| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোনদের মধ্যে যেমন মিল থাকে তেমনি কোথাও কোথাও থাকে নীরব প্রতিযোগিতা।কোথাও প্রকাশ্যেও, বলে কয়ে। তবে মিলই বেশী।ভাইরা বোনদের জন্যে অনে ক করে থাকে। বেগম রোকেয়াকে তাঁর ভাই কতই না সহায়তা করেছেন। তবে প্রচলিত কথা, বোনরা বেশী করে ভাইদের জন্যে।যার বোন নেই সে ভাই বুঝতেই পারে না কি পায় নাই। অন্য বোনদের দেখে যদি বুঝে থাকে কিছুটা।এমন ভাইদের কাজিন/অন্য বোনরা একটু বেশী খেয়াল করতে পারে।একই কথা ভাইবিহীন বোনদের জন্যেও প্রযোজ্য।এমন বোনদের কাজিন/অন্য ভাইরা একটু বেশী খেয়াল করতে পারে।
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮
নুরুন নেসা বেগম বলেছেন: ধন্যবাদ এবং ধন্যবাদ । ভাল থাকবেন।
২|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:২৭
ছদ্মনামে আমি বলেছেন: জ্বী।
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩০
নুরুন নেসা বেগম বলেছেন: ছদ্মনামে কেন? জ্বী বলে ভাল আওয়াজ দিয়েছেন।
৩|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩০
মাহমুদহাসান বলেছেন: আমার জীবনের অনুপ্রেরণা ছিল আমার বোন। তাঁর জন্যেই এতটা পথ আসতে পেরেছি।
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৭
নুরুন নেসা বেগম বলেছেন: দোয়া করবেন বোনের জন্য, ভাল থাকবেন, ধন্যবাদ।
৪|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩০
রাজসোহান বলেছেন: হুম
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৩৯
নুরুন নেসা বেগম বলেছেন: আকার বদলানোতে প্রথম চিনতে পারছিলাম না। তার ওপর হুম! একটু ভয় পাইছিলাম, তারপর দেখি, এতো রাজসোহান! শুভকামনা।
৫|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:৫১
স্বপ্নকথক বলেছেন: আমার পিচকি বোনটার কথা মনে করায়া দিলেন গো...![]()
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:০০
নুরুন নেসা বেগম বলেছেন: বোনের সাথে নিশ্চয়ই যোগাযোগ হবে।আদর পাঠাবেন, ভাল থাকবেন, ধন্যবাদ।
৬|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:০২
সোহায়লা রিদওয়ান বলেছেন: কি অদ্ভুত কাকতাল ! আজকেই ভাবছিলাম ......... এমন কিছু একটা লিখবো যার শিরোনাম ভাই-বোন টাইপ হতে পারে !! আমি সত্যি বিষ্মিত ! :-)
আমার ছোট তিনটা ভাই , আর ওদের একটাই বোন ! তাই হয়ত যা পাই , তত করতে পারিনা। তবে যে কোন প্রয়োজনে আমি জানি না বলবেই প্রথমে , জাস্ট কিছু মিষ্টি কথা , একটু ঢং ...... ন্যাকামী ............ অভিমানী কন্ঠ , একটু আদর ...কিংবা কিছু একটা রান্না করে খাওয়াবো বললেই সব ''না'' নিমিষেই হ্যা হয়ে যায়! সবকিছু কর দ্যায়!
আমার সব দুষ্টামী ওদের সাথে , আমার সব আহ্লাদ ওদের সাথেই ...... আমার কখনো খুব কষ্ট হলে ওরাই আমার হাত ধরে বসে থাকে! আমার খুব মন খারাপ হলে আমি ওদের কাছেই আশ্রয় খুজি .........
আমার ছোট ভাইগুলোর কাছে আমি একটা ছোট্ট মেয়ে যার বয়স পাঁচ , তাই আমার জন্য ওরা চকোলেট আর আইসক্রিম নিয়ে আসে প্রায়ই! আমার জীবন কখনো তাই বিবর্ণ হয়না , রঙ ছড়ানোর জন্য ওরা কম কিসে ?
