নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীচু মানের পোষ্ট প্রমাণ করছে যে, বেশীরভাগ ব্লগার দরকারী পরিমাণ জ্ঞান অর্জন করেননি।

জেন একাত্তর

জেন একাত্তর › বিস্তারিত পোস্টঃ

কতভাগ ব্লগার মহা-ডাকাত তারেককে সরকারে দেখতে চায়?

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:১২



জিয়া মিথ্যা হ্যাঁ/না ভোটে সামরিক এডমিনিষ্ট্রেটর থেকে আইয়ুবের নতো দেশের প্রেসিডেন্ট হয়েছিলো, ৫% ভোটকে মিথ্যুকেরা ৯৮% বলেছিলো ; আওয়ামী লীগ বাধা দিতে পারেনি। জিয়ার মৃত্যুর পর, বেগম জিয়া বলেছিলেন যে, জিয়া কোন ক্যাশ রেখে যায়নি। এরশাদ জিয়া হত্যায় সাহায্য করেছিলো, সেই শাপ মোচনের জন্য শিয়াল এরশাদ বেগম জিয়াকে ২টিবাড়ী দিয়েছিলো; ১টি শেখ হাসিনা কেড়ে নিয়েছে অন্যটা এখনো আছে; বাড়ীর সাথে ততকালীন সময়ে ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, গাড়ী, চাকর-চাকরাণী, ছেলেদের মাষ্টার্স অবধি স্কলারশীপ।

ছেলেদের ১ জনও ব্যাচেলর ক্লাশ অবধি যায়নি; পাগলাটা ২৮টি লন্চের মালিক ছিলো, মনোপলি বিজ্ঞাপন ব্যবসা ও ঢাকার সব বিলবোর্ডের মালিক ছিলো। তারেক ছিলো "হাওয়া ভাবন ও ৪০ ডাকাতের সরদার"। কেরু কোম্পানীর মদের কারখানার মালিক। রামপুরা টেলিভিশন টাওয়ারের আশপাশের সব জমির মালিক ও ব্যাংক থেকে হাউজিং লোনের ১০% তার কমিশন। তারবিহীন ইলেক্ট্রিক খাম্বা বসায়েছিলো সারা বাংলাদেশে।

মায়ের ব্যবসা ছিলো বিএনপি দলীয় সংগঠনগুলোর পদ বিক্রয়ের পিরামিড ব্যবসা।

যাক, পাগলা মিয়া ও বেগম জিয়া নেই; জীবিত আছে মহা-ডাকাত; উহা কালকে বাংলাদেশে আসছে; শতকরা কতভাগ ব্লগার এই ডাকাতকে সরকারে দেখতে চায়?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: তারেক অযোগ্য অদক্ষ। এমনকি এদের দলেও যোগ্য দক্ষ লোক নেই।
এরা রাজনীতি করে টাকা ও ক্ষমতার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৯

জেন একাত্তর বলেছেন:



বিএনপি তারাই করেছে, যারা মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটি করে, পাকিস্তানের পক্ষের কাজ করেছে; যারা চায়নি যে, পাকিস্তান ভাংগুক; যারা বিশ্বাস করে যে, শেখ ও তাজউদ্দিন হত্যার দরকার ছিলো। এরা স্বাধীনতার বিরোধীতা করেছিলো, এখনো পাকিস্তানের পক্ষে আছে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২২

সৈয়দ কুতুব বলেছেন: ব্লগে কেউ চায় না। আম্লিক-জামাতি উভয় ।

আমরা হলাম গিয়া দর্শক। আমাদের চাওয়া-পাওয়ায় কি আসে যায়? সর্বোচ্চ ভোট দেয়া থেকে বিরত থাকতে পারি

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪১

জেন একাত্তর বলেছেন:




তারেক রহমানকে চুরি, ডাকাতী, কমিশন, চাঁদাবাজি ও সেনাবাহিনীতে ক্যু করার চেষ্টা করানোতে মিলিটারী তাকে পিটায়ে দেশ ছাড়া করেছিলো। আজকে কেন সে দেশে এলো? আবার ডাকাতী করার জন্য এসেছে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: বাশার আল আসাদ খারাপ ছিলো কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর আবার ডাক্তারি প্রাকটিদ করছে। বাইরের দেশের মানুষ বসে থাকে না। আসাদ কি কম টাকা পাচার করেছে?

