নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড

নোটিশবোর্ড › বিস্তারিত পোস্টঃ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীতে অংশ নেবার আহবান

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১







প্রিয় ব্লগার,

শুভেচ্ছা নিন আসন্ন বিজয় দিবসের।

প্রতিবারের মতই এবারও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র‌্যালির আয়োজন হচ্ছে। অংশ গ্রহণের জন্য অত্যন্ত আনন্দের সাথে বাংলা ব্লগাররা সহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

১৬ ডিসেম্বর ২০১৪ তে বাংলা কমিউনিটি ব্লগিং নবম বছরে পা দিতে যাচ্ছে। কেবল ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মতবিনিময় নয়, ইতিমধ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে জনমত তৈরির একটি বিকল্প গণমাধ্যম হিসেবেও। নানান চড়াই উৎরাই পেরিয়ে বাংলা ব্লগিং বিকশিত করে চলেছে নাগরিক সাংবাদিকতা, মানব কল্যাণে যূথবদ্ধতা, সকল প্রকার অন্যায়ের প্রতিরোধ ক্ষেত্র। এই পথচলায় মানব কল্যাণমূলক কর্মকান্ডে ব্লগারদের অংশগ্রহণ সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং উজ্জ্বল। সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের উর্বর জমিটিও তৈরি করে চলেছেন বাংলা ব্লগোস্ফিয়ারের অগণিত ব্লগাররা।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিজয়ের চেতনার সাথে বাংলা ব্লগারদের অংশগ্রহণ একেবারে বাংলা ব্লগের জন্মলগ্ন থেকেই নিজস্ব দ্যুতিতে উজ্জ্বল। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন ব্লগাররা। অন লাইনে অফ লাইনে ক্রমাগতভাবে লড়াই করে গেছেন সকল প্রকার মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে। তৈরি করে চলেছেন মুক্তিযুদ্ধের অনলাইন আর্কাইভ, যুক্ত রয়েছেন নিরলস গবেষণায়। এই কার্যক্রম কেবল অনলাইনেই সীমাবব্ধ থাকেনি, মানববন্ধন, প্রতিরোধ সমাবেশ, মিছিল প্রভৃতির মাধ্যমে এর পরিসর বিস্তৃত করে চলেছেন বাংলা ব্লগাররা।

মানবাধিকার এবং সুস্থ গণতন্ত্র চর্চার প্রত্যয় নিয়ে নয়টি বছর অতিক্রম করছে বাংলা ব্লগোস্ফিয়ার। যা দাবী করে বাংলা ব্লগোস্ফিয়ারের সামগ্রিক যূথবদ্ধতার। ১৬ই ডিসেম্বরের বিজয় চেতনার সাথে মিলেমিশে এই যূথবদ্ধতা হবে আমাদের আরো একটি গৌরবময় অর্জন। আমরা একে সম্মিলিতভাবে উদযাপন করবো প্রতি বছরের মত, বিজয় র্যােলীতে, বিজয়ীর বেশে।

এই আনন্দ উদযাপনে ঐক্যবদ্ধভাবে র‌্যালী সবাইকে অংশ নেবার আহবান জানাই। র‌্যালীটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে শেষ হবে ছবির হাটে। এতে অংশ নেবার জন্য প্রত্যেকে নিজের ইচ্ছেমতন বিজয়ের বার্তাবাহী, বর্ণিল কোনো ফেস্টুন, ব্যানার বা প্ল্যাকার্ড বহন করতে পারেন। সাথে নিয়ে আসতে পারেন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু যে কাউকে। ক্যামেরা নিয়ে আসতে পারেন আনন্দময় সময়টাকে অ্যালবামে বন্দী করার জন্য।

