| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনি_ইংলিশ
আমি আর মানুষ হাসাই’না, নেতা-নেত্রীদের কাজ দেখে আমিই হাসি।
আপনার মুখে হাসি ফোটানোর জন্যে আম ব্লগারদের একটি ক্ষুদ্র প্রয়াস।
এক লোক মৃত্যুর পরে বেহেশতে গিয়ে দেখলো, বিশাল
একটা দেয়ালে অসংখ্য ঘড়ি লাগানো। সে এই ব্যাপারে ফেরেশতার
সাথে কথা বলার জন্য এগিয়ে গেলো।
লোক: আচ্ছা, এখানে এতো ঘড়ি কিসের জন্য একটু বলবেন??
ফেরেশতা: এগুলো হচ্ছে মিথ্যা কথার ঘড়ি। প্রত্যেকটা মানুষের জন্য
এখানে একটা করে ঘড়ি আছে। পৃথিবীতে যখনই কেউ মিথ্যা বলে,
এখানে তার জন্য যেই ঘড়ি আছে সেই ঘড়ির কাঁটা নড়তে থাকে।
লোকটা হাঁটতে হাঁটতে একটা ঘড়ির সামনে এসে জিজ্ঞেস করলো,
“এটা কার ঘড়ি??”
ফেরেশতা বললো, “এটা জাহানারা ইমামের ঘড়ি। এই ঘড়ির
কাঁটা কখনো নড়েনি। কারণ সে জীবনে কখনো মিথ্যা বলেনি।”
লোক: তাহলে বাংলাদেশের যুদ্ধাপরাধী-রাজাকার-জামায়েত-শিবিরদের
ঘড়ি কোনগুলো??
ফেরেশতা: ওই ঘড়িগুলো সব আমাদের অফিসে। আমরা ওগুলো টেবিল
ফ্যান হিসেবে ব্যবহার করি।
এইটা দিয়া দেন...
কে.জি স্কুলের এক ছেলে এক মেয়েকে বলতেছে-
ছেলে : আমি তোমারহাতে একটা কিস দিতে পারি????
মেয়ে : হাতে কেন????
আমার ঠোঁটে কি বিষ আছে নাকি????
ছেলে(মনে মনে বলতেছে) : বাপ রে বাপ!!!!!আমি POGO দেখি আর
এই মেয়ে তো HBO দেখে এসেছে!!!!!!!!!!
ক্লাস টু-তে এক পিচ্চি মেয়েউঠে দাঁড়িয়ে বলছে, ‘টিচার টিচার, আমার আম্মু কি প্রেগন্যান্ট হতেপারবে?’
টিচার বললেন, ‘তোমার আম্মুরবয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘চল্লিশ।’
টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আম্মু প্রেগন্যান্ট হতে পারবেন।’
পিচ্চি এবার বললো, ‘আমার আপু কি প্রেগন্যান্ট হতে পারবে?’
টিচার বললেন, ‘তোমার আপুর বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আঠারো।’
টিচার বললেন, ‘হ্যাঁ, তোমার আপু প্রেগন্যান্ট হতে পারবে।’
পিচ্চি এবার বললো, ‘আমি কি প্রেগন্যান্ট হতে পারবো?’
টিচার হেসে বললেন, ‘তোমার বয়স কত সোনা?’
পিচ্চি বললো, ‘আট।’
টিচার বললেন, ‘নাসোনা, তুমিপ্রেগন্যান্ ¬ট হতে পারবে না।’
এ কথা শোনার পর পেছন থেকে ছোট্ট বাবু পিচ্চিকে খোঁচা দিয়ে বললো, ‘শুনলে তো? আমি তো তখনই বলেছি, আমাদের চিন্তা করার কিছু নেই। :p :p :p
একদিন এক মাষ্টার আর এক ছাত্র
রাস্তা দিয়ে হাটতেছে
এই সময় ছাত্র দেখতে পেল একটি পুকুরের
মধ্যে একটি হাঁসের উপর অন্য এটি হাঁস উঠে আছে।
ছাত্র তখন স্যারকে বলল----
ছাত্রঃ স্যার হাঁস গুলো কি করছে।
স্যারঃ লজ্জায় কি বলবে বোঝতে না পেরে বলল
একটা হাঁস অন্য হাঁসকে সাহস দিচ্ছে।
একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে স্যারের
মেয়ে স্কুলে রয়েগেছে স্যার তার ছাত্রকে পাঠাল
মেয়ে কে নিয়ে আসার জন্য।
ছাত্রঃ চল তোমার
বাবা আমাকে পাঠিয়েছে তোমাকে নেয়ার জন্য।
মেয়েঃ আমার ভয় করে।
ছাত্রঃ আমি সাহস দিতে পারি দেব?
মেয়েঃ দাও!!
ছাত্র হাঁসের মত করে তাকে সাহস
দিয়ে বাড়িতে নিয়ে গেল।
স্যার তার মেয়েকে বাড়ি যাওয়ার পর জিঙ্গাস করল
আসার পথে ভয় করেছেকিনা???
