| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল ইসলাম (মাসুম)
হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....
ধৈর্য্য কি?সরল ভাষায় কোনো কিছু পাওয়ার আশায় অপেক্ষা করা আর সাধ্যমত চেষ্টা করে যাওয়া?তাহলে অতীত ঘেঁটে দেখা যায় আমিও ধৈর্য্য ধরেছি এবং ধৈর্য্যের পর কিছু আকাঙ্খা পূর্ণও হয়েছে!আবার আশা আকাঙ্ক্ষাও করতে হয় অনেক হিসাব কষে! যেমন মানবিক শাখায় অধ্যয়ন শেষে কেউ তো আর ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা করতে পারেনা!বিষয়টা তখন আবার অলীক কল্পনার পর্যায়ে চলে যায়!তাহলে যদি প্রশ্ন করা হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার আকাঙ্ক্ষাই যদি হবে তো বিজ্ঞান বিভাগে পড়া হলোনা কেন?তখন দেখা যাবে বাস্তব পরিস্তিতি বাধ্য করেছিলো মানবিক শাখায় পড়াশোনা করতে!অর্থাৎ আকাঙ্খার পরিধিও নির্ধারণ করে দেয় উপস্থিত বাস্তব পরিস্থিতি যার উপর কোনো নিয়ন্ত্রণ চলেনা!আবার সেই আকাঙ্খার বাস্তবায়নে ধরতে হয় ধৈর্য্য!আমার সফলতা আর কতদূর?.......
©somewhere in net ltd.