| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপেল মাহমুদ অভি
আমি পলাশীর পরাজিত নবাব,আমি অভিশাপ।
আবার দেখা হবে ভালোবাসার রাজপথে
যেখানে বারুদের গন্ধ নেই,
শুধু তোমার বৈরী ভালোবাসার মিছিল।
দেখা হবে আবার বন্ধু বহুবছর পরে
যেখানে প্রানের উল্লাস নেই,নেই হাসনাহেনা
শুধুমাত্র কতিপয় মৃতদেহের আয়োজন।
তোমায় নিয়ে লেখা ১০৮টি ধূসর রঙের চিঠি,
জমে আছে বুকপকেটে।
সেদিন জানিয়ে দেব আরো অনেক কিছু
জানিয়ে দেবো তোমায় হারানোর পর,
কেউ আর আমাকে খুঁজতে আসেনি,
আমিও কাউকে খুঁজিনি।
মাটির পৃথিবী আজ আমার বাসযোগ্য নয়
শুধু বেঁচে আছি মরনের অপেক্ষায়।
ম্লান হয়ে যাবে সন্ধার জলসা,
তুমি রবে,আমি রব
শুধু রবে না মোর প্রিয়া। 
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১
আপেল মাহমুদ অভি বলেছেন: ধন্যবাদ দাদা,ভালোবাসা রইল।
২|
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪
আপেল মাহমুদ অভি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ দাদা,ভালোবাসা নিবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
পূবাল হাওয়া বলেছেন: এ রবে সে রবে, শুধু রবেনা...........................।।
ভালো থাকুন কবি, প্রতিটি লেখা মন দিয়ে পড়লাম ... কোথায় যেন হারিয়ে গেলাম...