নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বার্থের পর পরার্থ। যা করব তা ইহ+পরকালে উপকারে আসতে হবে।

মৌলবাদী দেশপ্রেমিক

একজন সত্যপন্থী, মুসলিম ও মানবতাবাদী.

মৌলবাদী দেশপ্রেমিক › বিস্তারিত পোস্টঃ

হুজুররা টিভি-টকশোতে...

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৫

এখন কিছু হুজুরকে টিভি-টকশোতে দেখা যায়। দেখে ভালই লাগল। বামপন্থীরাই হুজুরদেরকে মিডিয়ায় আনার সাহস দেখিয়েছে।
যাই হোক, আগে মানুষ হুজুরদের ঝগড়াঝাটি শুনত কানে কানে। এখন দেখার সুযোগ পাবে। ফলে দ্বিধাদ্বন্দে পড়ে নিজেই জানার ও বিচার করার দায়িত্ব নিতে বাধ্য হবে।
এতদিন মানুষ ভাল খারাপ মিশিয়ে ফেলত। এখন পার্থক্য করতে পারবে ভাল ও খারাপ আলেমের মধ্যে। সত্য মিথ্যার পার্থক্য পরিস্কার না হলে মানুষ বিভ্রান্ত হবে।
বামপন্থী, নাস্তিক, ইহুদিরা মনে করে এর মাধ্যমে মানুষকে আলেমদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে। কিন্তু প্রতিক্রিয়ায় মানুষ যে ভালদেরকে বেছে নিতে পারবে তা তারা ভাবতে পারে না। এ ক্ষেত্রে ৯/১১ পরবর্তী প্রতিক্রিয়ায় ইসলামের প্রসার একটি উদাহরণ।
قال الله عز وجل- و مكروا ومكر الله والله خير الماكرين.
তারা কৌশল করে আল্লাহও কৌশল করেন, আর আল্লাহ সর্বোত্তম কুশলী।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০০

বিজন রয় বলেছেন: হুজুরদের সালাম যে তারা আধুনিক হচ্ছে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯

মৌলবাদী দেশপ্রেমিক বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৮

রায়হানুল এফ রাজ বলেছেন: খুব ভালো লিখেছেন।
আপনি যে নাস্তিক, ইহুদিদের সাথে বামপন্থীদের তুলনা করেছেন তা কন দিক দিয়ে? আপনি আসলে বামপন্থী সম্পর্কে কিছুই জানেন না। এই সব নিয়ে পড়াশুনা করবেন তার পর লিখবেন আশা করি।
মাওলানা ভাসানি একজন উঁচু মানের বামপন্থী। জানার সুবিধার্থে যোগ করলাম।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

মৌলবাদী দেশপ্রেমিক বলেছেন: মাওলানা ভাসানীর কোন পরিচয় আলেম বা হুজুর হিসেবে পাওয়া যায় না।
আমি কারো সাথে কারো তুলনা করছিনা। বলছি তারা ঐ ক্ষেত্রে একতাবদ্ধ।
সব বামপন্থী নয় বিশেষত তাদের নেতারা ইসলামী আদর্শকে বড় হুমকি মনে করে।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২

রায়হানুল এফ রাজ বলেছেন: মাওলানা ভাসানী একজন ধার্মিক ছিলেন, সে জন্যই বলেছিলাম।
সবাই এক নয় এই কথাটা আমাদের মনে রাখা প্রয়োজন।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

মৌলবাদী দেশপ্রেমিক বলেছেন: সঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.