| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Md Jahed Hasan
পৃথিবীটা যদি এমন হতো যেখানে থাকত না কোনো হিংসা-বিদ্বেষ, ধনী গরিবের ব্যবধান, বর্ণ প্রথা। যেখানে থাকতো সবার জন্য সবার অগাধ ভালবাসা (কিন্তু হায় পৃথিবীটা এমন নয়) ।হে আল্লাহ মহাবিশ্বে যদি এমন কোনো গ্রহ থাকে তবে আমাকে সেখানে পৌছে দাও!
আমি বিশ্বাস করি ধর্ম মানবতারই এক মূর্ত প্রকাশ । বিজ্ঞান অর ধর্মে কোনো প্রভেদ নেই, প্রভেদ শুধু দৃষ্টিভঙ্গিতে । বিজ্ঞান শুধু 'কি' তার উত্তর দিতে পারে 'কেন' বা 'কী হওয়া উচিত' সে উত্তর দেওয়ার ক্ষমতা নেই । অপর দিকে ধর্মই মানুষের কাজ আর চিন্তার মূল্যায়ন করতে পারে । সে হয়তো মানব জীবনের লক্ষ্য নির্ধারন করতে পারে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ বলে দেয় বিজ্ঝান । তাই "ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ । -আলবার্ট আইনস্টাইন
©somewhere in net ltd.