নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাগানের আম বনাম খোলা বাজারের আম !?! :P :P

১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

খোলা বাজারের আম ------------------------------ আমাদের আম

১. দাম ৮০ - ১৫০ টাকা মাত্র ------------------ ১. দাম ১২০ - ১৩০ টাকা

২. কার্বাইট থাকতে পরে ------------------------- ২. ১০০% নাই

৩. ফরমালিন থাকতে পরে---------------------- ৩. ১০০% নাই

৪. উৎপাদিত: টেকনাফ অথবা তেতুলিয়া------ ৪. উৎপাদিত: রাজশাহী

৫. সংগ্রহ : লোকাল আড়ৎ ---------------------- ৫. সংগ্রহ : নিজস্ব (পৈত্রিক) বাগান

৬. আম সংগ্রহের স্থান দেখার উপায় নাই------ ৬. যে কেউ বাগানে আসতে পারেন

৭. আমের আসল নাম দেওয়া হয় না ----------- ৭. যেটা চাইবেন সেটাই দেওয়া হবে





পরামর্শ ও যোগাযোগের জন্যে







সিধান্ত একান্ত আপনার নিজস্ব

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

হেডস্যার বলেছেন:
কি আম ১২০/১৩০ টাকা ? B:-)

কালকেই তো কুরিয়ারে চাপাইনবাবগঞ্জ থেকে আনালাম .... সব খরচ মিলিয়ে ৭৭.৫০ টাকা পড়ছে প্রতি কেজি। আমের নাম হিমসাগর।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৯

মো: আবু জাফর বলেছেন: স্যার আপনি কোথাথেকে কিনেছেন যানিনা তবে এরকম দামে আমার বিক্রি করা সম্ভব না ।

আমরা উতপাদনকারীরা কি সারাজীবনই লস দিয়ে যাব ?

অনেকে মনে করেন যদি কিছু টাকা উতপাদনকারীকে দেন তাইলে সমস্যা, কিন্তু মধ্যসত্তভোগীদের দিতে সমস্যা নাই !?!

তবে আপনি যদি বাজারের আম ও ছোট সাইজের আমের সাথে আমাদের আমের তুলনা করেন তাইলে আমি আগেই হার মানছি

২| ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

চানাচুর বলেছেন: আপনাদের আমের এতো দাম কেন? তাড়াতাড়ি পচে যায়, তাই?

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৪

মো: আবু জাফর বলেছেন: হা হা হা এক দম ঠিক বলেছেন ...........

৩| ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ভোরের সূর্য বলেছেন: রাজশাহীতে গিয়েছিলাম কাজে।বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনকে দেয়ার জন্য গত সপ্তাহে আমি বানেশ্বর থেকে নিজে আম এনেছি একমন(৫০কেজি)।ওখানে দাম পড়েছে ২০০০টাকা মন(এক খাচা)।মোটামুটি ভাল জাতের বলে এই দাম তা না হলে ১৬০০টাকাতেও একমন হিমসাগর আম পাওয়া যায়। বেশ মিষ্টি খেতে।

দামের হিসাবে ওখানেই দাম পড়েছে ৪০টাকা কেজি আর সাথে যদি প্যাকিং এবং কুরিয়ার খরচ ধরি তাহলে আরো ৫০০টাকা সর্বচ্চ লাগবে মানে প্রতি কেজি আমের দাম পড়ে ৫০টাকা।এখন কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে এর সাথে প্রতি কেজিতে সর্বচ্চ ২০টাকা লাভ ধরলে ৭০ টাকার বেশী হবার কথা নয়। আর যারা ব্যবসা করবে তারা কৃষকের বাগান থেকে পাইকারি কিনে আনবে এবং দাম আরো কম পড়বে এবং একইভাবে কুরিয়ারেও খরচও পাইকারি রেট অনুযায়ী হবে।

কিছু মনে করবেন না ভাই। আমার কাছে অনেক বেশী মনে হয়েছে আমার দামটা।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪৩

মো: আবু জাফর বলেছেন: ১৬০০টাকাতেও একমন হিমসাগর আম পাওয়া যায় ! ?

