নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পলাশীর পরাজিত নবাব আমার আপন কেহ নাই,আধাঁরের দীপ জেলে যাই।

আপেল মাহমুদ অভি

আমি পলাশীর পরাজিত নবাব,আমি অভিশাপ।

আপেল মাহমুদ অভি › বিস্তারিত পোস্টঃ

আমি কবি

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

আমি
ধ্বংসের কবি!
তব অমৃতেরে করিয়া গ্রাস-
নটীর মত নগ্ন লেখনী ধরিয়া,
জাগায়ে তুলিব ধরনীর বুকে নব ত্রাস।
আমি কাহারো নয়!শুধু মরনের,
ডালি ভরে তারে পরাবারে মালা অপেক্ষায় চিরদিনের।
আর ফিরিব না এই গাঁয়-
এই জনমানবের ভীড়ে,
ঘর বাঁধিব গহীন অরন্যে
নীল সাগরের পারে।
এই আনন্দের জলসারে করিয়া ম্লান-
ভাঙিয়া গোলাপ বাগিচা,
রচিব জীবনেরে চিরতরে গোরস্থান।
আমি কবি-
চির অসুন্দরেরে সুন্দর করিবার আকাঙ্ক্ষায় মরি!
হাতে মোর তাই আঘাতের সুরা,নয়নের জল-
উঠিয়াছে পেয়ালা ভরি।
মোর কেহ নাই!নাই অশ্রু,নাই হৃদয়ভার-
খুঁজিতে যাই না মাটির ভুবনে,
কে আমার,আমি কার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩

বিজন রয় বলেছেন: চির অসুন্দরেরে সুন্দর করিবার আকাঙ্ক্ষায় মরি!

সুন্দর।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

আপেল মাহমুদ অভি বলেছেন: ধন্যবাদ ভাই

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

সজিব। বলেছেন: অসাধারণ লিখেছেন ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

আপেল মাহমুদ অভি বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.