ধন্যবাদ আপি
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:১১
নুরুন নেসা বেগম বলেছেন: কত ভাল লাগা! বোনদের মনে ভাইদের জন্য আবেগ যেমন, তেমনি ভাইদের মনে বোনদের জন্য। আপনিও ভাবছেন লিখবেন,আমার ও মনে এলো।ভাইরাও অনুভব করে বোনদের। এমনই এক মমতার বন্ধন। খুব ভাল লাগলো আপু অনুভূতি ভাগাভাগির জন্যে। ভাল থাকবেন।
৭|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৩
অজন্তা তাজরীন বলেছেন: বোনদের মাঝে নীরব প্রতিযোগিতা থাকলেও সেখানে হেরে যাবার মাঝে একটা আনন্দ আছে।
১৬ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩৯
নুরুন নেসা বেগম বলেছেন: নীরব প্রতিযোগিতা যদি মধুর সম্পর্কের মধ্যে হয় তবে অবশ্যই।যথার্থ মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৮|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৮
রাকিবুল আলম বলেছেন: আমরা দুই ভাই। ছোট ভাই টা আমার খুব আদরের। গত কয়েক বছর ধরে চাকরী করছে...কিন্তু আমার সাথে এখনো প্রায় ই আহ্লাদ করে কথা বলে।
মাঝে মাঝে মনে হয় আমরা দু'জনি বোন না থাকার ব্যাপারটা খুব মিস করি। আসলেই ভাই-বোনের সম্পর্ক টাই অন্য রকম! মাঝে মাঝে মনে হয়, ছোট্ট একটা বোন থাকলে হঠাৎ এসে হয়তো মিষ্টি করে "ভাইয়া" ডেকে কোন একটা বায়না ধরতো...এর অনুভূতি টাই অন্যরকম...আপনাদের আছে...আমাদের নেই !!!
ভাল থাকুন। সুন্দর বিষয়ের অবতারনা করার জন্যে ধন্যবাদ।।
১৬ ই মার্চ, ২০১০ সকাল ৭:৪১
নুরুন নেসা বেগম বলেছেন: রাকিবুল, আপনি কাঁদালেন।ভাই-বোনের সম্পর্ক টাই অন্য রকম! ভাল থাকবেন।সুস্হ-সুন্দর হোক দুই ভাইয়ের জীবন।
৯|
২২ শে জুন, ২০১০ রাত ৮:৪৫
সত্যবাদী মনোবট বলেছেন: আপুনি......... আমি এই দিক দিয়ে খুবই হতভাগা।আমার কোন ভাই-বোন না থাকায় আমি এসব থেকে বঞ্চিত। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে আমি অনেক বড় হয়েও একবার কেঁদে ছিলাম এক কলিগের তাঁর বোনের প্রতি টান দেখে।
আমার সে কলিগের বোনের খুব শখ নাকি নতুন টাকা জমানো। তো সেই বার আমাদের বেতনের বেশ কিছু টাকা নতুন পাঁচ টাকার কয়েকটা নোট দিয়েছিল। তার মাঝে আমি বেশ কিছু পেয়েছিলাম। আমার ঐ কলিগ তিনটা নোট পেয়েছিল। তখন তার বোনের বিয়ে ঠিক হয়েছিল। সে নতুন নোট গুলো আলাদা করে রাখছিল আর বলছিল - এই নোটগুলো ওকে দিলে ও খুব খুশী হবে। তখন আমি আমার সব নোটগুলো তাঁকে দিয়ে দিলাম তাঁর পুরনো নোটের বদলে। কিন্তু কিছুক্ষন পর আমি বারান্দায় গিয়ে দাঁড়ানো মাত্রই আমার চোখ বেয়ে অশ্রু ঝড়তে লাগলো এই ভেবে আমি এক হতভাগা যার বুকে অসীম ভালোবাসা থাকা সত্তেও প্রকাশ করাতে অক্ষম এক মানুষ। অনুভূতি এমন এক জিনিস একেক জনের কাছে একেক রকম,একটা ছোট ব্যাপার হয়তে কারও কাছে কিছুই না আবার সেই ব্যাপারটাই আরেকজনের কাছে বিশাল কিছু................
অনেক বড় করে ফেলাম। দয়া করে কিছু মনে করবেন না আপুনি। দোয়া করবেন,ভালো থাকবেন
২৩ শে জুন, ২০১০ ভোর ৫:৪৫
নুরুন নেসা বেগম বলেছেন: ভাই-বোনের মাঝে থেকেও যা বুঝিনি, দেখিনি, তা' দেখেছি বিয়ের পর। বোনকে কিভাবে ভাই ভালবাসে।ভাগ্যবতী বোন।
তবে পরিবর্তিত পরিস্হিতিতে 'ছোট পরিবার তত্ত্ব' হয়ে, অনেক ক্ষেত্রে আল্লাহর ইচ্ছায় অনেক ভাই বোন পায়নি, অনেক বোন ভাই পায়নি। এই বিষয় আমাকে খুবই কষ্ট দেয়। আপনি, আপুনি বলছেন- আপনার লেখা মোটেও বড় নয়। ভাল লেগেছে অনেক। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১০ রাত ১০:২৩
কালপুরুষ বলেছেন: সত্য কথা। সহমত।