নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পলাশীর পরাজিত নবাব আমার আপন কেহ নাই,আধাঁরের দীপ জেলে যাই।

আপেল মাহমুদ অভি

আমি পলাশীর পরাজিত নবাব,আমি অভিশাপ।

সকল পোস্টঃ

অধম মানব

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৬

হে অধম মানব!
ধরনীর রঙিন নেশায় অচেতন তুই
ভুলিলি তোরে,ভুলিলি তোর সকল।
নেশার সুরা পাত্র ভরিয়া করিয়া পান,
রাতের আধাঁরে কাঁদে জায়া-পুত্র পরিবার।
তুই নরাধম-
ধুলায় মিশালি তব নারীর সম্মান।
সভ্যতার শিখরে বাস সজ্জিত পিশাচের
রে ইবলিশ!পাশবিক...

মন্তব্য২ টি রেটিং+০

আমি কবি

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

আমি
ধ্বংসের কবি!
তব অমৃতেরে করিয়া গ্রাস-
নটীর মত নগ্ন লেখনী ধরিয়া,
জাগায়ে তুলিব ধরনীর বুকে নব ত্রাস।
আমি কাহারো নয়!শুধু মরনের,
ডালি ভরে তারে পরাবারে মালা অপেক্ষায় চিরদিনের।
আর ফিরিব না এই গাঁয়-
এই জনমানবের...

মন্তব্য৪ টি রেটিং+১

গোরস্থান

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

গোরস্থান!গোরস্থান!
তোর বুকেতে হবে আমার চিরতরে বাসস্থান,
গোরস্থান!গোরস্থান।
প্রত্যহ শুনি তোর আগমনী গান,
আমারে বুকে টানিতে কি সুকরুন আহবান-
গোরস্থান!
ওগো পরম বন্ধু আমার!
কিছু দেনা মোর রহিয়াছে বাকি,
চুকিয়া সে...

মন্তব্য৯ টি রেটিং+২

পলাতক ভালোবাসা

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৯

অবশেষে ফিরে এলাম,রক্তাক্ত হয়ে!
তোমার নরম হাতের মেহেদী পাতার মত।
কতগুলো আমাবস্যা পেরিয়ে গেল তোমার আসার অপেক্ষায়,
ভালোবাসা পালিয়ে গেছে, কোন এক বেদের বিষাক্ত সাপের ঝুড়িতে।
এখন সে শুধুই কালনাগিনী!
অন্ধকারে পড়ে আছি বেওয়ারিশ লাশের...

মন্তব্য১ টি রেটিং+০

প্রাণহীন প্রেমিক

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

ভুল করে তোমার ভালোবাসার নগরীতে ঢুকতে গিয়ে,
তোমার হৃদয় সীমান্তের কাঁটাতারে ঝুলে আছি,
আমি এক প্রানহীন প্রেমিক।
আমার লাশের গন্ধ তোমায় ছুঁতে পারেনি,
তোমার শহরে এখন হায়নার বসবাস।
আবার যেদিন তোমার হাহাকারে কেঁপে উঠবে এই...

মন্তব্য০ টি রেটিং+০

বাঁচাও ইসলাম

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬

শুনিয়াছি আধাঁরে ইসলামের ক্রন্দন!
হে মুসলিম কান্ডারি,সুপ্তি ভাঙাও আলোর গানে
সব কাফেরের হটাও তরী,আগুন জালাও বক্ষপানে।
কোন অধমে রচিবারে চায়,ইসলামের কবরখানি
দেখিয়াছি আগমনী!
ধরায় আবার জাগিয়া উঠিবে মোহাম্মদের বানী।
হায় হায় মুসলিম!আসিয়াছে দুর্দিন
লহরে দুলিছে ইসলাম তরী
বাঁচাও...

মন্তব্য০ টি রেটিং+১

বেশ্যা পৃথিবী

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২

পৃথীবির আরেক নাম বেশ্যা !
লাল-নীল পেয়ালা ভরা হরদম মদের জলসাঘর।
নর্তকীর ধর্ম আছে,পৃথীবির ধর্ম নাই।

মন্তব্য০ টি রেটিং+০

আমি রিকশাওয়ালা

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৪

নাগরিকতার এই যান্ত্রিক শহরে,
অবহেলার চাঁঁদর মুড়ি দিয়ে
বারবার আবার পরাজিত,
আমি এক রিকশাওয়ালা।
নিওনের রাস্তায় সপ্নের ভোর নেমে আসে,
আমার হাজারো সপ্ন বন্দী এই শহরের শতশত গলিতে।
বাসি খাবার আর ছেঁড়া বস্ত্র আমার নিত্য...

মন্তব্য০ টি রেটিং+০

রক্তাক্ত বাঙালী

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৮

বাঙলার ৫৬হাজার বর্গমাইল জুরে এখন শকুনের আনাগোনা।
প্রতিবাদের শক্তি নাই,গনতন্ত্র আফিমে পড়িছে ঝিমে।
রক্তাক্ত ৫২এখন তামাশায় মগ্ন!
শুনিয়াছি আগমনী-
এদেশের ঘরে ঘরে আবার ৭১আসিবে নামি।
হিমালয় থেকে শুরু করে,সব কবিদের বুকে এখন জলছে...

মন্তব্য০ টি রেটিং+১

আবার দেখা হবে

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আবার দেখা হবে ভালোবাসার রাজপথে
যেখানে বারুদের গন্ধ নেই,
শুধু তোমার বৈরী ভালোবাসার মিছিল।
দেখা হবে আবার বন্ধু বহুবছর পরে
যেখানে প্রানের উল্লাস নেই,নেই হাসনাহেনা
শুধুমাত্র কতিপয় মৃতদেহের আয়োজন।
তোমায় নিয়ে লেখা ১০৮টি ধূসর রঙের...

মন্তব্য৩ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.