নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

\'জুলাই যোদ্ধারা\' কার বিপক্ষে যুদ্ধ করলো, হ্তাহতের পরিমাণ কত?

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫১



সর্বশেষ আমেরিকান ক্যু'কে অনেক ব্লগার "জুলাই বিপ্লব" ও তাতে যারা যুদ্ধ করেছে, তাদেরকে "জুলাই যোদ্ধা" ডাকছে; জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ ছিলো পুলিশ, র‌্যাব, বিজিবি, ছাত্রলীগ; জুলাই বিপ্লবে টোটেল হতাহতের সংখ্যা জানা গেছে; কিন্তু কোন পক্ষের কতজন প্রাণ হারায়েছে?

জুলাই বিপ্লবে জয়ী হয়েছে জুলাই যোদ্ধারা; লজিক্যালী ভাবতে হয়, পরাজিত পক্ষই নিশ্চয়ই বেশী পরিামাণে ক্ষতিগ্রস্ত হয়েছে; অর্থাৎ পুলিশ, র‌্যাব ও ছাত্রলীগের প্রাণহানী অনেক হয়েছে। জুলাই যোদ্ধারা তাদের শত্রুদের হত্যা করেই বিজয় চিনিয়ে এনেছে!


মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: এক নম্বর কথা এরা বিল্পবী নয়, এরা জঙ্গি। জঙ্গিদের বিল্পবী বলবেন না। এরা থানায় আগুন দিয়েছে। অস্ত্র লুট করেছে। আগুন দিয়ে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। এই সব বিব্লপবী/জঙ্গী বড় ভয়ংকর।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

জেন একাত্তর বলেছেন:





আমার ভাষায় এরা আমেরিকান ক্যু'এর জলাদ।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৭

নতুন নকিব বলেছেন:



নিউইয়র্কের তাপমাত্রা কেমন? বাইরে বের হওয়া যায়? না কি, ঠান্ডায় সমস্যা হয়?

১৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮

জেন একাত্তর বলেছেন:



গত ২ সপ্তাহ মাইনাস, মাইনাসের আশপাশে ছিলো; আমাকে শারীরিক কারণে বাহিরে যেতে হয়।

জুলাইযোদ্ধার ুপার আপনার পোষ্টগুলো পড়ছি; আপনার ও আপনার মতো লোকজনের ভাবনাচিন্তা জাতিকে গাজা, সুদান থেকেও কঠিন পরিস্হিতে নিতে সাহায্য করছে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

রাজীব নুর বলেছেন: এক নম্বর কথা এরা বিল্পবী নয়, এরা জঙ্গি। জঙ্গিদের বিল্পবী বলবেন না। এরা থানায় আগুন দিয়েছে। অস্ত্র লুট করেছে। আগুন দিয়ে পুড়িয়ে পুলিশ হত্যা করেছে। এই সব বিব্লপবী/জঙ্গী বড় ভয়ংকর।


প্রথম আলো আর ডেইলি স্টার পুড়িয়ে দিয়েছে। দেশটা শেষ করে দিচ্ছে্ দেখার কেউ নেই। বাংলাদেশ তার ইতিহাসের সব চেয়ে খারাপ সময় পার করছে। দেশে কোন সভ্যতা নেই।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৩

জেন একাত্তর বলেছেন:



'২৪ শে'র জুলাই থেকে আমি এই ধরণের জংগী কার্যকলাপের কথা বলায়, আমার সোনাগাজি নিক ব্যান করেছে সামু।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে জঙ্গীবাদীদের চাষাবাদ অনেক দিন ধরেই চলছে।
শেখ হাসিনা জেনেও এই চাষের জমিতে পানি দিতেন।
এখন তার ফসল ফলেছে।
এমনটাই তো হবার কথা ছিল।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

জেন একাত্তর বলেছেন:



শেখ হাসিনা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনার কোন কিছু জানতো না; তাকে ঘিরে রেখেছিলো ডাকাত ব্যুরোক্রেটরা, করাপ্টেড মিলিটারী অফিসার, মাফিয়া ব্যবসা্যীরা ও দলের ডাকাত লাঠিলরা; ফলে, সে আমেরিকার সেংকশান সম্পর্কেও জানতে পারেনি।

ইউনুস, পাকিস্তান, আমেরিকা ও সেনাবাহিনী মিলে জামাত-শিবিরের জল্লাদদের ভাড়া করে দেশ ভাগাড়ে পরিণত করেছে।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬

সৈয়দ কুতুব বলেছেন: নতুন রাষ্ট্রদূত আসছে আমেরিকার ! মনে হচ্ছে টের পেয়ে গেছে সব। ট্রাম্প এবার কি করে কে জানে!

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩২

জেন একাত্তর বলেছেন:




মনে হয়, ট্রাম্পকে ইউনুসের পক্ষে রাখার জন্য দরকারী লোকদের সাথে লবিং করছে পাকিস্তান; না'হয় ঢাকার দুতাবসের অনেকের চাকুরী চলে যেতো।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫

জেন একাত্তর বলেছেন:


হাদি কি স্বাভাবিক মানুষ ছিলো, নাকি জংগী ছিলো?

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

নূর আলম হিরণ বলেছেন: কতজন পুলিশ, র‍্যাব মারা গিয়েছে এটা 1ঘণ্টার ভিতর ছবি সহ বের করা সম্ভব, কিন্তু সরকার তা করছে না!

১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯

জেন একাত্তর বলেছেন:



জুলাই যোদ্ধারা পুলিশ, সাধারণ ছাত্র, তাদের নিজ দলের কিছু ছাত্রকে হত্যা করেছে; এটা ছিলো আমেরিকান ক্যু'কে সফল করার জন্য জংগী আক্রমণ ।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: হাদিকে পরিচয় করিয়ে দিয়েছে মাহমুদুর রহমান , পিনাকি ও ইলিয়াস । হাদি জুলাই মাসে ছোটো একটা দল নিয়ে রামপুরা তে ছিলো। ইহা কোনো মেইন character নয় ।


১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

জেন একাত্তর বলেছেন:



ভারত ও আওয়ামী লীগ নিয়ে যেসব কথা বলেছে, সে জল্লাদ হিসেবেই কাজ করেছে বলে মনে হয়।

তার সন্দেহজনক হত্যাকারীরা পালাতে হলে ভারতেই পালানোর কথা; তাকে কারা হত্যা করেছে, সেটা এখনো পরিস্কার নয়। জামাত-শিবির/পাকিস্তানীরা যেখানে হত্যাকান্ডে যুক্ত, সব কিছুই ঘোলাটে। তবে, সে ইউনুসের জল্লাদের ১ জন।
[native code]
}

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
দেশের বর্তমান পরিস্থিতি জল্লাদ জঙ্গিদের কর্মকাণ্ড ৭১-৭৫ পরবর্তী মুজিব বাহিনী ও আপনাকে মনে করিয়ে দেয়।
সেই সময়কার বিপ্লবী সিরাজ সিকদার আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তুলে এনে গুম খুন আর বর্তমানে হাদির মাথায় গুলি।
হাদি এ যুগের বিপ্লবী ও সিরাজ সিকদার।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৬

জেন একাত্তর বলেছেন:



এর আসল নাম হাদি নয়, আসল নাম মাহাদী।

সিরাজ শিকদার প্রায় ২/৩ হাজার সামান্য অবস্হাপন্ন চাষীকে তাদের পরিবারে সামনে হত্যা করেছে; কারণ, তারা নাকি জোতদার ছিলো; বাংলাদেশে অবস্হাপন্ন চাষী থাইল্যান্ডর ভিক্ষুক থেকেও দরিদ্র ছিলো সব সময়।

