| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনি_ইংলিশ
আমি আর মানুষ হাসাই’না, নেতা-নেত্রীদের কাজ দেখে আমিই হাসি।
১..সাভারের ধ্বসে পড়া রানা প্লাজায় আটকে পড়া মানুষের
উদ্ধারকাজে ও তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে কোন
বাধা যেন না থাকে এজন্য দেরীতে হলেও রাজনৈতিক
দাবীকে তুচ্ছজ্ঞান করে হরতাল প্রত্যাহার
করে নিয়েছে বিএনপি
২. সাধারণ মানুষের গালাগাল উপেক্ষা করে ত্রান মন্ত্রনালয়ের
কোষাগার থেকে চার কোটি টাকা বরাদ্দ ও সকল
বাহিনীকে উদ্ধারকাজে নিয়োজিত করার মত মানবিক,
প্রয়োজনীয় ও জরুরী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ সরকার।
৩. মাকিগঞ্জের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত-এ-
ইসলাম।
৪. রাজপথে নয়, পাল্লা দিয়ে ব্যাগে ব্যাগে রক্তের
বন্যা বইয়ে দিচ্ছে দুর্বার গতিতে গণজাগরণ মঞ্চ ও ছাত্র
শিবির।
৫. কসাই ডাক্তার, কমিশনখোর ইঞ্জিনিয়ার, ঘুষখোর
পুলিশ, দালাল মিডিয়াকর্মীসহ সব পেশার মানুষ পাগলের মত
খুঁজে বেরাচ্ছেন কি করে সে নিজে একটু
সহযোগীতা করতে পারে তার উপায়।
৬. আন্ডার মেট্রিক ফায়ার ব্রিগেড
কর্মীরা মাটি খুড়ে ঢুকে পড়ছেন ধ্বংসস্তুপের ভেতরে, নিজের
জীবনের তোয়াক্কা না করে উদ্ধার করে আনছেন তার
একেবারে অচেনা বাংলাদেশের মানুষকে।
৭. হেফাজতের মিছিলে পানি, কলা খাওয়ানো আর
শাহবাগে বিরানী সাপ্লাই দেয়া সাধারণ মানুষ ছুটে যাচ্ছে টর্চ
লাইট, দড়ি, স্যালাইন, নিজের ব্যবহৃত ইলেক্ট্রিক জেনারেট
নিয়ে। তারা হিসাবেই আনছেন না কার
চোয়ালে দাড়ি আছে বা কার গায়ে ব্লগের গন্ধ।
সত্যিই আমরা চরম একটা জাতি৷চাইলেই পারি দেশটাকে বদলে নিতে ৷ একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত, ,,,,
-সংগ্রহীত
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
জনি_ইংলিশ বলেছেন: যেনে খুবই ভাল লাগল। ধন্যবাদ আপনাকে
২|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫
ইস্কুল ছাত্র বলেছেন: সেলূট সব ভাইকে
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
জনি_ইংলিশ বলেছেন: সেলুট সেই সব ভাইকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন।
ধন্যবাদ আপনাকে
৩|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২
পত্রদূত বলেছেন: খুব ভালো লাগলো জেনে
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
জনি_ইংলিশ বলেছেন: সেলুট সেই সব ভাইকে যারা অক্লান্ত পরিশ্রম করছেন।
ধন্যবাদ আপনাকে
৪|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২
জনি_ইংলিশ বলেছেন: আর কত?
৫|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১
েনাঙর বলেছেন: দেরীতে হলেও এই দেশটা একদিন দাঁড়াবে
২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩
জনি_ইংলিশ বলেছেন: চাইলেই পারি দেশটাকে বদলে নিতে ৷ একজন বাংলাদেশি হিসেবে আমি গর্বিত, ,,,,
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
পথহারা সৈকত বলেছেন: আমাদের দেশি প্রতিষ্ঠান ওয়ালটন উদ্ধার কাজে নেমেছেন তার পুর্ণ শক্তি নিয়ে। আমরা অনেকেই জানতাম না ওয়ালটনের রয়েছে নিজেস্ব উদ্ধারকারী দক্ষ লোকবল ও যন্ত্রপাতী। তারা তাদের পুর্ণ শক্তি দিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে এবং খাবার ও পানি দিয়ে সহায্য করে যাচ্ছে এবং এটা চালু থাকবে উদ্ধার কাজ শেষ হওয়া পর্যন্ত।