নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া যাযাবর টাইপের মানুষ।\nফেলে আসা পৌঢ় অতীতে ডুব সাঁতার দেই সারাক্ষন।

কল্লোল আবেদীন

আমি এক ছন্নছাড়া মানুষ

সকল পোস্টঃ

বেলা শেষে তোমার অপেক্ষায় কাটে দিন

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২


বলেছিলাম"চলে যাব"
আর থাকব না মিছে আশায়,তবুও থেকে যাই
বেলা শেষে তোমার অপেক্ষায় কাটে দিন।

অথচ
দিনের শুরুতে লিখি সুইসাইড নোট
কাঙ্গালের ক্ষুধায় কামনা বিহীন খালি পকেট।

"তুমি ফিরে এসো"চিরকুট লিখে...

মন্তব্য২৪ টি রেটিং+৪

তখনও ইশ্বর তোমাকে গড়েনি

১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১



তখনও ইশ্বর তোমাকে গড়েনি
এদোন উদ্দ্যানে আমি ছিলাম একা।
কিন্তু নিঃসঙ্গ ছিলাম না
তবুও আমি ছিলাম ভীষণ রকম বোকা ।

কখন যে বুকের একটা বাঁ পাঁজর হারিয়ে গেল
আমি কিছুই বুঝতে পারলাম...

মন্তব্য২৬ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.