নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

১৬ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৮




ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে গিয়েছিলো; এসব ইডিয়ট কি করে বুঝবে যে, ৫৫ বছর আগে বাংগালীরা রাজকার/জামাত/শিবিরকে ও তাদের মনিব পাকী বাহিনীকে পরাজিত করে, দেশ মুক্ত করেছিলো!

এসব ইডিয়টরা বলে, ৫৫ বছর আগে কি ঘটেছে তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই; ইডিয়টরা মাথা ঘামালে বা না'ঘামালে কি আসে যায়, তাদের মাথায় গার্বেজ ছাড়া কোন সময় কি কিছু ছিলো?

কিন্তু এসব ইডিয়টদের গার্বেজ মগজে নাকি ২০০০ বছর আগের ঘটনা: ঈশার জন্ম বৃত্তান্তের বিবরণ ও মক্কা্য শয়তানকে ঢিল মারার স্মৃতি স্টোর করা থাক; ব্লগে এসে এসব গার্বেজ ফেলে।

শেখ হাসিনা নিজের জীবন রক্ষা করতে গিয়ে অনেক ইডিোটিক পন্হা বের করে টিকে ছিলো, তাতে আওয়ামী লীগ ধ্ংস হয়েছে; কিন্তু এতে বাংগালী জাতির মুক্তিযুদ্ধের উপর আঁছড় লাগেনি, স্বাধীনতাকামীরা হেরে যায়নি। স্বাধীনতাকামীরা শেখ হাসিনার অনুকুলে থেকেছে বলে, ইহা কোনভাবে অপরাধ হয়নি; কারণ, মিলিটারীর জারজ সন্তানদের অনুকুলে থেকে রাজাকারদের উত্তেসুরীরা দেশকে বধ্যভুমিতে পরিণত করার চেষ্টা করেছে বারবার। এবার সফল হয়েছে।

কিন্তু ভালুক ঠিকই শীতের শেষে জেগে উঠবে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকায় এখন মুক্তিযোদ্ধা কতজন রয়েছে? ভালুকের বেশি শক্তিশালী নাকি শিয়াল?

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৭

জেন একাত্তর বলেছেন:



বাংগালীরা ভালুকের মতো, একদিন ঘুম ভাংগে তাদের, সেদিন খবর হয়ে যায়; প্রাণীদের মাঝে শিয়াল ধর্ত; কিন্তু ভালুক শক্তিশালী।
আমাে সাথে পরিচিত হয়েছিলো ১ শতেরও বেশী; ১ জন ঠিক আছে, যুদ্ধের শুরুতে বেংগল রেজিমেন্টের তরুণ সৈনিক ছিলেন।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০০

আঁধারের যুবরাজ বলেছেন: স্বাধীনতাকামীরা শেখ হাসিনার অনুকুলে থেকেছে বলে, ইহা কোনভাবে অপরাধ হয়নি

- আওয়ামীলীগের লোকজন এবং কিছু উচ্ছিষ্টভোগী ছাড়া কেউ শেখ হাসিনার পক্ষে ছিল না। অপরাধকে অপরাধই বলতে হয়। আওয়ামীলীগ না করলে স্বাধীনতা বিরোধী ,এই ভাবনাটাই অসুস্থ চিন্তা।

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে,

- আপনার "প্রশ্নফাঁস " প্রজন্ম আপনার প্রিয় শেখ হাসিনার উপহার। দেশে এখনো নিউটনের তৃতীয় সূত্র প্রকাশ পাচ্ছে , যা আপনাদের শেখ হাসিনার গত ১৬ বছরের "মহান " কাজের প্রতিক্রিয়া !

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১২

জেন একাত্তর বলেছেন:




নিউটনের ৩য় সুত্র "পদার্থের" বেলায় প্রয়োজ্য; জামাত/শিবির/রাজাকার এগুলো "অপদার্থ"।
ইউনুস দেশের মানুষের কাছে অপদার্থ হিসেবে ধরা খেয়েছে।

জিয়া/এরশাদ'এর ক্যু'এর পর থেকে স্বাধীনতার পক্ষ শেখ হাসিনাকে নীরবে সমর্থন করতে বাধ্য হয়েছে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালুক ঠিকই শীতের শেষে জেগে উঠবে।
..................................................................
তাহা কি সাদা ভাল্লুক
নাকি রং মাখানো ভাল্লুক হবে ???

