নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

মাটির কাছে যেতেই..

২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন দ্যাখে না
অগ্নিতাপে ন্যুজ মন
মাটি ছুঁতে বারবার
নুয়ে আসে
মাটির কাছেই

মাটির সোঁদা গন্ধ নিতে
উবু হয়ে
ঝুঁকে পড়ে মাটিতে
গড়াগড়ি খেয়ে
ভুলতে চায়
আঘাতের পর আঘাতে
পাওয়া দুঃখগুলো
ব্যথা যন্ত্রণা কষ্টগুলো
মাটির কানে কানে
বলতে চায়
বুকের পাজরে জমানো
তিক্ততার সব স্মৃতিগুলো

আর -
আর তখনই
আচমকা
অলক্ষেই
চোখে পড়ে
বুকের পাটাতন হতে
স্বপ্নগুলো
ঝড়া পাতার মত
একে একে
খসে পড়ে যেতে থাকে
দম বন্ধ হয়ে আসা
ক্ষীণকায় বাতাসে

তোষক জাজিম আর
মখমলের বিছানা-
এখন আর ভালো লাগে না
এখন বরং
মাটির কাছে
যেতেই উদগ্রীব মন

এই সব কিছুই মিথ্যে-
একমাত্র মাটির মায়াই
সত্যিকারের মায়া
প্রিয়জনেরাও মুহূর্তকাল
ঘরে রাখার
অনুমতি দেয় না
ভয় লাগে বলে
বাইরে নামিয়ে দেয়

অন্ধকারে
ঝোপঝাড়ের মধ্যে
দ্বিধা করে না
রেখে আসতেও
শুধু মাটি
মাটিই আশ্রয় দেয়
দ্বিধাহীন চিত্তে
বুকে পুড়ে নেয়
কোলে তুলে নিতে
কার্পণ্য করে না
এতটুকু পরিমান

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২৪ দুপুর ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন নতুন নকিব ভাই।

এই মাটির দেহ মাটিই হইব
মাটিই হইব বিছানা
সময়কালে মনা তুমি
মাটির দিকে ফিরা চাইলা না

প্লিজ ক্লিক করুন - এই মাটির দেহ মাটিই হইব


২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় খলিল ভাই, অনেক অনেক ধন্যবাদ মন্তব্যে আসার জন্য।

২| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর উপলব্ধি
ভালো লাগলো

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



শুকরান। জাজাকিল্লাহ, কবি বোন।

৩| ২৩ শে মে, ২০২৪ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: মাটির কাছে যেতে হবে
ওটাই শেষ ঠিকানা
থেকে যাবে বিলাস ব্যাসন
সঙ্গে কিছু যাবে না
সঙ্গে যাবে ঈমান আর আমল
বাকি সব বিফল ।

সুন্দর।

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ প্রিয় কবি। শুভকামনা সবসময়।

৪| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

করুণাধারা বলেছেন: খুব ভালো লিখেছেন। +++++

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



অশেষ শুকরিয়া। কৃতজ্ঞতাসহ শুভকামনা আপনাকে।

৫| ২৩ শে মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



প্রিয় প্রামানিক ভাই,
অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা ও শুভকামনা জানবেন।

৬| ২৩ শে মে, ২০২৪ রাত ১১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দো দালানঘর।

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



খুবই হৃদয়াগ্রহী কথামালা। ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

৭| ২৪ শে মে, ২০২৪ রাত ১২:১৩

ডঃ এম এ আলী বলেছেন:




খুবই সুন্দর হয়েছে কবিতা ।
এটি পাঠের সাথে মনে পড়ে
সুকান্তের একটি কবিতা
যেখানে কবি বলেছেন -
পৃথিবী কি আজ শেষে নিঃস্ব
ক্ষুধাতুর কাঁদে সারা বিশ্ব
চারিদিকে ঝরে পড়া রক্ত
জীবন আজ উত্যক্ত ।
আজকের দিন নয় কাব্যের
ভয় নিয়ে দিন কাটে নিত্য,
জীবনে গোপন -দুর্বৃত্ত।
তাইতো জীবন আজরিক্ত,
অলস হৃদয় স্বেদসিক্ত
আজকে প্রাচীর গড়া ভিন্ন
পৃথিবী ছড়াবে ক্ষতচিহ্ন ।
অগোচরে নামে হিম-শৈত্য,
কোথায় পালাবে মরু দৈত্য ?
জীবন যদিও উৎক্ষিপ্ত,
তবু তো হৃদয় উদ্দীপ্ত,
বোধ হয় আগামী কোন বন্যায়
ভেসে যাবে অনশন, অন্যায়।



মাটির কাছে যেতেই হবে
এটা চির স্বাসত সত্য কথা
তার পরেও বলি সেদিন
ভেসে যাবে অন্যায়
কালের আমোঘ প্রহড়ে
সেদিন আর মাটির কাছে গিয়ে
বলতে হবেনা
আপনার মত করে -

আঘাতের পর আঘাতে
পাওয়া দুঃখগুলো
ব্যথা যন্ত্রণার কষ্টগুলো

আর
মাটির কানে কানে
বলতে হবেনা
বুকের পাজরে জমানো
তিক্ততার সব স্মৃতিগুলো।


দোয়া করি জীবন নির্বিঘ্নে
কাটুক দুঃখ যন্ত্রনা বিহীন ।

শুভেচ্ছা রইল

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৪০

নতুন নকিব বলেছেন:



প্রিয় আলী ভাই,
আপনার উপস্থিতি নিঃসন্দেহে প্রেরণার।

আন্তরিকতাপূর্ণ দীর্ঘ মন্তব্যে আপ্লুত!

কৃতজ্ঞতা ও শুভকামনা সবসময়।

৮| ২৪ শে মে, ২০২৪ সকাল ৭:৪৪

কবীর হুমায়ূন বলেছেন: মানুষের চুড়ান্ত গন্তব্য মাটিই। পঞ্চভূতে হবো বিলীন। সুন্দর লিখেছেন কবি।

২৪ শে মে, ২০২৪ সকাল ৯:৪২

নতুন নকিব বলেছেন:


প্রিয় ভাই,
আপনিও যথার্থই বলেছেন, মানুষের চুড়ান্ত গন্তব্য মাটিই

কৃতজ্ঞতাসহ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.