নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়

২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, অথচ নিজেরাই আধিপত্যের ধারক হয়ে সংবাদকর্মীদের কন্ঠ রোধ করতে চাইলেন!

পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়।

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৫

কামাল১৮ বলেছেন: সহমত।

২| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫০

জ্যাক স্মিথ বলেছেন: ঘরে তালা মেলে পুরো পরিবারকে পুড়িয়ে মারার ঘটনা ছিলো বেশী হ্রদয় বিদারক, যেখানে ৭ বছরের এক শিশুও ছিলো। :((

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫২

সৈয়দ কুতুব বলেছেন: সাধারণ মানুষ কঠিন শোকে আছে ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের মূর্খতা দেখে
চামচিকাও লাথি মারে !!!

৫| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৯

আমি নই বলেছেন: কনফিউজড, আপনি কোন বিষয়ে কাকে দায়ী করছেন?

দিপু দাসের হত্যা আমার কাছে পরিকল্পিত মনে হয়। তার গার্মেন্টসেই সমস্যা ছিল। বেচারার একটা স্মার্ট ফোনও ছিলনা অথচ ফেসবুকের দোহাই দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটার সাথে হাদির কি সম্পর্ক?

বিএনপি নেতার পরিবারের হত্যাকান্ডটা কে ঘটিয়েছে বলে আপনার মনে হয়? যারা হাদি হতে চায় তারা?

আপনি মনে হয় আলুপোড়া খাওয়ার গল্প ভুলে গেছেন।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:১০

স্বকীয়তা বলেছেন: শেষ কবে IQ মেপেছেন?

৭| ২১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১০

আলামিন১০৪ বলেছেন: কিছুই বুঝলাম না, শাইয়ান কি জুলকারনাইনের ভাব-শিষ্য? সব গায়েবের খবর জেনে যায়? এগ্লা সব হাদিভক্তের কাজ? জিন পোষেন বুঝি?

৮| ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:২৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এই ছাগু আন্দোলন টা বুঝতে এই দেড় বছর লেগে গেল?
যেটা আমি প্রথম দিনেই বুঝেছিলাম।

৯| ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০

ধুলো মেঘ বলেছেন: দিপু দাসের ঘটনায় আমিও পেচ্ছাপ করি সো কল্ড তৌহিদী জনতার মুখে। এই দেশের মানুষ তো এত জানোয়ার ছিলনা। কবে থেকে হল?

১০| ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮

রাসেল বলেছেন: আমাদের দেশে দালালি একটা শিল্প, একটা পেশা, একটা ধর্ম।

১১| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:২২

অপলক বলেছেন: ২০১৩ তে রানাপ্লাজা দুঘর্টনায় ১১৩৪ জন ৫ দিনে মারা গিয়েছিল, সবাই গার্মেন্টস কর্মী। আচ্ছা এটা বাদ দিলাম। গত বছর রোড এক্সিডেন্টে ৭২৯১ জন মারা গেছে। সেটাও বাদ দিলাম। ১৮ কোটি জনগনের মধ্যে বা ৫০লক্ষ গার্মেন্টস কর্মীর মধ্যে ১ টা দিপু ঝরে পড়েছে, তাও যেটা একটা বিচ্ছন্ন ঘটনা। খাল কেটে কুমির আনার ভয় দেখান কেন?

হিন্দু বলে বেশি মায়া হচ্ছে তাই না? নাকি ভারত যেমন এই দিপুর ঘটনা সব গনমাধ্যমে প্রচার করছে, তাদের মত আপনারও চুলকানি উঠছে, সামুতে প্রচার করার? দেখুন, গতকাল ভারতে কিন্তু রাম দাশ নামের এক হিন্দু ৫ জন স্থানীয় মিলে গতধোলায় দিয়ে মেরে ফেলেছে। ভারত কিন্তু মাত্র একটা টিভি চ্যানেলে তা প্রচার করেছে।

তাহলে বুঝতে হবে, ভারত কি চায় আর আপনার আগ্রহ কোথায়, কেন পেচ্ছাব করতে চাচ্ছেন ডায়াবেটিকস রুগির মত? দাদা... আপনি মূর্খদের চেতনার উপর পেচ্ছাব করবেন ভাল কথা, আপনার মত বুদ্ধিমান থুক্কু গোমূর্খের চেতনায় কি করা উচিত? শুধু হিসু করেই দায়ীত্ব চোকাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.