| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ পথের পথিক
কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব ? আমরা তো বলেছি, আমাদের যাত্রা অনন্তকালের দিকে । আল মাহমুদ ................. দিল্লীর দাসী যালিম খুনি হাসিনা ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুথানের কারনে ভড়তে পালিয়ে যায় । ইতিহাস জানতে দেখুন আমার পোস্টে আগস্ট ২০২৫ ।
প্রায় সবারই ভ্রমন করতে ভাল লাগে । তবে সবার মত আমি কোলাহলযুক্ত যায়গা কখনই পছন্দ করিনা । সব সময় আমার পছন্দ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ । ইন্সটিটিউট এবং ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় অনেক সহপাঠীরা শহরের অনেক যায়গায় ঘুরতে গিয়েছে, কিন্তু আমার এসব একদম ই পছন্দ না এবং তাদের সাথে সেগুলাতে আমি যায়নি । বার বার নিরিবিলি নদীর পাড়ে আমি অনেক সময় ব্যয় করেছি ।
ঠিক তেমন ই এই ছবির মত যায়গা আমার খুব পছন্দের । আল্লাহর কাছে চাওয়া আমাকে এক বার এমন যায়গায় সুযোগ করে দাও ।
পাহাড় কি জীবনে দেখা হয়ে ওঠেনি । আর পাহাড়, নদী, বরফ ও গাছের কম্বিনেশন এক দম মাখন
।
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৮
এ পথের পথিক বলেছেন: আমিন ।
২|
১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৫
পথিক২৪ বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫১
সামিয়া বলেছেন: আল্লাহ আপনার আশা পূরণ করুক দোয়া রইল