নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধুর!

বিকট

হাসান মাহবুব

আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা...

হাসান মাহবুব › বিস্তারিত পোস্টঃ

মেলোডি তোমার নাম

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৮



"আমি একজন প্রেমিক পুরুষ। আমি ভালোবাসি প্রেমিকা নারীকে। আমি চাই নর-নারীগণ প্রেম, কাম আর চুম্বনে নিমজ্জিত থাকুক। কিন্তু তীব্র প্রেম মানেই তীব্র যন্ত্রণা। যা শুরু হয়, তার শেষও হতে হয়। সহমরণ ছাড়া যন্ত্রণামুক্তির কোনো উপায় নেই। আর তাই এই গল্পগুলি যেমন ভালোবাসার, তেমন যন্ত্রণারও।"
নতুন গল্পবই "মেলোডি তোমার নাম" এর ফ্ল্যাপ থেকে।
গল্পগুলি নর-নারীর ভালোবাসার।
আসবে অনুপ্রাণন প্রকাশনী থেকে এই বইমেলাতে।

প্রচ্ছদ- তৌহিন হাসান

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অসাধারণ।
বহুল প্রচার কামনা করি।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৬

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৮

মিরোরডডল বলেছেন:




এর চেয়ে সুন্দর সাবজেক্ট আর কি হতে পারে!
নিশ্চয়ই পড়বো কিন্তু কবে জানিনা।

সম্প্রতি মনিরাপু আর রশিদের কিছু কবিতার বই নিয়ে এসেছি, ওগুলোতেই সময় যাচ্ছে।

কিন্তু তীব্র প্রেম মানেই তীব্র যন্ত্রণা।

তবুও মানুষ এই কষ্ট পেতে ভালোবাসে, কি অদ্ভুত!!!!

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৯

হাসান মাহবুব বলেছেন: সুখ, দুঃখ, আনন্দ,বেদনা আসলে একটা সমন্বিত প্রক্রিয়া। একটার সাথে আরেকটা আসবেই। আপনি যদি জীবনের সুখীতম মুহূর্তে থাকেন, তাহলে এই সুখের কারণেই একসময় দুঃখ আসবে এটা মোটামুটি নিশ্চিত,যদি না তার আগে আপনি মারা যান। কিন্তু আপনি মারা গেলে আবার আপনার সাথে সম্পর্কিতরা সুখপতনের অনুভূতি পেতে থাকবে। এই চেইন থেকে আমাদের মুক্তি নেই।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৭

মিরোরডডল বলেছেন:




এই চেইন থেকে আমাদের মুক্তি নেই।

মুক্তি চাই নাহ তো!
ভালো লাগে এই পাওয়া না পাওয়ার খেলা, সুখ দুঃখের অনুভূতি।

প্রচ্ছদ এবং নামটাও সুন্দর হয়েছে।

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৩

হাসান মাহবুব বলেছেন: এটাই সঠিক অনুধাবন। ভালো থাকবেন।

ধন্যবাদ!

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৪

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ কামনা হাসান ভাই। দেখা হবে বইমেলাতে...

২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ নয়ন। দেখা হবে।

৫| ২৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

নজসু বলেছেন:


ফ্লাপের কথাগুলোই অসাধারণ। প্রচ্ছদটাও অপূর্ব। বিশ্বাস, খুব ভালো কিছু হবে। শুভকামনা।
বইমেলা ছাড়া বইটি আর কিভাবে পেতে পারি?

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ নজসু।

বইমেলা ছাড়া অনলাইন স্টোরে পাওয়া যাবে। অনুপ্রাণন প্রকাশনের নিজস্ব ওয়েবসাইট অথবা পেইজ এবং রকমারিতে। প্রকাশিত হলে আমি লিংক দিয়ে দিব।

৬| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৩

নজসু বলেছেন:



অপেক্ষায় রইলাম।

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৭

হাসান মাহবুব বলেছেন: আমিও অপেক্ষায় আছি বইটি বেরুনোর।

ভালো থাকবেন।

৭| ২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



অভিনন্দন।

আপনি কোন বই একাধিকবার পড়েছেন?

২৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ।

আমি নারায়ন গঙ্গোপাধ্যায়ায়ের কিশোরদের জন্যে লেখাগুলি অনেকবার পড়েছি। পিজি ওডহাউজ আর জেরোম কে জেরোমের লেখাগুলি বারবার পড়ি। আর হুমায়ূন আহমেদ তো যখন তখন পড়াই যায়।

তবে সবচেয়ে বেশিবার পড়েছি সম্ভবত মারিও পুজোর "দ্যা গডফাদার"।

৮| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

বিজন রয় বলেছেন: অভিনন্দন!
সুন্দর প্রচ্ছদ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ বিজন। ভালো থাকবেন।

৯| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মন্থনের মেলানকোলিয়া নামটার মধ্যেও একটা মেলোডি টাইপ ভাব ছিলো। আর এই বইয়ের নামেই মেলোডি আছে।

বই ও আপনার সাক্ষাতের অপেক্ষায় থাকলাম। অনেক দিন দেখা সাক্ষাত হয় না৷

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০২

হাসান মাহবুব বলেছেন: "মন্মথের মেলানকোলিয়া"।

দেখা হবে।

১০| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

কামাল১৮ বলেছেন: কবিতার বই কখনো কিনেছি বলে মনে পড়ছে না। তবে কবিতা সম্পর্কে লেখা কিছু বই কিনেছি।তার মধ্যে পান্থ জনের সখা ও আধুনিক কবি ও কবিতা বই দুটির কথাই মনে পড়ছে।কবিতা বুঝার জন্য কিনেছিলাম কিন্তু বুঝে উঠতে পারিনাই তাই কবিতা পড়াই ছেড়ে দিয়েছি।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৯

হাসান মাহবুব বলেছেন: এটা কবিতার বই না। গল্পের।

১১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: আপনার লেখার মান নিয়ে কোন কথা নেই- প্রচ্ছদ সুন্দর হয়েছে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:০১

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ তপন ভাই। ভালো থাকবেন।

১২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রচ্ছদ এবং বই এর নাম জাস্ট অসাধারণ।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০০

হাসান মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ!

১৩| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: 'মেলোডি তোমার নাম ' ফন্ট ডিজাইন জোস। প্রচ্ছদ যিনি ডিজাইন করেছেন তিনি খুবই রুচিসম্মত বুঝা যাচ্ছে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: হ্যাঁ, তৌহিন হাসান একজন গুণী শিল্পী।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ ভোর ৫:০৩

শ্রাবণধারা বলেছেন: শেষ লাইনটা পড়ে বইটা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। "গল্পগুলি যেমন ভালোবাসার, তেমন যন্ত্রণারও"

লেখাটা পড়ে অস্কার ওয়াইল্ডের "পিকচার অব ডোরিয়ান গ্রে"র কথা মনে পড়লো। চব্বিশ-পঁচিশ বছর আগে বাংলা মোটরের কাছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরীতে বসে এই বইটা পড়েছিলাম। ওয়াইল্ডের ডোরিয়ান গ্রে ছিলো অতি সুদর্শন আবার বুদ্ধিদীপ্ত এবং মেধাবী।

জানিনা আপনার বইয়ের প্রেমিক পুরুষ কেমন, তবে পুস্তকের সাফল্য কামনা করি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: মেলোডির প্রসঙ্গে ডোরিয়ানের কথা মনে পড়ল, ব্যাপারটা ভালো অনুভূতি দিচ্ছে।

এই বইটিতে প্রেমিকের নানা রূপ আছে। এটা গল্পের বই। ১০-১২টা গল্প থাকবে এখানে।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

কামাল১৮ বলেছেন: মিররের মন্তব্য দেখে ভাবলাম কবিতার বই।যে কোন লেখায় আমি মিররের মন্তব্য আগে পড়ি।

৩০ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৫

হাসান মাহবুব বলেছেন: আচ্ছা ঠিক আছে। ভালো থাকবেন।

১৬| ৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: প্রেমিক পুরুষ হওয়ার দরকার নাই। মানবিক মানুষ হলেই চলবে।

৩০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৯

হাসান মাহবুব বলেছেন: অ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.