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

জেন একাত্তর বলেছেন:



ইহা প্রবাদের ভালুক, বাংগালী জাতি।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

আঁধারের যুবরাজ বলেছেন: নিউটনের ৩য় সুত্র "পদার্থের" বেলায় প্রয়োজ্য

এটা রূপক অর্থে বলা। দেশে যে অরাজকতা হচ্ছে সেটা শেখ হাসিনার অপশাসনের পার্শ্বপ্রতিক্রিয়া।

জিয়া/এরশাদ'এর ক্যু'এর পর থেকে স্বাধীনতার পক্ষ শেখ হাসিনাকে নীরবে সমর্থন করতে বাধ্য হয়েছে।

জিয়ার সময় এবং এরশাদের সময় ও পরিস্থিতি এক না। জিয়া দেশের বিপুল মানুষের সমর্থন পেয়েছিলো। তার কাজ নিয়ে সমালোচনা করতে পারেন ,সেটা ভিন্ন বিষয়। জিয়ার পক্ষে অনেক মুক্তিযোদ্ধারাও ছিলেন। "স্বাধীনতার পক্ষ" এই বাক্যটি আপনি প্রায় ব্যবহার করেন ,কিন্তু সব সময় সেটা শেখ হাসিনার সকল অপরাধের করুন কৈফিয়ত হিসেবে উচ্চারিত হয়।

১৬ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৫

জেন একাত্তর বলেছেন:



আইয়ুবের প্রতি সমর্থন পাকিস্তানকে আজকের পজিশনে এনেছে; ইন্দিরার প্রতি সমর্থন ভারতকে বিশ্বের ৪র্থ অর্থনীতি পরিণত করেছে।

জিয়ার প্রতি সমর্থন ছিলো ৩০ ভাগ মানুষের; মিলিটারীর ভয়ে বাকীরা চুপ করেছিলো; জিয়া ও আইয়ুবের মাঝে পার্থক্য ছিলো, আইয়ুব সৎ ও আসল জেনারেল ছিলো, ক্ষম্তা দখলের সময় কাউকে হত্যা করেনি; জিয়া ছিলো অসৎ ও সামান্য মেজর যে, জাতির ২ নেতাকে হত্যা করেছে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০০

আঁধারের যুবরাজ বলেছেন: আমি পূর্বেও বলেছিলাম আপনি মূল প্রসঙ্গ থেকে সরে যান। হয় ইচ্ছাকৃত ভাবে না হয় নিজের অজান্তেই। প্রাপ্ত ভোট হিসেবে বিবেচনা করলেও ,৯০ সাল থেকে আওয়ামীলীগ গড়ে ৩৫% সমর্থন পেয়েছে। বিএনপিও কাছাকাছি , অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ হাসিনালীগ বা শেখ হাসিনাকে পছন্দ করে না।

"স্বাধীনতার পক্ষ" এই বাক্যটি আপনি যতবার আপনার পোস্টে বা মন্তব্যে বলেছেন সেটা ছিল আপনার একটি কৌশল। স্পষ্ট ভাবে বলতে আপনার দ্বিধা হয়েছে যে , আওয়ামীলীগ ছাড়া বাদ বাকি সব আপনাদের দৃষ্টিতে দেশ বিরোধী !

