নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুড্ডির পাইলট; বিমানের না।।

তুমি আমি সে

বহুপথ হেঁটে আমি বড় ক্লান্ত; দোর খুলে নেমেছি সেই কবে তোমার দুয়ারে দাঁড়াব বলে.

তুমি আমি সে › বিস্তারিত পোস্টঃ

অবশেষে শিশু-কিশোর লীগ;

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

অবশেষে স্কুল পর্যায়ে শিশু-কিশোর লীগ গঠিত হতে যাচ্ছে-
কার মাথা থেকে এসব আসে?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

ওমর আল হাসান বলেছেন: হাহাহাহা

২| ২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

অর্ক বলেছেন: ওয়াও! এরপর কী তাহলে কিন্ডারগার্টেন লীগওও হতে দেখবো। ছোট ছোট বাচ্চারা স্কুলের উঠোনে খেলাধুলার বদলে রাজনীতি নিয়ে মারপিট করবে, মাথা ফাটাবে পরস্পরের!

সেলুকাসকে ডাকা আর মাথা চাপড়ানো ছাড়া আমরা কীইবা করতে পারি!

ধন্যবাদ।

৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০০

চাঁদগাজী বলেছেন:


দাযনবের হাত-পা আর মাথার সংখ্যা বাড়ছে?
নাকি আপনি ১৯৭৪ সালের মতো প্রচারণার অংশ?

৪| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন এর অভাব কেন বোধ হয়নি
তার জন্য রুল নিশি জারি করা যেতে পারে ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

তারেক ফাহিম বলেছেন: কমপ্লেন থাকাবস্থায় পোলাপাইন রাজনীতি না শিখলে কবে শিখবে?

ঘরে ঘরে লীগের নেতৃত্ব।

স্কুলে পড়ুয়া ছেলেদেরও লীগনেতা বড় ভাইরা আছে তাও আবার দশম শ্রেণীর ভিতর :P

৬| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৩

নিরাপদ দেশ চাই বলেছেন: যার মাথা থেকেই এই আইডিয়া বের হয়েছে একেবারে ব্রিলিয়ান্ট আইডিয়া।অল্প বয়স থেকেই ট্রেনিং দিলে একটু বড় হলে পাক্কা অপরাধী হয়ে উঠবে।

৭| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চাদের আগেই পড়াশোনা বন্ধ করার চেষ্টা আর কি । যাও কলেজ পর্যন্ত পড়ত এখন তাও হবে না ।

৮| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

মহামোহপাধ্যায় বলেছেন: এক যে ছিল মজার দেশ সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো.... :D :D :D

৯| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

কাউয়ার জাত বলেছেন: আওয়ামী শুক্রাণুলীগ এবং ডিম্বাণুলীগ গঠন এখন সময়ের দাবী।

১০| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৭

আবু তালেব শেখ বলেছেন: অচিরেই সন্ত্রাস লীগ ও ভিক্ষুক লীগ হবে আশা করি

১১| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

হাফিজ হুসাইন বলেছেন: কার মাথা থেকে আর বের হবে?
যারা স্বাধীনতা কে পুজি করে পেট চালায় তাদের মাথা থেকেই তো এসব কুবুদ্ধি বের হবে।

রবার্ট মুগাবে সাহেবও জিম্বাবুয়ে স্বাধীনতায় ভূমিকা রেখেছিলেন। এবং দীর্ঘদিন তার দেশকে চিবিয়ে খেয়েছেন । আর এদেশ চিবিয়ে খাচ্ছে আওয়ামী পন্ডিতেরা। কয়েকদিন পর দেখবে পাগল- ছাগল লীগও বের হচ্ছে।

১২| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৫

তুহেল আহমেদ বলেছেন: আল্লাহ বাঁচাক। এবার বাচ্চারাও ছাড় পাচ্ছে না। যৌনতা থেকে রাজনীতি, সব ঢেলে দেয়া হচ্ছে!

১৩| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

কলাবাগান১ বলেছেন: জামাতি-রাজাকার রা যখন শিবিরের দল নিয়ে ক্কাস ৪-৫ এর ছাত্র/ছাত্রীদের টার্গেট করে কার্যক্রম করে তখন কোথায় থাকে উপরেরর কমেন্ট করা ব্লগার দের আত্মা ... নাকি সেটা জায়েজ????

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:০১

কাউয়ার জাত বলেছেন: এই ব্লগে একজন ব্লগার আছেন যিনি ধর্মীয় বিশ্বাসের প্রশ্নে বিজ্ঞানমনস্ক, কিন্তু রাজনৈতিক বিশ্বাসের প্রশ্নে পাক্কা ঈমানদার।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৪

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: হাহাহা। তিনি আবার মতের অমিল হলেই সবাইকে গুহায় চলে যেতে বলেন @ কাউয়ার জাত।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০০

হাঙ্গামা বলেছেন: এই বিষয়টার পক্ষে ও কেউকে কেউকে দেখা যাইতেছে....বাহ।
ছাগলের বাচ্চা।

১৭| ১২ ই মার্চ, ২০২০ সকাল ৮:৩২

নীল আকাশ বলেছেন: কাউয়ার জাত বলেছেন: আওয়ামী শুক্রাণুলীগ এবং ডিম্বাণুলীগ গঠন এখন সময়ের দাবী। স হ ম ত।
আমার ধারণা খুব শিঘ্রই এদের দেখতে পাওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.