| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল ইসলাম (মাসুম)
হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....
কোনো একটা সমস্যা থেকে মুক্তি লাভের আশায় পনেরো বছর ধরে অপেক্ষা করা যথেষ্ট দীর্ঘ সময়!প্রতিটি মূহুর্তে সমস্যাটি যদি ভোগায় আর প্রতিটি মুহুর্তে মুক্তির দিন গুনতে থাকা হয় তাহলে মানসিক চাপ অসহ্য হওয়াই স্বাভাবিক!আশার কথা একটাই সমস্যাটি চিহ্নিত হয়েছে আর একটু একটু করে হলেও সমাধানের পথে এগুচ্ছে!এই আশাটুকু নিয়েই বেঁচে থাকা! আহা সেই যে যখন প্রথম সমস্যাটা বুঝতে পারলাম কি মজার আনন্দের বয়সটাই না ছিলো!সব আনন্দ ফিকে হয়ে গেলো!সেই থেকে মন সার্বক্ষণিক বিষন্নতায় মগ্ন!সব আনন্দের অনুভূতি কে যেনো ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়ে গেছে!
©somewhere in net ltd.