তারিখ: ১৬ই ডিসেম্বর, ২০১৪, মঙ্গলবার।

সময়: সকাল ৮টা ৩০ মিনিট।

র‌্যালী শুরু হবার স্থান: শাহবাগ জাদুঘরের সামনে থেকে।

নির্বিঘ্ন, নিরাপদ ও মঙ্গলময় হোক আমাদের একসাথে পথচলা।

বিনীত

আমরা ব্লগার

মন্তব্য ৪১ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: থাকছি ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমরা ব্লগার কাথটিা বেশ আপত্তি আছে, কারন কাছাকাছি নামের আরো একটি বাংলা ব্লগ সাইট আছে। তাই বিনীত বলে সামহোয়্যার ইন ব্লগ টিম। বলাটা ই শ্রেয়।


এটা নিতান্তই আমার ব্যক্তিগত মত।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: নির্বিঘ্ন, নিরাপদ ও মঙ্গলময় হোক আমাদের একসাথে পথচলা।

বিজয় দিবস অমর হোক।

বিজয়ের মাসে গণতন্ত্রের শুভ প্রত্যাবর্তনের শুভ কামনায়.....

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৪

ইফাত আরা বলেছেন: থাকব আশা করছি।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শুভ উদ্যোগ,
সফল হোক নির্বিঘ্ন,
নিরাপদ ও মঙ্গলময় হোক
আমাদের একসাথে পথচলা।
সঞ্চালক মহোদয়দের অসংখ্য ধন্যবাদ
মহন বিজয় দিবসে ব্লগারদের র‌্যালীর আয়োজন
করার জন্য।

ঘুড়ি ব্লগও ঠিক একই দিনে একই আয়োজনের ঘোষণা দিয়েছে!
তা হলে কী ঘুড়ি ব্লগ ও সামু ব্লগ এক সাথে এই আয়োজন করবে?

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১২

কাহাফ বলেছেন:
প্রকৃত মানবতার মুক্তি নিয়ে এবারের বিজয় দিবস অর্থবহ হোক- এই শুভ কামনা!!

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

শাহ আজিজ বলেছেন: আশা করি থাকছি , সবার সাথে ।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮

নীলসাধু বলেছেন: ইনশাল্লাহ পরিবার সহ যোগ দেবো।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৬

জাহিদ জুয়েল বলেছেন: আশা করছি থাকতে

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

নীলসাধু বলেছেন: পূর্ব সিদ্ধান্ত অনুযায়ি ঘুড়ি ব্লগেও একই পোষ্ট সঞ্চালক নির্বাচিত করা হয়েছে। আশা করছি এই আয়োজনে ঘুড়ি ব্লগ সহ অন্যান্য সকল বাংলা ব্লগের ব্লগারগন অংশগ্রহন করবেন।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

স্যামুয়েল স্যাম বলেছেন: দেখা হবে আশা করছি

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

আবু শাকিল বলেছেন: ইন শা আল্লাহ।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০২

ব্লগার মাসুদ বলেছেন: শহীদের প্রতি আমাদের সকল ব্লগারদের পক্ষ হতে থাকলো গভীর শ্রদ্ধাঞ্জলী

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২১

আনোয়ার কামাল বলেছেন: সবাই চলে আসুন।

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

এমএম মিন্টু বলেছেন:

ভালো কথা দেখি চেষ্টা করমু

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

টিটো মোস্তাফিজ বলেছেন: ভাল উদ্যোগ :D

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশা করছি রালিতে থাকব। ভালো উদ্যোগ।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল , সফল হোক ।

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

এনামুল রেজা বলেছেন: বিজয় দিবসে এমন একটা আয়োজন আনন্দকে আরও বাড়িয়ে তুলুক..

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৪

তুষার কাব্য বলেছেন: বিজয় র‍্যালি তে থাকার ইচ্ছে থাকলো।সকলকে শুভেচ্ছা বিজয়ের।

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৬

কসমিক- ট্রাভেলার বলেছেন:



+++++++++++++++

২২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৮

ম্যাসোকিস্ট মেহেদী বলেছেন: আসবো

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: থাকবো ইনশাল্লাহ

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: একটি বার্তা
**********
বন্ধুগন এখন থেকে ,সামুর দর্পণে যা কিছুই লিখা হবে বিষয় বস্তু যেন থাকে আমাদের বিজয় দিবস । বিজয়ের আনন্দে সামুর নিকট অবশ্যই পাঠক ভাল কিছু লেখা আশা করে । লেখার ধরন কবিতা , ছড়া , ছুট গল্প , স্মৃতিকথা বা অন্যান্য
যে কোন ।।

