| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজন্তা তাজরীন
তোমার ভালোবাসায় ফরমালিন ছিলো!!!
অরিদ্রীর চিঠি
না খোলা চিঠিটা পড়ে নিও
কোন এক ভেজা বিকেলে
ধূসর কালিতে মুছে দিও
আমার নোনা জল।
গাঢ় লেখনীতে বুঝে নিও
নিঙরে দেয়া ভালোবাসা
আর এক রাশ দিঃর্ঘশ্বাসের মিছিল।
চিঠিটি পড়ে নিও
কোন এক কনে দেখা অবেলায়
আলো ছায়ার মাঝে।
লুকোচুরির খেলায় ঠিক
যেমন টি তুমি জিতে গেলে।
অসহ্য ভালোবাসার অস্থিরতায়
অহংকারী তুমি
চিঠিটি ছিন্নভিন্ন করে
ছুড়ে দিও আকাশের ঠিকানায়। 
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৮
অজন্তা তাজরীন বলেছেন: ধন্যবাদ
২|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৬
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর ভাবনা
২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৮
অজন্তা তাজরীন বলেছেন: মায়া অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন।
৩|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ৩:৪৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল । বেশ ভাল
২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০
অজন্তা তাজরীন বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ।
৪|
২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১০
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।
২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০১
অজন্তা তাজরীন বলেছেন: ধন্যবাদ । আপনাকেও শভেচ্ছা ।
৫|
২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১১
রেজাউলকরিমবাবলু বলেছেন: বাহ!
২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০২
অজন্তা তাজরীন বলেছেন: কৃতজ্ঞতা।
৬|
২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৬
হাসান মাহবুব বলেছেন: +++
২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭
অজন্তা তাজরীন বলেছেন: কেমন আছেন হাসান । অনেক দিন পর ফিরলাম ব্লগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।শুভেচ্ছা।
৭|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: অজন্তা তাজরীন,
এমন কষ্টের চিঠি না খুলেও পড়া যায় কোন এক কনে দেখা আলোয় ! তারপর উড়িয়ে দেয়াও যায় অজানা আকাশে ।
সুন্দর কবিতা, ছিমছাম । +
১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০২
অজন্তা তাজরীন বলেছেন: ধন্যবাদ আহমেদ। ভালো থাকবেন।
৮|
১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: চিঠিটি পড়ে নিও -- কতই না আবেগ লুকিয়ে আছে এ ছোট্ট কথাটাতে!
অরিদ্রী শব্দটার মানে কী?
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
পুশকিন বলেছেন: অরিদ্রীর ভালো থাকুক ।।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:০৮
কবীর বলেছেন: সুন্দর হয়েছে