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৮

জেন একাত্তর বলেছেন:



স্বাধীনতার পক্ষ হচ্ছেন তাঁরা, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিংবা কমপক্ষে সমর্থন করেছেন; এদের কেহ বাংলাদেশে মিলিটারী শাসন ও তাদের সৃষ্টি গার্বেজ বাংগালীদের পক্ষে ছিলো না; এদের একাংশ হাসিনাকেও সমর্থন করেনি।

আমি চেষ্টা করি মন্তব্যের মুল বিষয়গুলোর উত্তর দিতে; হয়তো, অনেক সময়, উত্তর পুরোপুরি সঠিক হয় না।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১২

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: স্বাধীনতার পক্ষ হচ্ছেন তাঁরা, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিংবা কমপক্ষে সমর্থন করেছেন

-আপনি কি করে জানেন যে এই দুই শ্রেণীর মানুষদের মাঝে বিএনপির সমর্থক বা মুক্তিযোদ্ধা নেই ? কারণ যেহেতু তারা আওয়ামীলীগকে বাদ দিয়ে বিএনপিকে সমর্থন দিয়েছে ,তাই তারা রাজাকার , দেশ বিরোধী , মিলিটারির সমর্থক ইত্যাদি ইত্যাদি !

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৮

জেন একাত্তর বলেছেন:



জিয়াকে রাজকারেরা সমর্থন দিয়েছিলো শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায়; পরে, মুসলিম লীগ ও হেফাজত ধরণের লোকজন জিয়াকে সাপোর্ট করেছে।

বিএনপি থেকে "মেজর আখতারুজ্জমান" জামাতে গেছে; এই মেজরও যুদ্ধ করেছিলো; কিন্তু সে জাতির ক্ষতি কিসে হয় সেটা বুঝে না; বিএনপি'তে যেসব মুক্তিযোদ্ধা অফিসার গেছে তারা স্বাধীনতার পর জাতির ক্ষতি করেছে।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:০৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:

বাংলার সংগ্রামী জনগণ এবং মুক্তিযোদ্ধাদের উওরসুরীদের পক্ষ থেকে আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

৫৪ বছর আগে ইন্দিরা গান্ধীর ডাকে পাকিস্তান বিভাজন করার যে মনোবাসনা নিয়ে যুদ্ধে গিয়েছিলেন তা পুর্ন হয়েছে। আশাকরি পুরস্কার হিসেবে ভারত আপনাকে "পদ্ম ভূষণ" এবং "পরম বীর চক্র" উপাধি দিয়ে সম্মানিত করেছে।

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৬

জেন একাত্তর বলেছেন:



ধন্যবাদ।

আপনার মাথায় NVIDIA কোম্পানীর GPU লাগিয়ে দেখেন, INTEL এখন অকেজো; ১৯৭০ সালের ভোটে বাংগালীদের বিজয় ও ১৯৭১ সালের ২৫ শে মার্চ বাংগালীদের উপর আক্রমণ ইন্দিরার প্ল্যান নয়।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৯

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপিতে ভালো মানুষ এখন আছে মিরজা ফখরুল সাহেব। বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকলেও বিপক্ষের শক্তি বেশি। আর গুপ্ত ভরা !

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৯

জেন একাত্তর বলেছেন:




মির্জা বেকুব ধরণের সরল।

বিএনপি'র মানজুষের ১ম বিশ্বাস হলো: জিয়া ক্যউ করে শেখ ও তাজউদ্দিকে হত্যা করে বাংগালী জাতিকে রক্ষা করেছে।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনার দেশে আসা উচিত।

১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫০

জেন একাত্তর বলেছেন:




আমার ১টি ক্রিটিক্যাল ( জেনেটিক্যাল শারীরিক সমস্যা ) সমস্যা আছে।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪২

কু-ক-রা বলেছেন: উহা (পাঁদগাজী) একটি ছাগল মাত্র। উহার মগজে শুধু ৭১ আছে, আগে পরের কিছু নাই।

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৫

জেন একাত্তর বলেছেন:



১৯৭১ হলো শুরু, আপনার শুরুটা ডিম থেকে; আমাদের শুরু ১৬ই ডিসেম্বর থেকে; আমাদের ভবিষ্যত আছে, আপনার ভবিষ্যত চুলার পাতিলে।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৯

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: জিয়াকে রাজকারেরা সমর্থন দিয়েছিলো শেখ ও তাজউদ্দিনকে হত্যা করায়; পরে, মুসলিম লীগ ও হেফাজত ধরণের লোকজন জিয়াকে সাপোর্ট করেছে।

- জিয়াকে আওয়ামীলীগ বিরোধী সকল পক্ষ সমর্থন করেছিল।

বিএনপি'তে যেসব মুক্তিযোদ্ধা অফিসার গেছে তারা স্বাধীনতার পর জাতির ক্ষতি করেছে।

- আওয়ামীলীগের কোন মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর জাতির উপকার করেছে ,নাম বলেন এবং কি উপকার করেছে ?