এইসব নিহত চাষীদের স্ত্রীরা ছেলেমেয়ে নিয়ে ভিক্ষা করেছে পরে। এই হলো আপনার ফাকড-আপ বিপ্লবী সিরাজ সিকদা।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এইমাত্র খবর দেখলাম উদীচি কার্যালয়ে আগুন দেয়া হয়েছে ?
................................................................................
আমরা দেখছি প্রিয় মাতৃভূমিকে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে সবাই
জানুক তার মহা উৎসব চলছে ।
আর কর্তাব্যক্তিরা আলুপোড়া দিয়ে ডিনার সারছে ।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৩৮

জেন একাত্তর বলেছেন:




গত আগষ্ট থেকে আমেরিকা, কানাডা, জাপান, ইউরোপ বাংলাদেশকে ভীতিকর দেশ বলছে; ওদের মতে জংগীরা দেশ দখল করেছে।

তবে, ডেইলী ষ্টার ও প্রথম আলোকে বন্ধ করে দেয়ার দরকার; ওরা শেখ হাসিনার সময় মাফিয়াদের ঋণের নামে ব্যাংক ডাকাতী, ব্যুরোক্রেটদের ডাকাতী ও আওয়ামী লাঠিয়ালদের দেশের সম্পদ দখল, রেহারানা, তার পরিবার ও তাপসের মতো লোকদের লুটতরাজ চাপিয়ে রেখে হাজার মিলিয়ন আয় করেছে।
[native code]
}

১০| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০১

সৈয়দ কুতুব বলেছেন: দফাদার সাহেব কে ডোডো বলবেন না । তিনি বাংলাদেশ নিয়ে সঠিক কথাই লিখেন । কেন যে জাপা সাপোরট করেন এটা বুঝি না । =p~ /

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৬

জেন একাত্তর বলেছেন:



উনি বড় ডোডো, এরশাদ ২০/২২ টা মহিলাকে সেক্স সাথী করেছিলো; ৭ জনকে বিদেশে পারবক্তাঠিয়েছে। উনিও সেক্স-শান্তির প্রবক্তা।

উনি রাজনীতি বুঝেন না; বঝলে জিয়া/এরশাদকে সাপোর্ট করতেন না; যারা জিয়া/এরশাদকে সাপোর্ট করে, তারা আইয়ুবকে বাবার থেকে বেশী ভালোবাসে।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: দেশের এখন চরম সংকটে।সার্বভৌমত্বের উপর আঘাত আসতে পারে।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৮

জেন একাত্তর বলেছেন:



আমাদের সার্বভৌমত্ব এখনই নেই বললে চলে, সরকারহীনতা, নাগরিকদের প্রাণ ও সম্পদ যখন সুরক্ষাহীন, ইহা এনার্খী। ভারত আমাদের দেশে ঢুকবে না, দেশকে ধ্বংস করবে ইউনুসের জংগীরা

১২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
স্বাধীন বাংলাদেশের প্রথম মব সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছিল ৭৫ এ সিরাজ সিকদার কে বিনা বিচারে হত্যার মাধ্যমে। এর ধারাবাহিকতা ২৫ ও চলমান। আজকের জঙ্গিরা আপনাদের উওরসুরী।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:১৫

জেন একাত্তর বলেছেন:



শেখ অনেক বেকুবী কথা বলতেন; তবে, অন্য ইডিয়টদের তুলনায় উনার অবস্হা ছিলো অনেক ভালো।

সিরাজ যখন শেখের সাথে কথা কাটি করেছিলো, সেখানে ইডিয়ট মনি ছিলো; মনির ইশারায় রক্ষী বাহিনী সিরাজকে হত্যা করে; মনি তার পাওনা পেয়েছে।

তবে, সিরাজ দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর এলাকাকে "কৃষকদের বধ্যভুমিতে" পরিণ্ত করেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.