নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলম বনাম নাস্তিকতা

খন্দকার আঃ মোমিন

খন্দকার আঃ মোমিন › বিস্তারিত পোস্টঃ

আসুন পাকিস্তান দেশটি সম্পর্কে জানি

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

আসুন পাকিস্তান দেশটি সম্পর্কে জানি

হায়রে বাঙ্গালী স্বাধীনতার ৪০ বচর শেষ হল কিন্তু তোরা এখন ও নিজ দেশ নিয়া ভাবার সময় হলনা , ভাবলি সুধু ভারত পাকিস্তান নিয়া কে ভাল ভারত ? নাকি পাকিস্তান ?
আলোচনার সারাংশ গ্রহণীয় । কিছু বলার আগে একটা কাহানি শুনাই

গত কিছু দিন আগে মাক্কার হারাম এলাকায় এক পাকিস্তানির সাথে আমার দেখা হয় , টুকিটাকি আলোচনা সুরু করি তার সাথে । আলোচনার এক সময় সে আমাকে বলে ( বেটা তুমহারা বাংলাদেশ কা আযাদি আভি তক পাকিস্তান কি এক ইলান পর খাতাম হ সেক্তা হায় )
মাথাটা সাথে সাথে জিম ধরে যায় ,ঘটনা কোন খানে ?
তার সাথে কথা না বাড়িয়ে ভাবতে থাকি , আর ফলাফল মিলাতে থাকি ,না মেলেনা
ভাগ্য ভালই মনে হয় আপনার লিখা থেকে একটা উত্তর মিলে গেল সেই পাকিস্তানির ইঙ্গিত মনে হয় এটাই ছিল ।

লিখক তাঁর একটা জায়গায় লিখলেন ,
(কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৪৭, ১৯৬৫ ও ১৯৯৯ সালে তিন তিনবার যুদ্ধ সংঘটিত হয়। এবং বাংলাদেশ নিয়ে ১৯৭১ সালে। )
আমার মাথা বেথা এখানে ই

কারন আমরা যানি যখন কোন দুই দল খেলে তখন এক দল হারে , আর এক দল জিতে, যারা জয়লাভ করে তারা পুরুস্কার টা পায় ,
১৯৭১ সালের যুদ্ধ টা যদি ভারত পাকিস্তান এর মাজেই হয়ে থাকে তা হলে তো পাকিস্তান ভারতের কাছে হেরে যায় এবং বাংলাদেশ নামক এলাকাটা ভারত লাভ করে
যদি এটাই আমরা মেনে নেই তা হলে তো স্বাধীন বাংলাদেশ নামক কোন রাষ্ট্রই নেই , যেটা আছে সেটা হোল বাংলাদেশ নামক ভারতের কোন প্রদেশ ।
অবশ্য গত কয়েক বচর আগেই আমাদের বর্তমান প্রধান মন্ত্রীকে বাংলাদেশের মুখ্য মন্ত্রি বলে ভারত সে দিকেই একটা যানান দিলেন , এটা আমাদের প্রধান মন্ত্রীর কুরসিতে আঘাত করেছে কিনা আমি যানিনা তবে আমার স্বাধীন সত্তার উপর আঘাত করেছে কিন্তু কিছুই বলতে পারিনাই ,কারন পাছে লোকে কিছু বলে ।

কংগ্রেসের সদস্য হওয়ার পরেও যখন মহাম্মাদ আলি জিন্নাহ পাকিস্তান মুসলিম লীগ ঘঠন করে তখন গান্দিজি কে অখন্ড ভারত প্রস্নে প্রশ্ন করা হলে তিনি যা বললেন ।

কংগ্রেস অখন্ড ভারত নীতি ত্যাগ করিয়াছে এই কথা সত্য নয় , তবে সাময়িক ভাবে আমরা মুসলিম লীগ কে মানিয়া নিয়াছি এই সর্তে যে পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশ হবে তা হলে আমরা এই পথেই আমদের অখন্ড ভারত পুনরায় পিরে পেতে পারি ।

গোলাম আযম গংগ রা মনে হয় এই চক্করেই পড়েছে

স্বাধীনতার বিজয়ের আগ মুহূর্তে তাজ উদ্দিন সাহেবের করা ভারতের সাথের চুক্তির ধারা গুলা এক বার পড়ে দেখেন তা হলে আর ও অনেক কিছুই পরিস্কার হবে

আমাদের দেশের অনেক হিন্দুই বলে থাকেন এমন হবে যানলে আমি যুদ্ধই করতাম না
কিন্তু বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ প্রস্নে মুসল্মান রা কোন কিছুই ভাবে নাই তারা সপ্ন দেখছে সুধু একটা স্বাধীন আবাশ ভূমির যেটা পাকিস্তানি হানাদারদের হাতে যিম্মি

পরিশেষে বলব বাংলাদেশ এর স্বাধীনতা কাহার ও দয়ার দান নয় এটা রক্ত দিয়ে কেনা হয়েছে ।

সতরাং এর মুল্লকে অবহেলা করার সাহস কেউ যেন না করে ,১৯৭১ ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নয় জীবন বাজি রাখা বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ , যেখানে পাকিস্তান হেরেছে হাঁ পাকিস্তান হেরেছে মুজিবের কাছে ও তাঁর লক্ষ সন্তানের কাছে ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

অেসন বলেছেন: মুখ্য শব্দের অর্থ কি ? ওরা যদি প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে, তার মানে কি প্রদেশের মুখ্যমন্ত্রী দাড়ায় ? আর কে কি ভাবল তার চেয়ে আপনি কি ভাবেন সেটাই বড় !

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

খন্দকার আঃ মোমিন বলেছেন: তা হলে আজ থেকে আমরা কি ভারতের প্রধান মন্ত্রি নরেন্দ্র মোদীকে মুখ্য মন্ত্রি হিসাবে ডাকব ? এখন বক্তৃতা করবেন ভারতের মুখ্য মন্ত্রি অমুক ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০২

রানার ব্লগ বলেছেন: প্রধান ও মুখ্য দুইটাই হিন্দি শব্দ । আশা করি লেখক বাংলার স্বাধীনতা নিয়া আবারো গভীর চিন্তায় ডুবে যাবেন ।
কোন শব্দ বা উচ্চারন বা আক্ষর কোন কিছুই ব্দলিয়ে দিতে পারে না, যদি আপনি না বদলান।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১

খন্দকার আঃ মোমিন বলেছেন: প্রধান ও মুখ্য দুটাই হিন্দি হোক তাতে আমার আপত্তি কিসের ? কিন্তু প্রধান ও মুখ্য দুটার দু পজিশন আশা করি বুজতে পেরেছেন ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

খন্দকার আঃ মোমিন বলেছেন: হায়রে বাঙ্গালী স্বাধীনতার ৪০ বচর শেষ হল কিন্তু তোরা এখন ও নিজ দেশ নিয়া ভাবার সময় হলনা , ভাবলি সুধু ভারত পাকিস্তান নিয়া কে ভাল ভারত ? নাকি পাকিস্তান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.