| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশরাফুল ইসলাম (মাসুম)
হঠাৎ করেই ব্লগে লেখা শুরু করা,এখন না লিখে আর থাকতে পারিনা।আজীবন লিখতে চাই....
বাংলা সাহিত্যের প্রতি ন্যুনতম আকর্ষণ থাকলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভান্ডারে জীবনে একবার হলেও ঢুঁ মারতেই হবে! রবীন্দ্রনাথের পরিচয় বা জীবনী নিয়ে আলোচনা করতে গেলে বেশিরভাগ লোকই বিরক্ত হবেন কারণ আবালবৃদ্ধবনিতার কাছে বহুল পরিচিত একটি নাম রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুকালে প্রাথমিক বিদ্যালয় থেকেই তার সম্পর্কে বারবার শুনে আসছে সবাই। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য যেনো অসম্পূর্ণ। আমি নিজেও রবীন্দ্রনাথের সাহিত্য সম্পদ থেকে বঞ্চিত হইনি। পড়েছি তাঁর গোরা সহ সবকটি উপন্যাস। পড়েছি নোবেল জয়ী গীতাঞ্জলি সহ বেশ কটি কাব্যগ্রন্থ।ছোট গল্পের তো তুলনাই নেই! যারা বই প্রেমি নয়, খুব বেশি পাঠভ্যাস নেই তারাও দেখা যায় রবীন্দ্রনাথের কিছু ছোট গল্প অন্তত পড়েছে। আমার বেশিরভাগ বইগুলো পড়া পাবলিক লাইব্রেরীতে বসে। কিছু ধার করে আর কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করে। ভবিষ্যতেও যে দীর্ঘদিন রবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডার রাজত্ব করবে বাংলা সাহিত্যে তাতে কোনো সন্দেহ নেই। বিভিন্নভাবে রবীন্দ্র সাহিত্যের এ ভান্ডার সংরক্ষণ করা হয়েছে। যে কেউ চাইলেই অতি সহজেই চর্চা করতে পারেন রবীন্দ্র সাহিত্য। কবিগুরুর এ ভান্ডার এখন সবার জন্যই উন্মুক্ত। এই লিংক থেকে দেখে নিন কতো সহজে এখন চাইলেই যে কেউ যখন খুশি হাতের নাগালেই পেয়ে যাবেন বাংলা সাহিত্যের এ রত্নভান্ডার।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৯
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: কেমন প্রশ্ন হলো?
২|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
যাক, গুগলে দেখলাম যে, উনি বাংগালী ছিলেন!
৩|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৫
ব্লগার_প্রান্ত বলেছেন: হা যথার্থ।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: থ্যাঙ্কস
৪|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল পোস্ট।
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩১
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: থ্যাঙ্কস
৫|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১০:০২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চাঁদগাজীবলেছেন:যাক, গুগলে দেখলাম যে, উনি বাংগালী ছিলেন!![]()
![]()
grontho.com বেস্ট সাইট।
৬|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৮
নূর-ই-হাফসা বলেছেন: ওনার গল্প কবিতা, সঙ্গীত দারুন লাগে ।
ধন্যবাদ এমন পোষ্টের জন্য
০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
৭|
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫
জেকলেট বলেছেন: সুন্দর পোষ্ট।
০২ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭
আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
উনি কি বাংলায় লিখেছেন?