| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীন, আমেরিকা, বাংলাদেশ। তিন দেশের তিনজন একটা প্লেনে করে যাচ্ছে আর গল্প করছে। গল্প করার এক ফাকে চীনের লোকটা তার পকেট থেকে মোবাইলটা বের করে জানালা দিয়ে বাইরে ফেলে দিল! আর বলল- ‘স্মার্টফোন। চীনে অনেক পাওয়া যায়। দুই-একটা ফালায় দিলে কোন ক্ষতি নাই’।
.
কিছুক্ষন পর আমেরিকার লোকটা তার ব্যাগ থেকে একটা ট্যাব বের করে জানালা দিয়ে ফেলে দিল! আর বলল- ‘আইপ্যাড। আমেরিকায় অনেক পাওয়া যায়। দুই-একটা ফালায় দিলে কোন ক্ষতি নাই’।
.
এবার বাংলাদেশের লোকটা চিন্তায় পড়ে গেল। তাকেও কিছু একটা ফেলতে হবে কিন্তু কোনভাবেই ব্যাগ কিংবা পকেট থেকে কোন কিছু না। চিন্তা করতে করতেই পাশের সীটে একটা মেয়েকে দেখল। মেয়েটার হাতে একটা ফোন। মাথা থেকে ৪৫ ডিগ্রি উপরে ধরে পাঊট ফেস করে ফোনের দিকে তাকিয়ে আছে।
.
এই দৃশ্য দেখে লোকটা দেরি না করে মেয়েটাকে ধরে জানালা দিয়ে নিচে ফেলে দিল! আর বলল - ‘সেলফিকুইন। বাংলাদেশে অনেক পাওয়া যায়। দুই-একটা ফালায় দিলে কোন ক্ষতি নাই’।
©somewhere in net ltd.