মেয়ে বলল না বাবা তোমার ছাত্র আমাকে সাহস
দিয়ে এনেছে।
এক বয়স্ক স্বামী স্ত্রী তাদের
বিজ্ঞানী মেয়ের কাছ
থেকে একটা চিঠি পেল, যে বাইরে কাজ করে
“প্রিয় বাবা-মা,
আমি তোমাদের অনেক মিস করছি।
আমি একটা প্রোজেক্টে কাজ করছি যেটার কাজ
শেষ হতে অনেকদিন লাগবে। কিন্তু
আমি তোমাদের বয়স্ক দেখতে চাই না।
আমি তোমাদের ওরকমই দেখতে চাই, যেরকম
আমি দেখে গিয়েছি। আমি তোমাদের
একটা ওষুধ পাঠালাম যেটা আমি বানিয়েছি।
এটা খেলে তোমাদের বয়স কমে যাবে।
তোমরা দুইজন এটা এক ফোঁটা করে খেও।
যাতে বয়স কমে যায়। আর
আমি ফিরে এসে তোমাদের ওরকমই
দেখতে পারি, যেরকম আমি দেখে গিয়েছি।
তোমাদের অনেক ভালবাসি।
ইতি তোমাদের মেয়ে
চিঠির সাথে একটা ছোট বোতল।
স্বামী তখন স্ত্রীকে বলল তুমি আগে খাও।
স্ত্রী খেল ওষুধ এক ফোঁটা, তার বয়স৫ বছর
কমে গেল। এরপর স্বামী খেল এক ফোঁটা। সেও
কমবয়স্ক হয়ে গেলো।
যাই হোক এক বছর পর তাদের
মেয়ে ফিরে এল। সে এসে দেখল তার
বাবা যুবক আর হ্যান্ডসাম হয়ে গিয়েছে, আর
তার কোলে একটা বাচ্চা।
মেয়েতো মহাখুশি। সে ভাবল তার বাবা মার
বয়স কমে গিয়ে আরেকটা বাচ্চা নিয়েছে।
বাবা মেয়েকে দেখে খুশি হয়ে বলল “তোমার
ওষুধ অনেক কাজ করেছে”
মেয়ে জিজ্ঞেস করল তার মা কোথায়??
বাবা বলল “তোমারমা আমাকে কমবয়স্ক
দেখেআরও ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে আরও
চাইত তার বয়স আরও কমে যাক। তাই
সে পুরো বোতল ওষুধ খেয়ে ফেলে।
যাতে আমি আর খেতে না পারি আর তার বয়সও
আরও কমে যায়
আর এখন সে আমার কোলে ।
এক সেক্রেটারী বার্থডেতে তার বসের কাছ থেকে একটা এক্সপেন্সিভ PEN গিফট পেল।
সে বাসায় এসে রাতের বেলা PEN দিয়ে লিখে খুব মজা পেল। পরদিন সকালে সে চিন্তা করল, বস কে ধন্যবাদ জানিয়ে একটা SMS করি। SMS টি যখন আসলো তখন বস ঘুমিয়ে ছিল। SMS টি পড়লো তার বউ।
পড়েই সে বাপের বাড়ী চলে গেল।
…SMS টি ছিল এইরকম… ↓↓↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
→ → → “Your penis wonderful ,I enjoyed using it last night.Thanks.” ►
শপিং মলের সামনে দাঁড়িয়ে এক মেয়ে ফোনেকথা বলছে...
কাছেই দাঁড়ানো এক ছেলে বলে উঠল: " আহা, যদি আমি মোবাইল হতাম,
তবে এভাবেই গালের সাথে লেগে থাকতাম. .."
মেয়ে কথা শেষ করে ছেলেটির দিকে তাকাল আর বলল: "হ্যাঁ , তার আগে এইটা চিন্তা কর আমি বাড়িতে গিয়ে চার্জারটা কোথায় লাগাতাম!? ![]()
•জোকস বুঝে মজা পাইলে লাইক দেন ![]()
নাপিতের দোকানে ঢুকেই এক লোক বললেন, ‘ভাই, আমার চুলটা মাইকেল জ্যাকসনের মতো করে দিন তো।’
নাপিত কাটতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন ভদ্রলোক। হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখলেন, চুলের যাচ্ছেতাই অবস্থা।
রেগেমেগে ভদ্রলোক বললেন, ‘সে কী! আমি না বললাম মাইকেল জ্যাকসনের মতো করে দিতে। আপনি এ কী হাল করেছেন!’
নাপিত বললেন, ‘ভাই, মাইকেল জ্যাকসন তো আর আমাদের এখানে চুল কাটান না। কাটালে ওনার চুলেরও এমন স্টাইলই হতো!
মাথা শেভ
পল্টু: এখানে চুল কাটাতে কত টাকা লাগে?
নাপিত: ৪০ টাকা।
পল্টু: আর শেভ করতে?
নাপিত: ২০ টাকা।
পল্টু: আমার মাথাটা একটু শেভ করে দিন!
দাড়ি কামানো শেষে জলিল বললেন, ‘আমাকে এক গ্লাস পানি দিন তো।’
নাপিত বললেন, ‘খুব পিপাসা পেয়েছে বুঝি?’
