নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া যাযাবর টাইপের মানুষ।\nফেলে আসা পৌঢ় অতীতে ডুব সাঁতার দেই সারাক্ষন।

কল্লোল আবেদীন

আমি এক ছন্নছাড়া মানুষ

কল্লোল আবেদীন › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে তোমার অপেক্ষায় কাটে দিন

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২


বলেছিলাম"চলে যাব"
আর থাকব না মিছে আশায়,তবুও থেকে যাই
বেলা শেষে তোমার অপেক্ষায় কাটে দিন।

অথচ
দিনের শুরুতে লিখি সুইসাইড নোট
কাঙ্গালের ক্ষুধায় কামনা বিহীন খালি পকেট।

"তুমি ফিরে এসো"চিরকুট লিখে দিলাম তোমার দপ্তরীর হাতে
বুমেরাং হয়ে
ফিরে আসে দপ্তরী "ম্যাডাম ফিরবে না আর কোন দিন"।

বাজলো ঘন্টা স্কুল ছুটি
তবে চলে যাই আমি এবার উঠি।
বারো সাল বাদে আবার গিয়েছিলাম সেই স্কুল মাঠে
হেড মাষ্টার বাবু বললেন"উনি চলে গিয়েছেন আপনার মৃত্ব্যর আগে"
আবার নতুন করে লিখি সুইসাইড নোট আমিও চলে যাব সেই অনুরাগে।

তার পর
আরও কতদিন কেটে গেল একটি দিনের আশায়
জ্যামিতিক হারে ঋন বাড়ছে,তোমার ভালোবাসায়।
দপ্তরী নয় এখন ডাকপিয়নের অপেক্ষায় থাকি
দূর থেকে তোমারে আমি অর্হঃনিশ ডাকি।

বলেছিলাম চলে যাব,বহুদূরে গিয়েও যেতে পারিনি
মনের গভীরে আজও বাজে বিরহের রাগিনী।
বুুকের গভীরে দিনে,দিনে জমে নিকোটিন
এমনিতেই চলে যাব,বাঁচবো না বেশীদিন।

বেচেঁ থাকি,বাঁচার নেশায়, চলে যাইনি
সুইসাইড নোট লিখে কাটে বিরস রজনী।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিজন রয় বলেছেন: প্রেম এক অপার নেশা।

ভাল লেগেছে কবিতা।
+++

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

কল্লোল আবেদীন বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় বিজন দা।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

উল্টা দূরবীন বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩

কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ দূরবীন ভাই।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর স্বচ্চ কবিতা। পাঠে মুগ্ধ হলাম। ভাললাগা জানবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

কল্লোল আবেদীন বলেছেন:

ধন্যবাদ আরেফীন ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর কবিতা, কবিতার যন্ত্রণাটা মরম ছুঁয়ে যায়। +++++
আপনাকে ফিরে পেয়ে খুব ভাল লাগছে। খুউব মজার ব্যাপার, আমার স্ত্রী আপনাকে চিনিয়ে দিল। ভাল থাকুন।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

কল্লোল আবেদীন বলেছেন:



এরই নাম স্ত্রী বুদ্ধি!
আপনি আমার কাছের মানুষ হয়েও আমাকে চিনতে পারেননি।
অথচ ভাবী কত সহজে চিনে ফেলেছে।
ভাল আছেন ভাই?
ভাবীকে আমার অকৃত্রিম শুভ কামনা জানাবেন ভাই।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

মিজানুর রহমান মিরান বলেছেন: খুব চমৎকার কবিতা!
সত্যি ভালো লাগলো...++

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ মিরান ভাই।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: বেচেঁ থাকি,বাঁচার নেশায়, চলে যাইনি
সুইসাইড নোট লিখে কাটে বিরস রজনী।

খুব ভালো লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

কল্লোল আবেদীন বলেছেন:



ধন্যবাদ নীলপরি আপু।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

কল্লোল আবেদীন বলেছেন:



ধন্যবাদ সুপ্রিয় কথাকথিকেথিকথন ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: কল্লোল আবেদীন ,



বেচেঁ থাকি,বাঁচার নেশায় ....
এই-ই তো জীবন , প্রেমে আর প্রতীক্ষায় ! +

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কল্লোল আবেদীন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়"আহমেদ জী এস" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: প্রেম এর শক্তি মানুষকে অসাধ্য সাধন করার শক্তি যোগায়। সত্যিকারের ভালবাসা নষ্ট করে না, নষ্ট হতে দেয়না।
ভাল লেগেছে ++++++++
http://www.somewhereinblog.net/blog/IsmailHossain007/29397426

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪১

কল্লোল আবেদীন বলেছেন:




ধন্যবাদ সুপ্রিয়"ইসমাইলহোসেন" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ।

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

শুভ্র বিকেল বলেছেন: লিখেছেন অসাধারণ কিন্তু সুইসাইড নোট নয় অনন্ত কাল লিখে যান এই পৃথিবীর জন্য।

১১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: জ্যামিতিক হারে ঋন বাড়ছে,তোমার ভালোবাসায় -- এ ঋণ শুধু বেড়েই চলে। পংক্তিটা ভালো লেগেছে।

১২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৮

জুন বলেছেন: অনেক ভালোলাগা কবিতায় কল্লোল আবেদীন ।
+

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

ইন্দ্রনীলা বলেছেন: ভালোবাসা থেকে পরিত্রান হয় না।

১৫| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:৩৪

মহা সমন্বয় বলেছেন: আপনি তো দরুণ লিখেন.. কিন্তু আর লেখা দিচ্ছেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.