সৈয়দ কুতুব বলেছেন: আর গুপ্ত ভরা !

- এখনতো শুনতেছি হেলমেটের বাহিনী নাকি আসলে ,গুপ্ত শিবির ছিল ! আওয়ামীলীগের লোকজন এতই সহজ সরল ছিল যে, সেটা উনারা বুঝতেই পারেনি !

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২০

জেন একাত্তর বলেছেন:



ক্যা: ওলি একা কি পরিমাণ ক্ষতি করেছে, সেটা অনুমানের বিষয়; সে জিয়ার পক্ষে থেকে ইউনিভার্সীটর ছেলেছের নগদ ৫/১০ হাজার টাকা ও ১টি পিস্তল।
অনেক অফিসার গোলাম আজমের ছেলের সাথে এখন কাজ করছে।

আওয়ামী লীগ, শেখ/তাজউদ্দিন যুদ্ধের পর, মুক্তিযোদ্ধাদের সাথে দেখাও করেনি, কোন দায়িত্ব দেয়নি।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০০

আঁধারের যুবরাজ বলেছেন: কাদের সিদ্দিকী ,হাজারী ,মায়া ,তোফায়েল ,আব্দুর রাজ্জাক ,আমু ..... বলেন এরা কি কি উপকার করেছে। এদের চাইতে বড় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা কারা ? জেনা : শফী ,বঙ্গবন্ধুকে বাঁচাতে না গিয়ে বলেছিলো, আপনি পালিয়ে যান !

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২২

জেন একাত্তর বলেছেন:




যেহেতু আওয়ামী লীগ ভোটে জয়ী হওয়ার পর যুদ্ধা হয়েছে, মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের নেতৃত্বে বিশ্বাসী ছিলো।

কাদের সিদ্দিকীর লোকেরা ১ বার মাত্র যুদ্ধ করেছিলো; যুদ্ধের পর টাঙাইল দখল করে বসেছিলো। মায়া, টায়া, এগুলো এমনিতেই ডাকাত ছিলো।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আধারের যুবরাজ@ গুপ্র বাহিনী বিএনপি-লীগ এদের টাকা দিয়ে খরিদ করে ফেলেছে। বিএনপির বেশি সমস্যা শুরু হয় ২০০১ সালের পর থেকে আর আওয়ামী লীগের তো সবাই পলাতক। আর টাকা খেয়ে গুপ্ত দলের লোকজনকে চাকুরি দাও! বিএনপির ছাত্রদলের মধ্যে এখন বহু তরুণ রয়েছে যারা গুপ্ত দলের প্রোপাগাণ্ডার বিরুদ্ধে লড়াই করছে। এরা নিজেরাও হতাশ যে বিএনপির মূল নেতৃত্ব গুপ্ত দলের ব্যাপারে উইক ! মিরজা আব্বাস ছিলেন গুপ্ত দলের সিমপ্যাথাইজার। দেখেছেন নিশ্চয় হাদির উপর হামলার ঘটনায় প্রথম দোষ গুপ্ত দল আব্বাস সাহেব কে দিয়েছেন। আরো এদের কোলে তুলে রাজনীতি করুক! ওবায়দুল কাদের টাকা খেয়ে গুপ্ত দলের লোকজন কে সরকারি চাকুরি দিয়েছে।

১৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৮

জেন একাত্তর বলেছেন:




আওয়ামী লীগ ধ্বংস করে শেখ হাসিনা; সে ৪৪ বছর দলের সভাপতি ছিলো, এটা ক্রাইম। কাদেরের পরিবার মাফিয়া পরিবার, সেই কাদেরকে হাসিনা সেক্রেটারী বানায়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.