নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আর মানুষ হাসাই’না, নেতা-নেত্রীদের কাজ দেখে আমিই হাসি।

আমি অতি সাধারন এক প্রানী, তাই নিজের সম্পর্কে বলার তেমন কিছ নাই

জনি_ইংলিশ

আমি আর মানুষ হাসাই’না, নেতা-নেত্রীদের কাজ দেখে আমিই হাসি।

জনি_ইংলিশ › বিস্তারিত পোস্টঃ

~~~বাংলাদেশ~~~

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮





• বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।



•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।



•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত(কক্সবাজার)



•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে।



•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু) তো এদেশেই।



•জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য প্রেরন করা দেশ।



•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম।



•প্রাকৃতিক সম্পদে ভরপুর এ দেশটি ২০৫০ সালে বিশ্বের অন্যতম ১০টি ক্ষমতাধর দেশের একটিতে পরিণত হতে যাচ্ছে।



•একমাত্র আমাদেরই রয়েছে নিজ ভাষা রক্ষার্থে প্রাণ দেওয়ার ইতিহাস, রয়েছে ৩০ লক্ষ

প্রানের বিনিময়ে কেনা স্বাধীনতার ইতিহাস।



• মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা)এ প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন একাধিক বাংলাদেশি।



• চায়নাতে আছেন এরোনোটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরই এক ভাই।



• ইংল্যান্ড আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে কৃতিত্বের সহিত অধ্যাপনা করছেন এই বাংলার ছেলেরা।



• এভারেস্ট জয় করার ক্ষমতা আমাদেরও আছে।



• কান চলচিত্রে আমাদের ছবি যায়।



এরকম অসংখ্য উদাহর আছে আমাদের গর্ব করার মত, তাহলে কিসের এত দুঃখ, কিসের এত হাহাকার??



আসুন বাংলাদেশে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি, আর চিৎকার দিয়ে বলি "আমার জীবন স্বার্থক হল জন্মেছি এই দেশ







(***তথ্যগুল ইন্টারনেট থেকে কপি করেছি)

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: বিশ্ব লোকের তীর্থভুমি ,
গৌরব মায়ের সমান
নিত্য ভোরে দেখি তারে
জুড়ায় মন প্রান
এদেশ নিয়ে গরব মোদের
সবুজ কানন দুলে
বীর বাঙালি শান্তি সুখে
উদ্ধে নিশান তুলে ।।
সুন্দর পোষ্ট
ধন্যবাদ

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৬

জনি_ইংলিশ বলেছেন: সুন্দর কবিতা ও মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:০৬

শ্রীঘর বলেছেন: *সমস্ত অসম্ভবের সম্ভবনাময়ের দেশের নাম বাংলাদেশ!

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭

জনি_ইংলিশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৬

নিষ্‌কর্মা বলেছেন: দূর্নীতির মাপ কাঠিতেও আমরা সবার চেয়ে এগিয়ে।

মানুষ হত্যা, সামাজিক নিরাপত্তার অভাব, দারিদ্র-নীরব দুর্ভিক্ষ, প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের হার, অপুষ্টি, সরকারের বিভিন্ন ধরনের অক্ষমতা ও দুর্নীতির কারনে অপশাসন, রাজনীতিকদের অসহিষ্ণুতা, ইত্যাদি আরো অনেক ব্যাপারে আমরা অনেকের চেয়ে এগিয়ে আছি বলেই আপনার দেখানো উদাহরণগুলো চোখের সামনে থাকলেও আমরা হতাশাগ্রস্থ।

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৯

জনি_ইংলিশ বলেছেন: নিজের মা যদি অন্ধ কানা খোড়াও হয় তবু সে আমরই মা।

৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৭

খেয়া ঘাট বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৯

জনি_ইংলিশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৫| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩০

নতুন বলেছেন: বত`মানে বিশ্বের ১নং ভন্ডদেশও আমরাই...

সবাই মুখে দেশপ্রমিক..ধামিক..সত্যবাদী..

