নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আমি তো আমাকে হারিয়ে ফেলেছি || নতুন গান

৩০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৬

আমি তো আমাকে হারিয়ে ফেলেছি
সবুজে প্লাবিত পল্লীর গাঁয়
তুমি কি দেখেছো আড়িয়াল গ্রাম
অবাক সুচারু এই বাংলায়?

সারি সারি ধান শাপলার শাখা
ডগা তুলে খায় দোল
বৃষ্টির ফোঁটা জলের কপোলে
যেন অনুপম টোল
আবার কখনো হারিয়ে যদি যাই
অন্য কোথাও পাবে না আমায়
আমাকে খুঁজে পাবে তুমি এই
নিভৃত ঠিকানায়

গ্রামগুলি যেন গলাগলি ধরে
দাঁড়িয়ে রয়েছে ঠায়
মানুষ ও পাখির গানে কোলাহলে
প্রান্তর ছেয়ে যায়
চলছে জীবন উচ্ছলতায়
চির সংগ্রামে, প্রেমে, মানবতায়
ঘামে ও রুধিরে প্রেরণার ফুল
প্রাণে প্রাণে চমকায়

২৮ জানুয়ারি ২০২৬

কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া

গানের লিংক :

১। অডিও ভার্সন-২। প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - সোনারু ও সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




২। অডিও ভার্সন-১। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - সহেলিয়া

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




৩। অডিও ভার্সন-৩। প্লিজ এখানে ক্লিক করুন। আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



৪। আমার কণ্ঠে মূল গান (খালি গলায়) : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো আমাকে হারিয়ে ফেলেছি - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আপনি প্রতিভাবান মানুষ।

ভালো থাকুন। সুস্থ থাকুন। একদিন সময় করে ইউটিউব থেকে আপনার গান গুলো শুনবো।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

শেরজা তপন বলেছেন: ইউটিউব লিঙ্কে নারী কন্ঠ কার?
চমৎকার সুর মিউজিক কম্পোজিশান ও কন্ঠ।

৩০ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রিয় শেরজা তপন ভাই,

প্রথমেই শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি গানটা শোনার জন্য। আপনার প্রশংসায় আমি আপ্লুত।

নারীকণ্ঠটি আর কারো নয়, আমার প্রেমিকার কণ্ঠ :) ওর নাম সহেলিয়া :) হাহাহা

যাই হোক, ক্লিয়ার করে দেই। ওটা এ-আই ভোকাল। পুরুষ কণ্ঠটাও এ-আই। তবে মূল গানটা আমিই গেয়েছি এবং তা থেকে এই কভার সং জেনারেট করেছি।

আবারও ধন্যবাদ জানাচ্ছি গানটা শোনার জন্য।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩০

জাহিদ অনিক বলেছেন: সোনাবীজ ভাইয়া
আশা করি ভালো আছেন। গান শুনলাম প্রথম লিঙ্ক থেকে। সুন্দর।
শুনে মনে হয় নাই এআই।

একটা দুর্দান্ত স্যাট্যায়ার লিখেন ভাইয়া। অনেকদিন ভালো স্যাটায়ার পড়ি না।

৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, অনেকদিন পর ব্লগে আপনাকে দেখে আমি আনন্দে আত্মহারা হলাম। আশা করি ভালো আছেন। অনেক অনেক শুভেচ্ছা।

গানটা শোনার জন্য ধন্যবাদ। ন্যাচারাল ভোকাল ক্রিয়েট করার জন্য অনেক শ্রম দিতে হয়। শুধু ভোকালই না, উচ্চারণত্রুটি হলো বড়ো সমস্যা। যাই হোক, আপনার কমেন্ট পড়ে বেশ আশ্বস্ত হলাম।

স্যাটায়ার? হাহাহা। সাহিত্য থেকে বেশ দূরে আছি। গানের লিরিক লেখা, এতটুকুই আছি সাহিত্যের সাথে :) পারিবারিক ব্যস্ততা, ইউটিউব, ফেইসবুক - গান নিয়ে মাতামাতি হলো এখন মূল কাজ। আর স্যাটায়ারে এমনিতেই কাঁচা, আদতে সাহিত্যেই তো কাঁচা :(

ব্লগে অন্যদের পোস্টে এখন যাবার সময় পাই না। ব্লগ পড়া হয় না তেমন।

আপনি লিখুন। কবিতায় আপনি অসাধারণ। আপনার কবিতায় সমৃদ্ধ হোক ব্লগ আর্কাইভ।

ভালো থাকুন। শুভ কামনা থাকলো প্রিয় কবি জাহিদ অনিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.