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬

জেন একাত্তর বলেছেন:



আসাদ সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেu তার সেনা বাহিনী নিজের দেশের প্রতিটি দালান ভেংগে দিয়েছে; ৭ লাখ নিহত, ২০ লাখ দেশ থেকে পালিয়ে গেছে।

আপনি তার কথা এখানে কেন এনেছেন?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আমি বলতে চাই আসাদ একটা কিছু করছে । আমাদের গুলো কিছুই করে না । বেকার সময় কি ভাবে কাটায় এটা জানা গেলে মানুষকে বোঝা সহজ ।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৬

জেন একাত্তর বলেছেন:



বেগম জিয়া গার্মেন্টাস এ চাকুরী পেতেন, তারেকও পাবে; তারেকের ছোট ভাইকে পাগলা গারদে থাতে হতো

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন তো অপশন মাত্র ২টা। হয় তারেক রহমান। আর নয়তো মোল্লা শফিকুর।
এছাড়া আর কোন উপায় নেই।

নাহিদ মাহিদরা বাধ্য হয়ে নেতা সেজে বসে আছে। তারা আন্দোলন করেছিল - বঙ্গবন্ধুর বাংলায় বৈষ্যমের ঠাই নাই - এই শ্লোগান দিয়ে।

দশচক্রে ভগবান যেমন ভুত হয়ে যায় সেও তেমনি নেতা হয়ে গেছে। তার কথা শুনলে এটাই মনে হয়।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০০

জেন একাত্তর বলেছেন:



বিএনপি ও জাপা ক্যান্টনমেন্টে জন্ম নেয়া বর্গীদের দল; আমেরিকান ক্যু'এর পর জন্ম নিয়েছে ডাকাতী করার জন্য; সেজন্য তারেক ডাকাতী করে ১৮ বছর নির্বাসনে ছিলো; এখন তাদের দলের বর্গীরা ডাকাতের সর্দারকে ফিরে পেয়েছে; ডাকাতী শুরু হয়েছে নতুন উদ্যমে।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি তাহলে এখন কি চান? বিএনপি ডাকাত তাই বাদ, আওয়ামী লীগ মাফিয়া পলাতক ! তবে কি জামায়াত ক্ষমতায় আসা উচিত? ইউনুস সাহেব তো আর চিরকাল ক্ষমতায় থাকবেন না; আর আছে সরাসরি মিলিটারী শাসন।

সিভিল সোসাইটিকে দেখতে চান?

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

জেন একাত্তর বলেছেন:



দেশে যাদের ট্রেনিং দিয়ে এমপি'র কাজ করানো সম্ভব হবে, এই ধরণের দক্ষ, শিক্ষিত ও সৎ লোকজন থেকে ৩০০ জনকে দুতাবস ও সেনা বাহিনী বের করতে পারবে। এদের থেকে একটা সরকার গঠন করার দরকার।

ক্যু'এর পর, এই ধরণের পদক্ষেপ নেয়ার দরকার।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৩২

ক্লোন রাফা বলেছেন: নো চয়েজ। শেখ হাসিনা কিংবা অন্য কোনো দল বিকল্প তৈরি করেনি । ২ বছরের জন্য তারেকেই ভরসা করতে হবে ।

২৬ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১৭

জেন একাত্তর বলেছেন:



তার ডাকাতী ২ বছরের আগেই হয়তো শেষ হবে। তাকে চালাবে পাকিস্তান ও ব্যুরোক্রেটরা, সে মিলিটারীর সাপোর্ট পাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.