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২০

জনি_ইংলিশ বলেছেন: দেশ ভন্ড নয়, আমরা মানুষেরা ভন্ড

৬| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

ডাব্বা বলেছেন: মনটাই ভাল হয়ে গেল।

১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২০

জনি_ইংলিশ বলেছেন: সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি
মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫২

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই পোস্ট প্রিয়তে। ধন্যবাদ এমন লেখার জন্য। শুভকামনা।

৮| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২০

বাংলাদেশী দালাল বলেছেন: আসুন বাংলাদেশে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি, আর চিৎকার দিয়ে বলি "আমার জীবন স্বার্থক হল জন্মেছি এই দেশ


+++++++++++++++

৯| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

ভোরের সূর্য বলেছেন: ভাই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন কেন?এরকম একটা লেখা গত গত ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩ জনতার নেতা(অমিত হাসান)লিখেছিলেন।আপনার এখানে অনেক তথ্যই ভুল।এটা দেখুন তাহলে সব উত্তর পেয়ে যাবেন।

• মহাকাশ গবেষণা কেন্দ্র (নাসা)এ প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছেন একাধিক বাংলাদেশি।-----এরকম অনেক দেশের লোকেরাই সেখানে কাজ করেন।

• চায়নাতে আছেন এরোনোটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরই এক ভাই।----সেখানেও অনেক দেশের নাগরিকরা কাজ করেন।

• ইংল্যান্ড আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে কৃতিত্বের সহিত অধ্যাপনা করছেন এই বাংলার ছেলেরা।-----বিভিন্ন দেশের হাজার হাজার ছেলেরা অধ্যাপনা করেন।

• এভারেস্ট জয় করার ক্ষমতা আমাদেরও আছে।---একই কথা বলতে হয় আবার।

• কান চলচিত্রে আমাদের ছবি যায়।---এটাও কোন কৃতিত্ত্ব নয় কারন প্রতি দেশ থেকে,সেসব দেশের পরিচালক এবং প্রোযজোকরা ঠিক করেন যে এবছর কোন ছবি কান উৎসবে যাবে,শুধু সেটাই নয় বরং ছবির জন্য বিখ্যাত হচ্ছে অস্কার।সেখানেও একই প্রক্রিয়াতে ছবি যায়। বরং আপনি এটা জানেন না যে কান উৎসবে বাংলাদেশ থেকে এবারই প্রথম অভিনেত্রি জয়াকে আমন্ত্রন জানানো হয়েছিল.আর কোন বাংলাদেশি এর আগে আমন্ত্রিত হয়ে কান উৎসবে যায়নি। অনন্ত জলিল এবং বর্ষাও এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন কিন্তু নিজের টাকায় আমন্ত্রিত হয়ে নয়।

ভাই আমর মনে হয় আপনি সবচেয়ে বড় একটা অর্জন লিখেন নাই।আমাদের মতন তৃতীয় বিশ্ব থেকে খুব কমই নোবেল প্রাইজ পায় কারন বেশিরভাগ সময় উন্নত বিশ্ব থেকেই বেশি নোবেল প্রাইজ পায়,সেখানে ডঃইউনুস এবং গ্রামীন ব্যাংক নোবেল পেয়েছে।

দেশপ্রেম আমারও আছে কিন্তু আবেগ দিয়ে নয়।নয় ভুল তথ্য দিয়ে।

১০| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি আশাবাদী ।

১১| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪

অর্থনীতিবিদ বলেছেন: গর্ব করার মতো বাংলাদেশের সামান্য কিছু বিষয় আছে বৈকি তবে তা নিয়ে কতটা গর্ব করা যায় তা একটি বিতর্কিত বিষয়। চাঁদের যেমন উজ্জ্বল পিঠের বিপরীতে একটি অন্ধকারাচ্ছন্ন দিক থাকে তেমনি বাংলাদেশেরও প্রতিটি গর্ব করার বিষয়ের পিছনে কিছু অন্ধকারময় অধ্যায় আছে। উদাহরণস্বরূপ বাংলাদেশের অসহ্য দারিদ্রতার কথা বলা যায়। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদশের প্রায় ৩৭.৬% মানুষ চরম দারিদ্র সীমার নীচে বসবাস করে। ১৫ কোটি জনসংখ্যার মধ্যে এদের সংখ্যা প্রায় ২ কোটি ৫৩ লাখ। এরা ছাড়া শুধু দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত-তো আছেই। এতো গেল পরিসংখ্যানগত তথ্য। বাস্তবে দারিদ্রতার সংখ্যা আরো বেশি। এদেশে এক শ্রেনীর মানুষের সম্পদের পাহাড় গড়ে উঠছে এবং আরেক শ্রেনীর মানুষ এই পাহাড়ে সম্পদের যোগান দিতে দিতে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে। কী বৈপরীত্য! সম্পদের অসম বন্টনের প্রকৃষ্ট উদাহরণ হলো আমাদের এই বাংলাদেশ।