জলিল: না। মুখে পানি নিয়ে দেখব, গালে কোথাও ফুটো হয়ে গেল কি না!
মতিন সাহেবের মাথায় চুল নেই বললেই চলে। বেচারা চুল কাটানোর পর দোকানদার তাঁর কাছে ৫০ টাকা দাবি করে বসলেন। মতিন সাহেব বললেন, ‘আমি তো প্রায় টাক। আমার চুল কাটার মজুরি ৫০ টাকা চাইছেন কেন?’
নাপিত: ‘স্যার, চুল কাটার জন্য তো ৩০ টাকা। বাকি ২০ টাকা আপনার চুল খুঁজে বের করার মজুরি!’
________________________
কি করুম কন? ক্যাচালের হাত থেকে রক্ষা পাবার জন্যে অনুমতি না নিয়েই ফেবু ও অন্যান্য ওয়েব সাইট থেকে কপি পেস্ট করলাম। মাফ কইরা দেন
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
জনি_ইংলিশ বলেছেন: আপনাকে মজা দিতে পেরে আমিও মজা পেলাম
২|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এমনিতেই ক্যাচাল চলে তার উপর আপনে আবার মজা নেন
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩
জনি_ইংলিশ বলেছেন: ভাই,
এস, আর, জনি'ভাইর অফিসে আসছিলাম।
উনিই এই বুদ্ধি দিছেন, যাতে সামু আমাদের আম-ব্লগারদের ব্লগই থাকে।
আপনারাও ফান পোস্ট দেন
৩|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
ঘুড্ডির পাইলট বলেছেন: এক ব্যাটা হের মেয়ের লাইগা ঘটকরে পুলা দেখপার কইলো । ঘটকে জানাইলো পুলা একখান আছে দেখতে রাজ পুত্তুর ! মাইয়ার আব্বায় নিজে যখন পুলা দেখতে গেলো ! তখন সে দেখে পুলা এককারে কাইল্লা কুচ কুচা ।
মাইয়ার বাপ : অই মিয়া ফক্করবাজ ঘটক ! কইলা পুলা রাজ পুত্তুর অখন দেখি পুলা অক্করে কাইল্লা ভুত !
ঘটক : আরে ভাইজান আমি তো আফ্রিকার রাজ পুত্তুরের কতা কইছি !
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
জনি_ইংলিশ বলেছেন: এইখানে না,
পোস্ট দেন
৪|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৭
আমিনুর রহমান বলেছেন: আম-ব্লগারদের কথা কইতে গিয়াতো এখন আমের কথা মনে করাইয়া দিলেন
![]()
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
জনি_ইংলিশ বলেছেন: ভাল কথা মনে করিয়ে দিছেন।
এই বিষয়ে জনি'দা আপনার সাথে বিস্তারিত আলাপ করবেন
৫|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
বিডি আমিনুর বলেছেন: তেমন মজা পাই নাই
এর চেয়ে ক্যাচাল পোস্টে বেশি মজা
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
জনি_ইংলিশ বলেছেন: বছরের সেরা জোকস এইডা
৬|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮
মাক্স বলেছেন: ![]()
![]()
![]()
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
জনি_ইংলিশ বলেছেন:
৭|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ক্যাচালের পোস্ট গুলাও একএকটা ব্যফুক বিনোদনের উৎস । যে পাব্লিক সারাদিন গালি গালাজ করে সেও দিন শেষে গালি বিরোধী পোস্ট প্রসব করে !!
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
জনি_ইংলিশ বলেছেন:
৮|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০
ভুল উচ্ছাস বলেছেন: মজা দেয়ার জন্যে ধন্যবাদ। আচ্ছা চারজার কোথায় লাগাত নাকি নিজেই চার্জ হইত?
৯|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
s r jony বলেছেন: আমি গ্যাপন সুত্রে জানিতে পারিলাম যে আমাদের গোলাপ ভাইর শ্বশুর বাড়িতে ব্যাপক আমারে চাষ হয়।
এবং ঊনার শ্বশুর বাড়ীর লোক-জন অনেক উদার।
ইনশাআল্লাহ, আশায় আছি এবার তাদের এই উদারতার সৎ ব্যাবহার করার চান্স গোলাপ ভাই দিবেন।
১০|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
s r jony বলেছেন: আমার সাময়িক জোক্স পোস্ট রেডি। পশ্তাইতাছি
১১|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: ১৮+ দেনাই কেন?
১২|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
আমি ইহতিব বলেছেন: মজার জন্য পোস্ট দিছেন বলে ধন্যবাদ, যাদের ক্যাচাল করাটা স্বভাব তারা দেখবেন এখানে এসেও তাই করবে। আমাদের আম জনতার রেহাই নাই এসব থেকে ![]()
১৩|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট এর সাথে আম না থাকলেও ব্যাফুক হাসির কারনে সেই বিষয়টা ভুইলা গেলাম!
১৪|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
মেহেদী হাসান মানিক বলেছেন: আম খামু
১৫|
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০১
মামুন রশিদ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
মিটন আলম বলেছেন: ব্যাপুক মজা পাইলাম