| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৩ সালের ২৯শে জুন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি কে বেআইনিভাবে সেনা ক্রুর মাধ্যমে অপসারন করে ক্ষমতা দখল করে সেনা প্রধান। প্রতিবাদে তাহরির স্কয়ারে লক্ষ লক্ষ মুরসি সমর্থক জীবন বাজী রেখে সমবেত হয়,বিশাল জনতার উপর স্মরণকালের ভয়াবহ হত্যা যজ্ঞ চালায় সিসি বাহিনী। ব্রাদারহুড কর্মীদের রক্তে রঞ্জিত হয় তাহরির স্কয়ার ।ক্ষমতা থেকে বিদায় নিতে হয় মুরসিকে । তারপরও প্রকৃত মুসলিম শাসকরা যাতে বিশ্ব নেতৃত্বে জায়গা না পায় তার জন্য ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র কখনোও থেমে থাকে নি। তার জন্য বিভিন্ন সময় তারা শুধু মুসলিম রাষ্ট্র গুলোতে সন্ত্রাসী হামলা করে থেমে থাকে নি... সেনাক্রু করে জনপ্রিয় মুসলিম নেতাদের মাইনাস করার জন্য উঠে পড়ে লেগে ছিল। গতকাল্কের তুরস্কের ঘটনা তারই বহিঃপ্রকাশ । কিন্তু এবার তুরস্কের তাকসিম স্কয়ারের চিত্র ছিল একটু ভিন্ন। প্রেসিডেন্ট এর ডাকে সাড়া দিয়ে মাত্র কয়েক ঘন্টায় রাজপথে নেমে আসে তুরস্কের লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসলিমরা । আল্লাহু আকবর ধবনিতে রাজপথে তারা সরব থাকে এরদুগানের পক্ষে।সেনাবাহিনীর ট্যাংক আটকে দেয় সাধারন জনতা,দেশপ্রেমিক কিছু সামরিক বাহিনীও জনগণের পক্ষে অবস্থান নেয়।যার ফলে মিসরে তারা সফল হলেও এইবার তুরস্কে তারা ব্যর্থ হয়েছে।সবসময় আত্ম ত্যাগ করতে হয়েছে মুসলিম দেরকেই। হুম মুসলিমরা আসলেই বীরের জাতি । দেশের স্বাধীনতা সার্বভৌমত্ত রক্ষায় তারা জীবন বাজি রেখে রাজপথে ঝাপিয়ে পড়তেও প্রস্তুত থাকে।সামনেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ্ ...

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩
কুতুব কবির বলেছেন: আধুনিক চিন্তার লোক না হলেও কিন্তু মিসরের জনগণ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করেছিল ।
২|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
তুরস্কে অনেকবার সেনারা ক্ষমতা নিয়েছে, খারাপ উদাহরণ অনেক আছে; তবে, বর্তমান সরকারকে বুঝতে হবে আরবদের সমস্যায় নিজকে যুক্ত করলে, তুরস্কও আরবদের মতো সমস্যার মাঝে প্রবেশ করতে পারে।
৩|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৬
মহা সমন্বয় বলেছেন: ইনশাআল্লাহ্ ...
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
"বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৩ সালের ২৯শে জুন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি কে বেআইনিভাবে সেনা ক্রুর মাধ্যমে অপসারন করে ক্ষমতা দখল করে সেনা প্রধান। "
সেনাবাহিনী মিশরের ক্ষমতা দখল করে অন্যায় করেছে; তবে, মুরসী মিশরের সরকারের অংশ হওয়া উচিত নয়; মুরসী আরেক জাকির নায়েক, পেছনে পড়া মিশরে দরকার আধুনিক চিন্তার লোক, পাথর/তাম্র যুগের মুরসী মিশরকে আরো পেছনে নিয়ে যেতো মাত্র।