| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্লোল আবেদীন
আমি এক ছন্নছাড়া মানুষ
বলেছিলাম"চলে যাব"
আর থাকব না মিছে আশায়,তবুও থেকে যাই
বেলা শেষে তোমার অপেক্ষায় কাটে দিন।
অথচ
দিনের শুরুতে লিখি সুইসাইড নোট
কাঙ্গালের ক্ষুধায় কামনা বিহীন খালি পকেট।
"তুমি ফিরে এসো"চিরকুট লিখে...
তখনও ইশ্বর তোমাকে গড়েনি
এদোন উদ্দ্যানে আমি ছিলাম একা।
কিন্তু নিঃসঙ্গ ছিলাম না
তবুও আমি ছিলাম ভীষণ রকম বোকা ।
কখন যে বুকের একটা বাঁ পাঁজর হারিয়ে গেল
আমি কিছুই বুঝতে পারলাম...
©somewhere in net ltd.