| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এম এইচ খালেদ
হিপনোটিক হিমালয় .,
নিউটনের বল বা বেগ এর সূত্র জানা না থাকা সত্তেও, চলতি বাস থেকে ঠিক ই নেমে যাচ্ছি অনায়াসেই.. অথচ, তুই পদার্থ বিজ্ঞানে এ+ পাওয়া সত্তেও থুবড়ে পড়িস কনক্রিটের সদরে __
এটাই বাস্তবতা!!
মধ্যবিত্ত সন্তানদের সব পারতে হয়..
আমরা সিটিং বাস এ ও ফিট, আবার বি আর টিসি র ধাক্কাধাক্কি জার্নি টা ও মানিয়ে নেই!!!
মানাতে হয়,,,
আমরা ব্রান্ড ও গায়ে দেই স্বাচ্ছন্দ্যবোধ এ
আবার ফুটপাত এর গেঞ্জি টাও আমাদের গায়ে সমান ভাবে মানানসই .. আমরা সব পারি!!
পারতে হয়,
আমাদের জীবন সাদা কালো, তবে পর্দাটা রঙিন। আমাদের হাসি টাও মধ্যবিত্ত । সব কিছুতেই অংশীদারীত্ব দেখাতে তার কোনো জবাব নাই । ঠিক ঝুলন্ত স্বপ্নের মতো ,আমরাও ঝুলে থাকি ধনী গরীব এর মাঝখানে । চোখে লেগে থাকা স্বপ্ন মুছে যাওয়ার ভয়ে চোখ মুছতে পারে না মধ্যবিত্ত বাবাগুলো । তবুও আমরা ভালো আছি ,ভালো থাকি .। সবার মতো করে রঙ চং মেখে নয় , তবে আনন্দের শিহরনে ... 
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬
এম এইচ খালেদ বলেছেন: ![]()
২|
২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
থিমটা ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
জেড আই অর্ণব বলেছেন: তবুও আমরা ভালো আছি ,ভালো থাকি .। সবার মতো করে রঙ চং মেখে নয় , তবে আনন্দের শিহরনে ...সত্যিই তাই