| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি পাখী হাসতে জানে
হৃদয় কাড়া তার হাসি,
পাখীটারে সবার চেয়ে
বেশি ভালবাসি।
জোৎস্না রাতে ঐ আকাশে
পাখীটা যখন উড়ে,
মন জুড়ে তার ভালবাসা
উথলে আমার পড়ে।
চাঁদের আলো যায় ঘুমিয়ে
ঘুমায় বনের গাছে,
পাখীটা তখন না ঘুমিয়ে
স্বপ্নে আমার আসে।
স্বপ্ন দেখি তারে নিয়ে
বাধঁবো কুড়ে ঘর,
উড়াউড়ি করবো দুজন
সারা দিন ভর।
স্বপ্নে দেখা স্বপ্ন তুমি
তুমি হৃদয়ের পাখী,
পাখী তোমায় আমার চেয়ে
বেশি ভালবাসি।
২|
২৫ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩১
Hafiz Anwar Hossain বলেছেন: থ্যাংকু,দেখি চালিয়ে যেতে পারি কিনা
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
মহসিন উদ্দিন বলেছেন: খারাব না। চলতে থাকুক কবিতা লেখা।