| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাগুনের ডাক শুনতে কি পাও?
পত্র-পল্লবে সুশোভিত হয়েছে প্রকৃতি,
কৃষ্ণচূড়া গাছটাও সেজেছে রক্তিম সাজে,
শিমুল পলাশ? সে তো অনেক আগেই সেজেছে লালে।
চুপচাপ কেন? আজ নিজেকে সাজাও!
টকটকে লাল জামাটা পড়ে
নিজেকে রাঙিয়ে দিয়ে
আমার জন্য তোমার সৌরভ ছড়াও।
আজ ফুসফুস ভরে তোমার সৌরভ নিতে চাই ।
সে কি!! তোমার সৌরভ পাচ্ছিনা...
আমার জন্য সৌরভ ছড়াওনি কি তবে?
নাকি তোমার ভালবাসার শক্তি কমে গেছে,
এখনো সৌরভ এসে পৌছায় নি যে?
প্রতীক্ষায় আছি, দীর্ঘ প্রতীক্ষা...
প্রতীক্ষা... সে কি কষ্ট...
একেকটা মুহুর্ত যেন একেকটা যুগ।
তোমার সৌরভ ছড়িয়ে দাও,
আকাশ বাতাস প্রভেদ করে
সাত সাগর তের নদী পার হয়ে,
তোমার সৌরভ আমার কাছে আসা চাই ই চাই ।
©somewhere in net ltd.