কারণে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না |কিছু সময়ের জন্য কথা হয় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে, তিনি বলেন জনগণ ভালোবেসে বলছেন প্রার্থী হতে | শিওর না ভালোবাসা দেখে শুনে ভালো বুঝলে প্রার্থী হব |

২|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: নির্বাচন মানেই মজার খেলা।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২১
নাহল তরকারি বলেছেন: এখন শিক্ষত, সহজ সরলদের মধ্যে, কেউ জনপ্রতিনিধি হতে চায় না। ভোটারগণ ও ভোট দিতে চান না।