| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রীতম
আমার একটি আকাশ আছে, নীল সে আকাশ।
উত্তোরোত্তর বড় ছারখার হয়ে যাচ্ছি
মনের হিংশ্র পশুটা বড় বেপরোয়া আজকাল।
হৃদয় আজ ফুলেল গন্ধে হারিয়েছে আগ্রহ
চিল শকুনের মতো মাংশ খোজেঁ চোখ।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৫
প্রীতম বলেছেন: ধন্যবাদ।
২|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার আত্মবিশ্লষণ। ধন্যবাদ।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
প্রীতম বলেছেন: আপনকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৩|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৩
নুর আমিন লেবু বলেছেন: ওওওহহহ ![]()
৪|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১০
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৪
প্রীতম বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৭
প্রীতম বলেছেন: খুশি লাগছে আপনার মন্তব্যে।
৫|
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: উত্তোরোত্তর বড় ছারখার হয়ে যাচ্ছি
মনের হিংশ্র পশুটা বড় বেপরোয়া আজকাল।
হৃদয় আজ ফুলেল গন্ধে হারিয়েছে আগ্রহ
চিল শকুনের মতো মাংশ খোজেঁ চোখ।
অসাধারণ!!
++++
৬|
১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭
কানিজ রিনা বলেছেন: ডানা ছারা মানুষ শকুন মড়ি খেতেই বেশী
পছন্দ। তাদের অন্ধাকারের ভয়ংকর রুপ।
৭|
২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হৃদয় আজ ফুলেল গন্ধে হারিয়েছে আগ্রহ
চিল শকুনের মতো মাংশ খোজেঁ চোখ।+++++
অসম্ভব ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
শুপ্ত বলেছেন: অসীম প্রেমের সশীম গল্প।