নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি ভুলতো থাকতেই পারে ! তবে গ্যারান্টি দেই, অমানুষ নই !

মো: আবু জাফর

https://www.facebook.com/RajshahirAmm

মো: আবু জাফর › বিস্তারিত পোস্টঃ

ভাল আম কেনার পরে আপনার করনীয় ...............................

২০ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৬

ভাল আম কেনার পরে যে আপনি ভালভাবে সেটা খেত পারবেন তার কোন গ্যারান্টি নাই । কারন আমাদের কাছ থেকে যারা আম কেনেন তারা বেশির ভাগই রাজশাহির বাইরের । তাই বেশির ভাগ লোক ই জানেন না কিভাবে বা কখন আম খেতে হবে ।

তাই আমি নিজে থেকে আমার গ্রাহকদের কিছু নোটস দিয়ে থাকি ।



১. আম হাতে পাবার পর যত দ্রুত সম্ভব বক্স থেকে বের করে ফেলতে হবে ।

২. পরিষ্কার খড়/চটের বস্তা বা পেপার বিছিয়ে তার উপরে আম রাখাতে হবে ।

৩. আম কোন অবস্থাতেই জোরে রাখা যাবে না । আমের কোন অংশে আঘাত লাগলে সেই অংশের আম খাবার উপযোগী থাকবে না ।

৪. খাটের নিচে বা রদের আলো পরে না এমন ছায়া যুক্ত স্থানে রাখতে হবে ।

৫. AC চলে এমন রুম এ আম রাখা জাবেনা । কারন আম পাকার জন্নে পর্যাপ্ত গরম দরকার ।

৬. ভাল আম পাকার পরে হলুদ রঙ হবে, কখনো সাদা রঙ হবে না ।

৭. আম পেকেছে কিনা তা জানতে হাতে নিয়ে টিপে দেখা ঠিক না নাকে শুকে পরীক্ষা করতে হয় ।

৮. ভাল মিষ্টি আম কাচা অবস্থায় খুব বেশি টক থাকে । তাই আম পাকার সঠিক সময়ের আগে খেলে অবশই টক লাগবে ।

৯. এছাড়া এই আমের বোঁটার কাছে আম এর আঠা জমে থাকে । তাই এই অংশ টা না ধুয়ে খেলে মুখ চুলকাতে পারে ।

১০. তাই আমের বোঁটা থাকলে তা ভেঙ্গে দিয়ে উপুড় করে রাখতে হয় ।


তোথ্য সুত্রঃ বিডি এগ্রো মার্কেট ডট কম

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ইক্বরা বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য

২০ শে মে, ২০১৬ রাত ১১:৪৬

মো: আবু জাফর বলেছেন: আমার পোস্ট পরার জননে অনেক অনেক ধন্যবাদ ভাই

২| ২০ শে মে, ২০১৬ রাত ১০:০০

পথিকের পাঁচালী বলেছেন: ভাই আমার একটা আম গাছে বেশ সুস্বাদু আম ধরে। গত বছর আম পেড়ে চটের ছালা দিয়ে বেশ কিছু দিন রেখে দেবার পরও পাকে না । অবশেষে যদিওবা কিছু পাকল বাকি গুলি গেল পচে । সম্ভবত আমা গুলি ম্যাচিউর হবার আগে পেড়েছিলাম । আম পাড়ার সঠিক সময়ের ব্যাপারে কোন টিপস দিলে উপকৃত হব ।

২০ শে মে, ২০১৬ রাত ১১:৪৫

মো: আবু জাফর বলেছেন: আম সে জেই জাতেরি হক না কেন । পাকলে ২-১ টা পেকে ঝরে না পরলে আম পাড়া যাবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.