ভাই আমের দাম কম বেশি হবে এটাই সাভাবিক তাই বলে ১৬০০ টাকায় হীম সাগর !!?? আমার ঠিক চোখকে বিস্বার করতে পারছি না ।

শেষ কথা আপনি যদি কিছু টাকা উতপাদনকারীকে দেন তাইলে সমস্যা । কিন্তু মধ্যসত্তভোগীদের দিতে সমস্যা নাই !?!

তবে আপনি যদি বাজারের আম ও ছোট সাইজের আমের সাথে আমাদের আমের তুলনা করেন তাইলে আমি আগেই হার মানছি

৪| ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

পড়শী বলেছেন: আপনাকে বাইরে থেকে টাকা পাঠিয়ে দিলে, ঢাকায় নির্দিষ্ট ঠিকানায়, আম পৌছে দেন?


১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭

মো: আবু জাফর বলেছেন: শুধু কুরিয়ার অফিস টু অফিস

৫| ১৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

সুমাইয়া আলো বলেছেন: রাজশাহী তে
গোপাল ভোগ ৫০/
হিমসাগর ৬০/
রানী ৫৫/-
রেটে চলছে।

কুরিয়ার খরচ কেজি প্রতি ১০/-


১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭

মো: আবু জাফর বলেছেন: ভাই কোথাও হয়তো ভুল আছে !! গোপাল ভোগ ৫০/ কোথাও নাই



আর আমাদের পক্রিয়ার কারনে আমের দাম বেশি । তবে আপনি যদি বাজারের আম ও ছোট সাইজের আমের সাথে আমাদের আমের তুলনা করেন তাইলে আমি আগেই হার মানছি

৬| ১৬ ই জুন, ২০১৪ রাত ৮:৩১

জামিল হাসান বলেছেন: বুঝলাম আপনারা ফরমালিন কার্বাইড মিশান না ।কিন্তু আপনাদের বাগানের আম কি এই সব প্রক্রিয়া থেকে মুক্ত যদি তাই হয় আওয়াজ দেন তাহলে আপনাদের কাছ থেকে আমা কেনার চিন্তা করব
অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আপনাদের আম ১০০% অরগানিক কিনা?

প্রক্রিয়া সমুহঃ

১।মুকুল আসার আগে গাছের গোড়ায় সার প্রয়োগ ও প্রয়োজনে সেচ দেয়া হয় এবং পাতায় ম্যালথান গ্রুপের কীটনাশক কট, টিডো, ফাইটার ইত্যাদি স্প্রে করা হয়।
২।গাছে মুকুল দেখা দিলে সামান্য কীটনাশকের সাথে ম্যানকোজের গ্রুপের ডায়াথেন অথবা কার্বন্ডাজিন গ্রুপের নইন পাওডার পানিতে গুলিয়ে স্প্রে করা হয়।
৩।তারপর আমের গুটি বড় হওয়া পর্যন্ত এনটাকল, নইন, ডায়াথেন, ব্যাপিস্টিন, ফ্লোরা, ফাইটার, টিডো ইত্যাদি ছত্রাক নাশক ও কীটনাশক স্প্রে করা হয়।
৪।আমের উপরের ময়লা পরিষ্কারের জন্য শ্যাম্পু, বোরন, ফলিকুর, রোব্রাল নামের তরল ওষুধ এবং গাছ থেকে আম পাড়ার আগ মুহূর্ত পর্যন্ত ব্যবহার করা হচ্ছে নইন, টিডো, প্রিমিয়ার, এন্টাকল নামের বিষ।

১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৪

মো: আবু জাফর বলেছেন: না ভাই আমাদের আম অর্গানিক না । বছরে দুবার কিটনাশক স্প্রে করা হয় । আম পাড়ার পরে বর্ষার শুরুতে রাসায়নিক সার ব্যাবহার করা হয় তবে কম পরিমানে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.