| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবুই পাখিটার সদ্যই ভাব হইয়াছিল কৃষ্ণচূড়া ফুলের সহিত। বাবুইপাখি আর কৃষ্ণচূড়া প্রায়শই হাসি ঠাট্টায় মাতিয়া উঠিত। তেমনি একদিন ইহারা খোশ গল্পে মাতিয়া উঠিল আর বাবুইপাখি কৃষ্ণচূড়ার রূপ দেখিতেছিল। তখনি অন্য এক পাখি আসিয়া বাবুইপাখির প্রিয় কৃষ্ণচূড়ার সহিত গভীর আলিঙ্গনে নিজেকে রঙ্গিন করিয়া কৃষ্ণচূড়ার সকল রং চুরি করিয়া লইলো। ইহা দেখিয়া বাবুইপাখি খুব কষ্ট পাইয়াছিল এবং আত্মহত্যা করিতে গাছ হইতে লাফাইয়া পরিল। কিন্তু বিধিবাম, মাটির কাছাকাছি আসিতেই তাহার ডানা মেলিয়া গেল, বাবুই আর মরিতে পারিল না। এখনও বাবুইপাখি বাঁচিয়া রহিয়াছে কিন্তু ঐ কষ্টের তীব্র যন্ত্রনা অন্তরে নিয়াই বাঁচিয়া আছে।
২|
২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১৪
কলমের কালি শেষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩০
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।