| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্লোল আবেদীন
আমি এক ছন্নছাড়া মানুষ
তখনও ইশ্বর তোমাকে গড়েনি
এদোন উদ্দ্যানে আমি ছিলাম একা।
কিন্তু নিঃসঙ্গ ছিলাম না
তবুও আমি ছিলাম ভীষণ রকম বোকা ।
কখন যে বুকের একটা বাঁ পাঁজর হারিয়ে গেল
আমি কিছুই বুঝতে পারলাম না
যেমন বুঝিনি আমি তোমার জন্ম লীলা
ইশ্বর কি দিয়ে গড়লেন তোমাকে মাটি নাকি শিলা!
সেদিন সেন্ট জোসেফের গীর্জায়
সেই লক্ষ,কোটি বছর আগে
হারিয়ে যাওয়া পাঁজর খানা খুজেছিলাম!
এখনও গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়
বুকের বা পাশে
শুন্যতা বিরাজ করে,রয়েছে খানিকটা ফাকা
অথচ ইশ্বর জানে আমি ছিলাম কতটা বোকা।
সমাধিতে অথবা সর্মপিত দিনে প্রার্থনায় খুঁজি তারে
কিভাবে হারিয়ে গেল কেমন করে!
কেন এমন হয়ে গেল হায় ইশ্বর!
পবিত্র বইয়ে তা কেন বলোনি
অনেক দিন খুজেছি তারে হাজার বছরের দিবস রজনী।
স্বর্গের দেয়ালে অথবা এদোন উদ্দ্যানে
লেখা আছে আমাদের ভালোবাসা ছিল এক জীবনে।
আমিতো খেতে চাইনি জ্ঞান বৃক্ষের ফল
কেন ইশ্বর তবুও আমার চোখে নামে বর্ষার জল?
কি এক সর্বনাশা কালে অথবা অকালে
আমি এখন ভীষন একা
প্রতিটি সকাল দুপুর বিকেলে।
অথচ আমি নিঃসঙ্গ ছিলাম না
আমার একটা পৃথিবীসম স্বর্গ ছিল
ঘুমের ঘোরে কে কেড়ে নিল!
হায় ইশ্বর! আমি কত বড় বোকা
প্রথম জন্ম থেকে হয়ে গেলাম একা!
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ ভাই অঘ্রান প্রান্তরে।
২|
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
কালনী নদী বলেছেন: বাহ, হৃদয় ছোয়ে যাওয়া সরাসরি, প্রিয়তে।
১৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় কালনী নদী ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
৩|
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
কালনী নদী বলেছেন: মির্জা বাড়ির বউরারে রিপোর্ট দেন।
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
কল্লোল আবেদীন বলেছেন:
ভাই ওনি নিজেই ধরা খেয়েছেন।
৪|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: এবং একা! ভাল্লাগছে খুব।
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"রাণা"ভাই।
৫|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
প্রামানিক বলেছেন: আমিতো খেতে চাইনি জ্ঞান বৃক্ষের ফল
কেন ইশ্বর তবুও আমার চোখে নামে বর্ষার জল?
আদম হাওয়ার কাহিনী সুন্দর কবিতায় ফুটে উঠেছে। ধন্যবাদ
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"প্রামানিক" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
৬|
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৪
আরাফআহনাফ বলেছেন: "অথচ আমি নিঃসঙ্গ ছিলাম না
আমার একটা পৃথিবীসম স্বর্গ ছিল
ঘুমের ঘোরে কে কেড়ে নিল!
হায় ইশ্বর! আমি কত বড় বোকা
প্রথম জন্ম থেকে হয়ে গেলাম একা!"
বড়ই বোকা আমরা। হে ইশ্বর, বোকাদের কেন সৃষ্টি করো তবে।
হা ইশ্বর!
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"আরাফআহনাফ" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
হ্যা ভাই আমরা বড়ই বোকা।
৭|
১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
আহমেদ জী এস বলেছেন: কল্লোল আবেদীন ,
এ্যাডাম আর ঈভ তৈরীর এটাই হলো লজিক্যাল সিকোয়েন্স - একা হয়ে যাওয়া ।
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৩
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"আহমেদ জী এস" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
৮|
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪
মহা সমন্বয় বলেছেন: অথচ আমি নিঃসঙ্গ ছিলাম না
আমার একটা পৃথিবীসম স্বর্গ ছিল
ঘুমের ঘোরে কে কেড়ে নিল!
হায় ইশ্বর! আমি কত বড় বোকা
প্রথম জন্ম থেকে হয়ে গেলাম একা!
অনেক সুন্দর লিখেছেন। সামহোয়্যারইন নেটওয়ার্কে আপনাকে স্বগতম। ![]()
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"মহা সমন্বয়" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
৯|
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: বিষাদের অনুভূতি স্পর্শ করে গেল!
ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। এখানে আপনার বিচরণ আনন্দময় হোক, ফলপ্রসূ হোক, দীর্ঘ হোক! হ্যাপী ব্লগিং....
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"খায়রুল আহসান" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
১০|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বেশ উচ্চ মার্গীয় কথামালা!
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"সাধু " ভাই।
১১|
১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
স্বপ্নাতুর পুরব বলেছেন: পড়তে ভালো লাগলো । গতানুগতিক কবিতা নয় । শুভকামনা ।
১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩
কল্লোল আবেদীন বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয়"স্বপ্নাতুর পুরব" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
অনিঃশেষ শুভ কামনা জানবেন।
১২|
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৪
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: "এখনও গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়
বুকের বা পাশে
শুন্যতা বিরাজ করে,রয়েছে খানিকটা ফাকা
অথচ ইশ্বর জানে আমি ছিলাম কতটা বোকা"।
অসাধারণ।খুব ভাল লাগল কবি।
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৩
কল্লোল আবেদীন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়"আরেফীন" ভাই।
পাঠে ও মন্তব্যে কৃতার্থ ।
অকৃত্রিম শুভ কামনা জানবেন।
১৩|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।
ভালো থাকবেন। সবসময়।
১৪|
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ লিখেছেন!!!
(অঃটঃ কল্লোল পথিক নিক কি আপনারই?)
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
অঘ্রান প্রান্তরে বলেছেন: সমাধিতে অথবা সর্মপিত দিনে প্রার্থনায় খুঁজি তারে
কিভাবে হারিয়ে গেল কেমন করে!
কেন এমন হয়ে গেল হায় ইশ্বর!
পবিত্র বইয়ে তা কেন বলোনি
অনেক দিন খুজেছি তারে হাজার বছরের দিবস রজনী।
স্বর্গের দেয়ালে অথবা এদোন উদ্দ্যানে
লেখা আছে আমাদের ভালোবাসা ছিল এক জীবনে।