| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সেই ভিড়ের মধ্যে কানু বিশেষ করে দেখলো একটি নারীকে। তার রুপ আর সকলকে ছাপিয়ে, এই পৃথিবী ছাপিয়ে যেন আকাশ ছুঁয়েছে। পিঠের ওপর ঢাল হয়ে আছে একরাশ চুল। ভ্রমর কালো চোখের ওপর বড়-বড় পল্লব। তার গ্রীবা যেন নদীর একটি তরঙ্গ।
সেই রমণী তার কাছে আসে নি। তবু দূর থেকে তার দৃষ্টিতে যেন ঝরে পড়েছে মুগ্ধতার আলো। শুধু সেই একজনের দৃষ্টিতে কানুর সর্বাঙ্গ জুড়িয়ে গেল।
কানু সেই রমণীকে আরও কাছ থেকে দেখতে চাইল, শুনতে চাইলো তার মুখের একটি কথা। কিন্তু পারলো না। কানু ঘাড় ঘুরিয়েও আর দেখতে পেল না সেই নারীকে।
কানু তাকে চিনতে পারলো না। অনেকদিন দেখে নি তো।
সেই রমণীর নামই রাধা।"
রাধাকৃষ্ণ
-সুনীল গঙ্গোপাধ্যায়
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
যশোমতি মাইয়াছে বোলে নন্দ লালা
রাধা কিউ গৌরি ম্যায় কিউ কালা!!!