বইটি আব্বা আমাকে নিয়ে দিয়েছিল। তখন বানান করে পড়ছি কেবল। শীতের সকলে মিষ্টি রোদ আমার নরম গালে আলতো ছোঁয়া দিতো। আব্বা ছুটির দিনে নিজেই পরে শোনাতেন।
শৈশব গুলো রাশিয়ান বইয়ের সাথে মিষ্টি রোদ কিংবা আরো অনেক আবেগ জড়িত।সব কিছু প্রকাশ করা যায়না , হয়ে উঠে না আসলে।
আমাদের সেই খড়ের ঘরের কথা মনে খুব, সেই ঘরের জানালার শিক ধরে বাইরের আকাশ দেরি আর সোভিয়েত রাজত্বে পারি দেই ...রাশিয়ান শীতের পোশাকে। বইয়ের মত সে গুলোও অনেক প্রিয় যে !
অদ্ভুত সুন্দর ছবি সম্বলিত আমার সোভিয়েত শৈশবের মিষ্টি গল্প গুলো ধীরে ধীরে স্মৃতির রঙিন মলাট খুলে বের করছি।
মলাট:
এক.
দুই.
তিন.
চার.
পাঁচ.
ছয়.
সাত.
আট.
নয়.
দশ.
এগারো.
শেষ.
আমার কথা :
আমি যখন ছোটবেলায় অনেক অসুস্থ থাকতাম সেই সময় এই বই গুলো আমার মাথার কাছে রাখা থাকতো। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে যেতাম ! স্বপ্নে চলে যেতাম রাশিয়ান বুলভার থেকে কোনো নির্জন চকে।
সুন্দর ছবিগুলো তে আর লেখায় সম্ভবত একটা মোহ ছিল যা আজও কাটেনি।
কিংবা স্মৃতিকাতরতা খুব জ্বালায় আমাকে।
আগেও আমার সোভিয়েত শৈশব শেয়ার করেছি। নিচের লিংক থেকে পড়তে পারেন।
ধীরে ধীরে আরো শৈশব ভাগাভাগি করা হবে। ভাগাভাগিতে আনন্দ আছে।
ছবিঃ https://sovietbooksinbengali.blogspot.com/ (রাশিয়ান শৈশবের সম্ভার!)
আরো সোভিয়েত শৈশব :
১। সাত বন্ধু ইয়ুসিকের - ( আমার সোভিয়েত শৈশব )
২।রূপের ডালি খেলা - (আমার সোভিয়েত শৈশব)
৩। জ্যান্ত টুপি (আমার সোভিয়েত শৈশব)
৪।সভ্য হওয়া - (আমার সোভিয়েত শৈশব)
৫। মালপত্র (আমার সোভিয়েত শৈশব)
৬।শেয়ালের চালাকি ১ (আমার সোভিয়েত শৈশব)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৩