| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
আমার বুকে সাতরানো শব্দের পুকুরে,
ভিজে যায় রোজগের ময়লা রোদ্দুর
মুক্তি আমার চোখে ভেসে আছে,
ভেসে আছে ভিজে যাওয়া ভালোবাসা সমুদ্দর।
আমার আয়নায় শুধু হতাশার সম্মেলন,
জানালার মুক্ত আকাশে ,ইচ্ছেগুলোর নিঃশব্দে পলায়ন ।
অথচ, আমার শূন্য বিকেল গোধূলি ছড়ায়
সংকোচে বিষন্নতার গুনগুনানি,
পরিশ্রমী শব্দের প্রহার,তার তৃষ্ণা মেটায় ।
সেই ইরাবতীর দুরন্ত ওড়নায়,
বোবা কলমের ডগায় রেখে যায় স্মৃতির ভস্ম
আমি তার প্রেম খুঁড়ে রচনা করি "দু টাকার বিস্ময়" ।
ভালোবাসি তার ভেজা চুল,বয়স্ক ভুল
ভালোবাসি তারে এক মুঠো রোদ্দুরের মতো
ভালোবাসি তার বিশ্বাসে মোড়ানো,অবিশ্বাসের ক্ষত।
তার মতো করে পৃথিবী ভালোবাসি,
ভালোবাসার দূর্বলতায়,তাই আজও অবোধের ঠোটে হাঁসি !!
(এম এইচ খালদ...) 
২|
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
নোমান প্রধান বলেছেন: আরো ভাল কিছু পাবো আশা করি
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৪
এম এইচ খালেদ বলেছেন: চেষ্টা করবো
৩|
২১ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০২
মুসাফির... বলেছেন: ভাল কবিতার পাঠক আমি.--- অসম্ভব ভাল লেগেছে ভাই”
২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১৭
এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ ভাই.. অনুপ্রেরিত হলাম,
৪|
২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
নিখাদ ভালবাসা শত আঘাতেও মাথা নোয়ায় না। জীবনের চলার পথে বিশ্বাস অবিশ্বাদের দোলাচলে যে মনকে দেখেছি পুড়ে যেতে, সে খাটি সোনা। প্রেমের শুদ্ধতা এক শুদ্ধতম পরশ পাথর যার ছোঁয়ায় সংকোচ, বিষণ্ণতা, শাব্দিক গোলাবর্ষণ সব মুছে যায়। হৃদয় নিঙড়ানো প্রেমেজর্জর কবিতার প্রতিটি লাইনে খুঁজে পেলুম সেরকম কিছু প্রেম।
যুগ যুগ জিয়ো কবি!
২১ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
এম এইচ খালেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ #কবি.. তুমিও যুগ যুগ জিয়ো, তোমার লাইনের অলংকার এ..! ভালো লাগে,,তোমার লেখনী ..
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩২
জাহিদ অনিক বলেছেন: দু টাকার বিস্ময়
এটা বাই চান্স অঞ্জন দত্ত থেকে ?