মানসম্মত লেখা সামু সাহিত্য পত্র সুচেনায় সংকলিত হবে ।
লিখিয়ে বন্ধুদের পক্ষ থেকে
পরিবেশ বন্ধু ।।

২৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

গরম কফি বলেছেন: আসছি

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

গাজী ইলিয়াছ বলেছেন: আশা করছি রালিতে থাকব। ভালো উদ্যোগ।

২৭| ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৬

গাজী ইলিয়াছ বলেছেন: আশা করছি রালিতে থাকব। ভালো উদ্যোগ।

২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৮

অর্কমানিক বলেছেন: মহান বিজয় দিবস
নির্বিঘ্ন, নিরাপদ ও
মঙ্গলময় হোক আমাদের একসাথে পথচলা।

বিজয় দিবস অমর হোক।

বিজয়ের মাসে গণতন্ত্রের শুভ প্রত্যাবর্তনের শুভ কামনায়.....২০১৪

২৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

অগ্নিপাখি বলেছেন: ইনশাআল্লাহ্‌ থাকবো।

৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

তন্ময় ফেরদৌস বলেছেন: আসছি

৩১| ১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৩

মোমতাজুল হক পাপ্‌পু বলেছেন: স্বধিনত কি বোজায় আমরা তো ( সাধারন মানুস) স্বধিন নই ।আমার এই মনে হয়।

৩২| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

কল্পতরু তেপান্তর বলেছেন: ইনশাআল্লাহ থাকছি

৩৩| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

ডুবুরি বলেছেন: আসছি... আমিও।

৩৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০

মামুন হতভাগা বলেছেন: ভাল

৩৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা রইল ।
আশা করি থাকবো ।।

৩৬| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

জনাব মাহাবুব বলেছেন: আসছি বিজয় র্যালিতে পরিবারসহ। :D :D

৩৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪১

আমির হোসেন বলেছেন: আসতে পারি।

৩৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

রাজপুরুষ বলেছেন: আসছি... আমিও।

৩৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: আশাকরি থাকবো।

৪০| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

মুক্তবন্দী বলেছেন: ঢাকায় থাকলে মিস্ করতামনা কোনভাবেই....

৪১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: বহে রক্তগঙ্গা বাংলার জমিনে
******************শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ।।
*********** পরিবেশ বন্ধু

বহে রক্তগঙ্গা আজও ওদের খুনে নখরে
জীবন্ত দগ্ধ পুড়া লাছের গন্ধ এখনও বাংলার কুঠিরে
শ্বাপদের দংশনে জর্জরিত নারীর সম্ভ্রম
হাহাকার আর আর্তবিলাপ ভাসে বাতাসে
যে জাতী হাজার বছরের ঐতিহ্য গড়া সমৃদ্ধ
সব ছিন্ন ভিন্ন করে ওরা লুণ্ঠনে গ্রাসে
জবাবে মায়ের চোখে তিব্র রুষ দুর্বার
শত মায়ের শত দামাল সন্তান
এক হয় ছাত্র যুবা কুলি কৃষাণ
তুলে নেয় হাতে মুক্তির হাতিয়ার ।
ঘাতে প্রতিঘাতে দিপ্ত শপথ
লাল সবুজের এক ওড়ায় নিশান
বুকে লয়ে সেল আনে মুক্তির সন্ধান
যারা বুদ্ধিজীবী তারা সংঘটিত করে
মুক্তি গেরিলাদের দেয় উপযুক্ত প্রশিক্ষন
হয় মহারন
পরাজয় হবে জেনে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের
ওরা হত্তা করে নির্বিচারে
আজও বধ্যভুমি ই্তিহাসের সাক্ষ্য বহন করে
জানাই ছালাম বীর শহীদ বুদ্ধিজীবীদের আত্মায়
আজও বাংলার জমিন সিক্ত তাদের রক্ত গঙ্গায় ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.