| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ পথের পথিক
কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব ? আমরা তো বলেছি, আমাদের যাত্রা অনন্তকালের দিকে । আল মাহমুদ ................. দিল্লীর দাসী যালিম খুনি হাসিনা ৫ই আগস্ট ২০২৪ সালে ছাত্রজনতার অভ্যুথানের কারনে ভড়তে পালিয়ে যায় । ইতিহাস জানতে দেখুন আমার পোস্টে আগস্ট ২০২৫ ।
বালুর ট্রাক সরাতে না পারা বি দলের এখন অগনিত নেতা কর্মি । তাদের নেতা কর্মিদের ঠেলায় সাধারন মানুষের চলাফেরা এখন চরম দুর্ভোগে । জুলাই অভ্যুত্থানের আগে যদিও বি দলের নেতা কর্মির আনা গোনা ছিল না, তাদের নেত্রী গৃহবন্দী অবস্থায় ছিল । ৫ ই আগস্ট ২০২৪ এর পর বি দলের এখন অলিতে গলিতে নেতা ।
মনে পড়ে সেই দিনের কথা আমি টিভির সামনে বসে ছিলাম হয়ত সেদিন খালেদা জিয়া বাড়ি থেকে বের হয়ে আসবেন, হয়ত তাদের নেতা কর্মিরা বালুর ট্রাক সরিয়ে নেত্রীকে উদ্ধার করে নিয়ে আসবে । কিন্তু না সেদিন কারো সাহস হয়নি তাদের নেত্রীকে উদ্ধার করার ।
কিন্তু আজ যখন বিদেশ থেকে দেশে ফিরলেন ঠিকই হাজার হাজার কর্মি জড় হয়ে গেল ।
বি দল এখন এইসব সুবিধা ভোগী কর্মিদের নিয়ে ব্যস্ত অথচ এইসব লোকেরা বিগত ১৬ বছর বিদলের সাথে ছিল না, তারা বি দলের পক্ষে আন্দোলনও করেনি । সামনে বি দল ক্ষমতায় আসছে, বি দলের এখন সুদিন চলছে কর্মির অভাব হচ্ছে না । হা হা । এইতো আমার দেশের জনতা ।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০২৫ রাত ২:২৫
এইচ এন নার্গিস বলেছেন: ভালো বলেছেন ।