নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০


যখন পড়তে পারতাম না শুধু ছবি দেখতাম , সেই সময় থেকেই সোভিয়েত বই গুলো আমার সঙ্গী।
আব্বা বই গুলো কিনে আনতেন আর বোনেরা পরে শোনাতো। প্রগতি প্রকাশনা বন্ধ হয়ে গেছে অনেক আগে। এখন আর বই ছাপা হয়না। সময় পাল্টে যায়। পাল্টে যায় ছেলেবেলা।
ছোটবেলায় রাশিয়ান বই গুলো বানান করে পড়েছি। এখনো সেই স্মৃতি শুধু স্মৃতি মনে হয়না। হয়তো অন্য কিছু।


সেই অদ্ভুত সুন্দর ছবি সম্বলিত শৈশবের মিষ্টি গল্প গুলো ধীরে ধীরে স্মৃতির রঙিন মলাট খুলে বের করছি। আমার মত ছোটদের জন্য ...

মলাট:


এক.


দুই.


তিন.


চার.


পাঁচ.


ছয়.


সাত.


আমার কথা :
ছোটবেলায় এই বই গুলো আমার মাথার কাছে রাখা থাকতো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যেতাম ! স্বপ্নে চলে যেতাম রাশিয়ান বুলভার থেকে কোনো নির্জন চকে।

সুন্দর ছবিগুলো তে আর লেখায় সম্ভবত একটা মোহ ছিল যা আজও কাটেনি।
কিংবা স্মৃতিকাতরতা খুব জ্বালায় আমাকে।

আগেও আমার সোভিয়েত শৈশব শেয়ার করেছি। নিচের লিংক থেকে পড়তে পারেন।
ধীরে ধীরে আরো শৈশব ভাগাভাগি করা হবে। ভাগাভাগিতে আনন্দ আছে।



আরো সোভিয়েত শৈশব :

১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
৭।মোরগ ভাইটি (আমার সোভিয়েত শৈশব)

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার শৈশব দারুন কেটেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার বাবা ছিলেন হাইস্কুলের প্রধান শিক্ষক।আম্মা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা। চাকুরীর খাতিরে দুজনকেই খুব কম পেয়েছি। তাই আমার সময় কাটতো বই গুলোর ছবি দেখে দেখে।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

আমি ব্লগার হইছি! বলেছেন: আগের মতো এখন মনে হয় সেই রাদুগা প্রকাশনী আর রামধনু প্রকাশনীর বই গুলো পাওয়া যায় না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বন্ধ হয়ে গেছে। :(
তবে খুঁজলে এখনো পুরাতন বই পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

করুণাধারা বলেছেন: এই গল্পটা আমি আমার ছোট ভাইকে পড়ে শোনাতাম, সত্তরের দশকে। নস্টালজিয়া।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্মৃতিকাতরতার তাগিদেই শৈশবের রঙিন মলাট খোলার চেষ্টা করছি। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.