তবে সকল কিছু সত্ত্বেও প্যান্ডোরার বাক্সের সর্বশেষ উপাদানটির উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আর সেটি হলো আশা যা মানুষকে অন্ধকার কাটিয়ে আলোকবর্তিকা নিয়ে আসতে সহায়তা করে। তাই আশা করি আমাদের এই বাংলাদেশও একদিন শুধু কাগজে কলমে বা কল্পনায় নয় বরং বাস্তবে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে অধিষ্ঠিত হবে।

১২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০১

ভোরের সূর্য বলেছেন: ১) বিশ্বের ৭৬তম ধনী রাষ্ট্র।
এটা একটা ভুল তথ্য কারন জিডিপি পার ক্যাপিটা অনুযায়ি বাংলাদেশের অবস্থান ১৫৭ নম্বরে আর গ্লোবাল ফিনান্সের মতে ১৫১ নম্বর।
লিংক দেয়া হল দেখে নিন।
উইকিপিডিয়া
গ্লোবাল ফিনান্স
আর একটি প্রমান
২)বিশ্বের ১১তম দীর্ঘ সেতু (যমুনা সেতু)
তো এদেশেই।
এটাও একটা ভুল তথ্য।কারন লিংকগুলো দেখলেই বুঝবেন।
উইকিপিডিয়া
এটও দেখুন
৩)৪) রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম,গার্মেন্টস শিল্পে প্রথম।এটাও ভুল।দেখুন এখানে।
উইকিপিডিয়া
আরো দেখুন
আর সত্যি কি প্রাকৃতিক সম্পদে ভরপুর এ বাংলাদেশ?স্বীকৃত প্রাকিৃতিক সম্পদের মধ্যে শুধু আছে গ্যাস আর কয়লা।আর গ্যাস টেনেটুনে ২০২৫ সালের মধ্যে শেষ হয়ে যাবে।
সবগুলো তথ্য আপডাটেড।এমনকি বাংলাদেশ এত এত পিছিয়ে আছে যে বড় লাফ দিলেও আপনার দেয়া সুচক এ যাওয়া সম্ভব নয় খুব তারাতারি।দয়া করে যদি আবেগের বশে না লিখে তথ্যগুলো ভেরিফাই করে নিতেন তাহলে ভাল হত।আর আপনার দেয়া তথ্যগুলো কোথায় পেলেন সেটা বল্লে ভাল হত।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১২

ভোরের সূর্য বলেছেন: ২)অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম
দেশের একটি।
এই তথ্য নিয়ে আমার খটকা আছে কারন হ্যা,সৈন্য সংখ্যা অনুযায়ি বাংলাদেশের একটা অবস্থান আছে বটে কিন্তু শক্তিশালি দেশ বিচার করা হয় সম্পদ,অস্ত্র আর প্রযুক্তি দেখে।আমি কয়েকটি দেশের নাম বলছি,দেখুন তো এগুলোর ভিতর বাংলাদেশ কে ঢুকানো যায় কিনা ১০ম দেশ হিসাবে বা এভাবে দেখুন যে ইউরোপ আমেরিকা এই দেশ গুলোকে আগে পাত্তা দিবে নাকি বাংলাদেশ কে।
১)ইরান
২)মিশর
৩)সৌদি আরব
৪)কুয়েত
৫)কাতার
৬)আরব আমিরাত
৭)মালেশিয়া
৮)ইন্দ​নেশিয়া
৯)পাকিস্তান
১০)মরোক্ক
১১)লিবিয়া
১২)ইরাক
১৩)তুরস্ক
১৪)তিউনিশিয়া
১৫)ওমান
১৬)ব্রুনেই
১৭)ইরাক
১৮)বাহরাইন
যেশব দেশের নামগুলো লিখলাম এদের ভিতর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি শ্রমিকরা কাজ করতে যায়।এসব দেশ তেল সম্পদে ভরপুর।মালেশিয়া,ইন্দ​নেশিয়া,তুরস্ক,মরোক্ক,তিউনিশিয়া প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে শক্তিশালি আর পাকিস্তান তো পৃথিবির একমাত্র পারমানবিক শক্তিধর মুসলিম দেশ এবং প্রযুক্তিতেও উন্নত।এখন বলুন এই ১৮টা দেশের সাথে বাংলাদেশ কে কি ১০ এ রাখা যায়?

১৪| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

তারেক বলেছেন: পোস্ট কিছুটা আজাইরা হইয়া গেল X( X( X(

১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:


হিহিহি যাই থাকুক আর না থাকুক আমাদের দেশের মানুষের দেশপ্রেম নাইক্কা - যা আছে দেখানোওও - হাহাহাহাহা

অনেক কিছু থাক আর না থাক
জম্মেছি এই মাটিতে - শেষও
অনেক কিছু দেক না দেক
তবুও ভালোবাসি বাংলাদেশ :)

১৬| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৭

রাখালছেলে বলেছেন: পুরাই আবাল পোষ্ট। পোষ্টদাতা নিশ্চিত ...... :-B ...মাফ চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.